|
|
|
|
স্ত্রীকে ছুরি মেরে খুনে অভিযুক্ত স্বামী |
নিজস্ব সংবাদদাতা • ব্যান্ডেল |
বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখার অভিযোগে স্ত্রীকে ছুরি মেরে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল লোকোপাড়ায়। নিহতের নাম বাবলি শর্মা (৩৫)। পুলিশ তাঁর স্বামী বৈদ্যনাথকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, স্ত্রীর সঙ্গে এক যুবকের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ ছিল বৈদ্যনাথাববুর। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকত। ইদানীং ঝামেলা চরমে ওঠে। সোমবার রাতে স্ত্রী ওই যুবকের সঙ্গে চলে যাওয়ার ফন্দি আঁটে বলে বৈদ্যনাথবাবু পুলিশকে জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ফের ওই যুবক তাঁদের বাড়িতে আসে। ওই যুবকটি চলে যেতেই তা নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া বাধে। অভিযোগ, ছুরি নিয়ে স্ত্রীকে আক্রমণ করেন বৈদ্যনাথ। স্ত্রীর বুকের বাঁ দিকে ছুরি দিয়ে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় বাবলিদেবী মাটিতে লুটিয়ে পড়লে ছুরি নিয়ে তাঁর পিছনেও আঘাত করেন স্বামী।
বাবলিকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ বৈদ্যনাথকে গ্রেফতার করে। ধৃত ব্যাক্তি পুলিশকে জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই এক যুবকের সঙ্গে স্ত্রীর সম্পর্ক ছিল। বার বারই তাতে আপত্তি জানান তিনি। কিন্তু স্ত্রী কর্ণপাত করেননি। উল্টে আরও ‘বাড়াবাড়ি’ শুরু করেন। ‘প্রতিশোধ’ নেবেন মনস্থ করে বৈদ্যনাথ একটি ছুরি কিনে রাখেন। তা দিয়েই স্ত্রীকে তিনি খুন করেন বলে অভিযোগ। বৈদ্যনাথ প্রাক্তন সেনাকর্মী। বর্তমানে তিনি লিলুয়া ওর্য়াকশপে কাজ করতেন। তাঁদের দুই ছেলে-মেয়ে।
পুলিশ অফিসারদের দাবি, বৈদ্যনাথ পুলিশের ‘অপরাধ’ কবুল করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেও কাজ হয়নি। শেষ পর্যন্ত পরিস্থিতি ‘সহ্যের বাইরে’ চলে যাওয়াতেই বাধ্য হয়ে তিনি ‘প্রতিশোধ’ নেন। |
|
|
|
|
|