টুকরো খবর

ক্ষতিপূরণ নিয়ে কোর্টের প্রস্তাবে রাজি নয় টাটারা
কী ভাবে ক্ষতিপূরণের অর্থ নির্ধারণ করা হবে, সিঙ্গুর আইনে তার স্পষ্ট কোনও নির্দেশ দেওয়া নেই বলে আদালতের কাছে অভিযোগ করেছে টাটা মোটরস। সুপ্রিম কোর্টের একটি রায় অনুসরণ করে সিঙ্গুরের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট ক্ষতিপূরণের নীতিনির্দেশ করে দিতে পারে বলে মঙ্গলবার মন্তব্য করেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। তবে তাতে রাজি নন টাটা মোটরস কর্তৃপক্ষ। বিষয়টি আদালতের এক্তিয়ারের মধ্যেই পড়ে না বলে এ দিন দাবি করেন সংস্থার আইনজীবী সমরাদিত্য পাল। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের দাবি করেছে, সিঙ্গুরের জমি অধিগ্রহণ করা হয়নি, আইন প্রণয়ন করে মালিকানা স্বত্ব ফিরিয়ে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আইনত রাজ্য কোনও ক্ষতিপূরণ না-ও দিতে পারত। কিন্তু রাজ্য সরকার টাটা মোটরস-কে বঞ্চিত করতে চায় না বলেই সিঙ্গুর আইনে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রেখেছে। রাজ্যের এই ব্যাখ্যায় আপত্তি জানিয়ে সোমবার আদালতে সমরাদিত্যবাবু দাবি করেন, সিঙ্গুরের জমি ফিরিয়ে নেওয়া হয়নি, অধিগ্রহণই করা হয়েছে। হয়েছে বলেই, রাজ্যের আইনে তাঁর মক্কেল টাটা মোটরস-এর জন্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এ দিন তিনি বিচারপতিকে জানান, কোনও জমি বা সম্পত্তি কাউকে লিজ বা ইজারায় দেওয়ার মানেও তাকে এক ধরনের মালিকানা স্বত্ব ভোগ করতে দেওয়া। সিঙ্গুরের ক্ষেত্রেও টাটা মোটরস-এর সেই অধিকার ছিল। কিন্তু রাজ্য সিঙ্গুর আইন প্রণয়ন করে জমির দখল নিয়ে সেই অধিকার থেকে টাটা মোটরস-কে বঞ্চিত করেছে। সমরাদিত্যবাবু বলেন, ক্ষতিপূরণের অর্থ কী ভাবে নির্ধারণ করা হবে, তার নিয়মাবলি আইনেই উল্লেখ থাকা প্রয়োজন। আইন যাঁরা প্রণয়ন করেন, ওই বিষয়গুলি ঠিক করার দায়িত্ব তাঁদের এক্তিয়ারের মধ্যেই পড়ে। কিন্তু সিঙ্গুর আইনে কোনও নিয়মনীতি উল্লেখ করা হয়নি বলে সমরাদিত্যবাবু বিচারপতিকে জানান।

হরিপালে পঞ্চায়েতে তালা গ্রামবাসীদের
প্রধান দীর্ঘ দিন না আসায় তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে পঞ্চায়েতে তালা মেরে দিল তৃণমূল সমর্থকেরা। শেষ পর্যন্ত বিডিও অফিস থেকে প্রতিনিধি গিয়ে তাঁদের স্মারকলিপি নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিপালের পশ্চিম গোপীনাথপুর পঞ্চায়েতে। এ দিন দুপুর থেকে টানা বিকেল পর্যন্ত পঞ্চায়েতে ঘেরাও চলে। বিক্ষোভকারীদের অভিযোগ, কোনও ধরনের সমস্যা নেই, অথচ প্রধান কোনও কারণ ছাড়াই পঞ্চায়েতে অনুপস্থিত থাকছেন। এর ফলে সাধারণ মানুষ নানা অসুবিধায় পড়ছেন। একশো দিনের কাজ হচ্ছে না। পঞ্চায়েতে নানা অনিয়মের অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। পঞ্চায়েত কর্তৃপক্ষ অনিয়মের সব অভিযোগ অস্বীকার করেছেন।

তালা ভেঙে ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা
সোমবার রাতে আরামবাগের নৈসরাইয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় তালা ভেঙে ডাকাতির চেষ্টা চালায় দুষ্কৃতীরা। গেট ভেঙে ভিতরে ঢুকতে পারলেও ভল্ট ভাঙতে পারেনি তারা। তবে, ভল্টের সামনে একটি সিসিডি ক্যামেরা এবং গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র ভাঙচুর, তছনছ করে। সংশ্লিষ্ট ব্যাঙ্কের ম্যানেজার তারকচন্দ্র পাত্র এ দিন জানিয়েছেন, বছর কয়েক আগে এই ব্যাঙ্কে ডাকাতি হয়েছিল। এ বারও সেই একই চেষ্টা চালাল দুষ্কৃতীরা। টাকা-পয়সা নিয়ে যেতে না পারলেও তারা বেশ কিছু ক্ষয়ক্ষতি করে গিয়েছে। পুলিশ জানায়, ব্যাঙ্ক ছাড়াও ওই একই রাতে স্থানীয় তিনটি দোকানের তালা ভাঙে দুষ্কৃতী-দল। সেখান থেকে সর্বসাকুল্যে হাজার খানেক টাকা খোওয়া গিয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। নৈসরাইয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহলদারি হচ্ছে না বলেও স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের অভিযোগ। ব্যাঙ্ক কর্তৃপক্ষও এ দিনের ঘটনার পরে পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন। আরামবাগের এসডিপিও আকাশ মাগারিয়া জানান, পুলিশ তদন্ত শুরু করেছে। টহলদারিও বাড়ানো হয়েছে। নিষ্ক্রিয় হয়ে পড়া বিভিন্ন এলাকার গ্রামরক্ষী বাহিনীগুলিকে সক্রিয় করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

বাস দুর্ঘটনায় জখম ৩০
মঙ্গলবার সকালে বাস দুর্ঘটনায় জখম হলেন ৩০ জন। ঘটনাটি ঘটেছে খানাকুলের রাজহাটির দিঘিরপাড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি তারকেশ্বরের দিক থেকে খানাকুলের গড়েরঘাটের দিকে যাচ্ছিল। স্টিয়ারিং ভেঙে নিয়ন্ত্রণ হারান চালক। গাড়ি ধাক্কা মারে রাস্তার পাশে একটি গাছে। ১৭ জনকে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে সুরমা বাগ নামে রামচন্দ্রপুরের এক বাসিন্দার অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরে ভাঙা রাস্তা মেরামতির দাবিতে স্থানীয় মানুষ কিছু ক্ষণ পথ অবরোধ করেন। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্কুল ভোটে হাঙ্গামা, ধৃত কাউন্সিলর
মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হলেন মহেশতলা পুরসভার এক কংগ্রেস কাউন্সিলর রমণী নস্কর। সোমবার রমণীবাবু এবং তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। পুলিশি সূত্রের খবর, গত রবিবার আক্রার কৃষ্ণনগর গার্লস হাইস্কুলে পরিচালন সমিতির নির্বাচন ছিল। কংগ্রেস একা লড়ে ছ’টি আসনের সব ক’টিতেই জিতে যায়। তার পরে ওই এলাকায় গণ্ডগোল বাধে। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার লক্ষ্মীনারায়ণ মীনা জানান, গণ্ডগোলের পরে ওই তিন জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করা হয়েছিল।

অস্বাভাবিক মৃত্যু পুড়শুড়ার গ্রামে
সোমবার রাতে পুড়শুড়ার নেওটা গ্রামে গোলক বাগ (৩৫) নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। পুলিশ জানায়, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তারই জেরে বিষপান করে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাঁকে ভর্তি করে আরামবাগ মহকুমা হাসপাতালে। সেখানেই মারা যান গোলকবাবু। দেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।

মারামারি, ধৃত ৭
সোমবার গোঘাটের বদনগঞ্জে তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। সংঘর্ষের ঘটনায় জখম হরেরাম রায়-সহ চার জনের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই তৃণমূলের স্থানীয় নেতা অনুপ ঘোষ, মজফ্ফর মল্লিক-সহ চার জনকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

ঘুষ নিয়ে গ্রেফতার
জমজমাট বাজারে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক রেলকর্মী। মঙ্গলবার, হাওড়ার সাঁতরাগাছিতে। ক্ষিপ্ত জনতার হাত থেকে অভিযুক্ত দক্ষিণ-পূর্ব রেলের করণিক ভীম ঘোষকে (৪২) নিয়ে যায় সিবিআই। সম্প্রতি অবসর নেওয়া এক রেলকর্মী একটি খাতে ৮০ হাজার টাকা পেতেন। অভিযোগ, ওই সংক্রান্ত ফাইলটি উপরের মহলে পাঠানোর জন্য ভীম তাঁরই সহকর্মীর কাছ থেকে ৪,০০০ টাকা চান। খবর পেয়ে সিবিআই-এর ডিআইজি অরুণ বোথরা ও ওই শাখার এসপি সমীররঞ্জন মজুমদার সদলবলে যান সাঁতরাগাছি বাজারে। সেখানে টাকা নিতে গিয়ে ধরা পড়েন ভীম। চন্দননগরে তাঁর বাড়িতে তল্লাশি হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.