আমাদের স্কুল

পোলবা উচ্চ বিদ্যালয়

ছাত্র: ৪৫০ জন।
শিক্ষক: ১১ জন।
অশিক্ষক কর্মী: ২ জন।


বহু বাধা পেরিয়েই
অগ্রগতির পথে



ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
অনেক বাধা বিপত্তি পেরিয়ে পঞ্চাশ বছর পার করল আমাদের বিদ্যালয়। ১৯৬১ সালে পথচলা শুরু এই প্রতিষ্ঠানের। অল্প সংখ্যক ছাত্র নিয়ে গ্রামের কিছু শিক্ষানুরাগী মানুষের অর্থানুকুল্যে পঞ্চম আর ষষ্ঠ শ্রেণি নিয়ে চালু গড়ে উঠেছিল ছোট্ট এই প্রতিষ্ঠান। কিন্তু পড়াবেন কে? গ্রামেরই কিছু যুবক এগিয়ে এলেন ছাত্র গড়ার কাজে। ছাত্র সংখ্যা বাড়তে লাগল, গ্রামে শিক্ষার পরিবেশ গড়ে উঠল। ১৯৬৪ সালে পর্ষদের স্বীকৃতি পেয়ে আত্মপ্রকাশ করল পোলবা উচ্চ বিদ্যালয়। কয়েক বছর পরই শুরু হল মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র।
এই স্কুল থেকে পাস করে বহু ছেলে আজ সমাজের বিভিন্ন স্তরে সুপ্রতিষ্ঠিত। এই বিদ্যালয়কে ঘিরে শুধু পোলবাই নয়, দূর-দূরান্তের বহু মানুষের অনেক আশা।
চলতি বছর থেকে চালু হয়েছে মিড-ডে-মিল। সর্বশিক্ষা মিশন থেকে পাওয়া টাকায় অতিরিক্ত শ্রেণিকক্ষ, রান্না করার জায়গা, বিধায়ক তহবিলের টাকা পেয়ে সুবর্ণজয়ন্তী বর্ষে বিদ্যালয়টি নতুন রূপে সজ্জিত যেন একটি আশ্রম। স্কুলের পিছন দিকে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিশাল হলঘর। সেখানে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয় পড়ুয়ারা।
দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষকের অভাব ছিল। এ বছর চার জন শিক্ষক যোগ দেওয়ায় সেই সমস্যা আর নেই। কিন্তু অভাব রয়েছে কম্পিউটার শিক্ষার। গ্রন্থাগার থাকলেও গ্রন্থাগারিক নেই। বিদ্যালয়ের নির্দিষ্ট সাইকেল গ্যারাজ নেই। বিদ্যালয়-সংলগ্ন আরও জায়গা দরকার। খেলার সরঞ্জাম যথেষ্ট থাকলেও ছাত্রদের খেলতে যেতে হয় কিছুটা দূরে পাশের স্কুলের মাঠে।

আমার চোখে


দশম শ্রেণির কৃতী ছাত্র।
আমি এই স্কুলে পঞ্চম শ্রেণি থেকে পড়াশোনা করছি। এখানকার শিক্ষকেরা আমাদের পড়াশোনার দিকে যথেষ্ট নজর রাখেন। প্রতিটি ছাত্রের সুবিধা-অসুবিধাগুলি যত্ন সহকারে বুঝে সেই মতো ছাত্রদের পড়াশোনায় সাহায্য করেন। আমরা তাঁদের যথাযোগ্য মর্যাদা দিয়ে থাকি। এই স্কুলে আমার সহপাঠীরাও সকলে অত্যন্ত বন্ধুবৎসল। ফলে, অন্য জায়গা থেকে কিছুটা বড় বয়সে এখানে পড়তে এসেও সকলের সঙ্গে মানিয়ে নিতে আমার কোনও সমস্যা হয়নি। শিক্ষক ও পড়ুয়াদের পারস্পরিক সম্পর্কের নিরিখে যেন মনে হয়, আমরা একটি বৃহৎ পরিবারের মধ্যে আছি। এখানে পড়াশোনা করার সুযোগ পেয়ে ভবিষ্যৎ জীবনে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি বলেই আমি সব সময় মনে করি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.