Content on this page requires a newer version of Adobe Flash Player.
l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
লেকের জলে ভাসছে শিকারা। দিগন্ত রেখা বলতে শুধুই পাহাড়ের অবয়ব, সূর্যের
আলো ঝিলমিলিয়ে পিছলে যায় তার গা বেয়ে। বাগ-বাগিচা চিত্রিত রঙের স্পর্শে।
প্রকৃতির এমন নিঁখুত আয়োজন তাকে ভূষিত করেছে
‘ভূ-স্বর্গ’
উপাধিতে।
হাওয়াবদলে জম্মু-কাশ্মীরের এমন ছবি তো আছেই, থাকছে ‘বৈষ্ণোদেবী’-র
কাছে পৌঁছানোর হদিসও। সঙ্গে
মেলা-পার্বণ
ও
ফোটোশপের
গল্প।
দার্জিলিং ভেঙে দু’টি জেলার প্রস্তাব মোর্চার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বিগত বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে মাসুল বয়কটকে অন্যতম হাতিয়ার করেছিল গোর্খা জনমুক্তি মোর্চা। যে কারণে গত তিন বছরে যানবাহনের কর থেকে শুরু করে বিদ্যুতের মাসুল নানা খাতে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করতে পারেনি রাজ্য। বকেয়া সেই বিপুল অঙ্কের মাসুল এ বার মকুব করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করলেন মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ। সেই সঙ্গে সমতল শিলিগুড়িকে বাইরে রেখেই দার্জিলিং জেলাকে ভেঙে দু’টি জেলা গঠনের প্রস্তাব দিয়েছেন মোর্চা নেতৃত্ব। তবে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর এলাকা নির্ধারণের আগেই জলপাইগুড়ি জেলাকে ভেঙে আলিপুরদুয়ারকে আলাদা জেলা করার প্রক্রিয়া শুরু না করার দাবি রেখেছেন তাঁরা। এ সব নিয়ে বুধবার ঘণ্টাখানেক বৈঠক হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে।
বিস্তারিত...
হাতি তাড়াতে গিয়ে লাইনে
শুয়ে ট্রেনের চাকায় মৃত ৩
নিজস্ব সংবাদদাতা • বিন্নাগুড়ি
রাতে হাতি তাড়াতে বেরিয়েছিলেন পাঁচ জন। কিন্তু বাড়ি না ফিরে শুয়েছিলেন রেললাইনের উপরে। সেই লাইনে চলে এল ট্রেন। কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল তিন যুবকের। গুরুতর জখম দুই বালক। কিন্তু মঙ্গলবার গভীর রাতে ডুয়ার্সের বানারহাটে, বিন্নাগুড়ি স্টেশন থেকে ১ কিলোমিটার দূরে কেন ওই পাঁচ জন লাইনে শুয়েছিলেন, স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তের পরে রেল পুলিশ মনে করছে, মৃত ও আহতেরা ‘আচ্ছন্ন অবস্থায়’ লাইনে ঘুমিয়ে পড়াতেই ওই কাণ্ড। তবে ময়না-তদন্তের রিপোর্ট মেলার আগে তারা পুরোপুরি নিশ্চিত নয়। তা ছাড়া, বিন্নাগুড়ি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই বালক বুধবার দিনভর সংজ্ঞাহীন থাকায়, জানা যায়নি ওই রাতে ঠিক কী ঘটেছিল। রেল পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন শেরবাহাদুর ছেত্রী (৩০), অভয় মুন্ডা (২৬) এবং কৃষ্ণ তামাং (২২)। ওই তিন জন এবং আহত জোসেফ মুন্ডা ও ফুলচরণ মাহালির বাড়ি বিন্নাগুড়ি স্টেশনের কাছে একটি বস্তিতে।
বিস্তারিত...
হিন্দ মোটরের জমি নিয়ে
তদন্ত হবে, বললেন মমতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
হিন্দ মোটর কারখানার জমি বিক্রি ঘিরে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নিয়ে আগামী দু’এক দিনের মধ্যেই তদন্তের নির্দেশ দিতে পারে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বলেন, “হিন্দ মোটর নিয়ে অভিযোগ যা এসেছে, তাতে মনে হচ্ছে বড় ধরনের একটা আর্থিক কেলেঙ্কারি হয়েছে। এই কারণে যা উপযুক্ত তদন্ত হওয়া উচিত, সরকার সেটাই করবে।” সরকারি স্তরে বিষয়টি খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই প্রাথমিক প্রক্রিয়া থেকেই তদন্তকারীদের ধারণা, হিন্দ মোটরের জমি বিক্রির ক্ষেত্রে যথেষ্ট অনিয়ম হয়েছে। এবং প্রশাসনের সঙ্গে যুক্ত লোকজনদের সহযোগিতা ছাড়া শুধু সংস্থার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। দেশের প্রথম গাড়ি তৈরির সংস্থা হিন্দ মোটরকে হুগলি জেলায় কারখানা গড়ার জন্য জমি দিয়ে ছিল রাজ্য সরকার। সেই কারখানা রুগ্ণ হয়ে পড়ার পরে চার-পাঁচ বছর আগে ঘুরে দাঁড়ানোর উপায় হিসেবে কারখানার উদ্বৃত্ত ৩১৪ একর জমি বিক্রি করতে চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করে সংস্থাটি।
বিস্তারিত...
কুকথা লিখে বেশি শাস্তি অভিযোগকারী ছাত্রেরই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
উঁচু ক্লাসের কিছু ছাত্র ফেসবুকে তাঁর উদ্দেশে অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ জানিয়েছিলেন শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি বা বেসু-র এক ছাত্র। তদন্তে জানা গেল, অভিযোগকারী ছাত্রটিও সোস্যাল নেটওয়ার্কিং সাইটটিতে অশ্লীল কথা লিখেছিলেন ওই ছাত্রদের উদ্দেশে। তাই অভিযুক্তদের থেকেও বেশি শাস্তি জুটল অভিযোগকারীর কপালে। উঁচু ক্লাসের কিছু ছাত্র তাঁর ছেলেকে টেলিফোনে হুমকি দিচ্ছেন এবং ফেসবুকে অশালীন মন্তব্য করছেন বলে সম্প্রতি বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান বেসু-র প্রথম বর্ষের এক ছাত্রের মা। ঘটনাটি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গড়েন বেসু-কর্তৃপক্ষ। বুধবার ওই কমিটির রিপোর্ট জমা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, অভিযোগকারী ছাত্রের ১০ হাজার টাকা জরিমানা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে, দু’বছর তিনি বিশ্ববিদ্যালয়ের কোনও হস্টেলে যেতে পারবেন না।
বিস্তারিত...
বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে
তুলে নিয়ে খুন করল দুষ্কৃতীরা
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট
বীরভূম সীমান্ত লাগোয়া ঝাড়খণ্ডের শিকারিপাড়া থানা এলাকা থেকে রামপুরহাটের এক পাথর ব্যবসায়ীর দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম শ্রীকুমার ভকত (৪২)। বাড়ি রামপুরহাট শহরের ২ নম্বর ওয়ার্ডে। মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যবসায়ী ঝাড়খণ্ডের শিকারিপুর থানার সারসডাঙা থেকে বাড়ি ফিরছিলেন। ওই এলাকাতে তাঁর ব্যবসা রয়েছে। বাড়ি ফেরার পথে রামপুরহাট-দুমকা সড়কে শিকারিপাড়া থানার লোরিপাহাড়ি এলাকা থেকে সাত-আট জন দুষ্কৃতী তাঁকে অপহরণ করে বলে অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে লোরিপাহাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সারসাজোল এলাকার একটি কালভার্টের নীচে থেকে ওই ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের গলায় ও চোয়ালের নীচে কাটা দাগ রয়েছে। ডান পায়ের তিনটি আঙুলে কোনও ভারী কিছু দিয়ে থেঁতলানোর দাগ রয়েছে। বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি।
বিস্তারিত...
জলের অপচয় রোধে জরিমানা, পুলিশ-পাহারাও
বিতান ভট্টাচার্য • কলকাতা
জরিমানা ছাড়া অনেককেই সু-অভ্যাস শেখানো যায় না এখনও। সেই জরিমানাও বহু ক্ষেত্রে এতই লঘু কিংবা জরিমানা আদায়ে এতটাই ফাঁকি থাকে যে, সু-অভ্যাসে ফেরাটা আর রপ্ত হয় না বেশির ভাগেরই। কলকাতা বা শহরতলির এই চেনা ছবিটাই পাল্টে ফেলার একটা চেষ্টা দেখল ব্যারাকপুর মহকুমা। জলের অপচয়ে জরিমানাই নয়, তা আদায়ও নিশ্চিত করেছে ব্যারাকপুর প্রশাসনিক ভবন। শুধু নজরদারির দায়িত্বপ্রাপ্ত রক্ষীরাই নন, জলের অপচয় দেখলে এখন রুখে দাঁড়াচ্ছেন সেখানকার অন্য কর্মীরাও। প্রশাসনিক ভবনের পানীয় জলের কলে হাত-মুখ ধুয়ে জল নষ্ট করলে কিংবা নোংরা করলে আদায় করা হচ্ছে ১০০ টাকা জরিমানা। নিতান্ত গরিব বা স্কুল-কলেজের পড়ুয়ারা রক্ষীর ধমক শুনে ছাড় পেলেও সরকারি চাকুরে বা অন্যদের জরিমানা বাধ্যতামূলক।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
নিকাশি নেই, বৃষ্টি হলেই
হাঁটুজল জমে স্কুল চত্বরে
জাতীয় সড়ক
মেরামতির দাবি
দক্ষিণবঙ্গ
বাঁধ ভেঙে ভেসে
গেল ঘরবাড়ি
আট সদস্যের পদত্যাগ,
অচলাবস্থা পঞ্চায়েতে
বর্ধমান
দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থায় সামিল
দুই সিপিএম সদস্য
বিদ্যুৎ বিভ্রাট, ডিপিএল
কর্মীদের ‘হেনস্থা’ বাসিন্দাদের
পুরুলিয়া
সিপিএম নেতা
প্রহৃত তালড্যাংরায়
মেলেনি বিদ্যুৎ সংযোগ,
পাম্প চালু না হওয়ায় ক্ষোভ
মুর্শিদাবাদ
ভরতপুরে বাবাকে
কুপিয়ে খুন করল
মনোরোগী ছেলে
মেদিনীপুর
জলাভাবে পশ্চিমে
বিপর্যস্ত খরিফ চাষ
‘আশ্রয়’ প্রকল্পের
টাকা পড়েই
কলকাতা
৩২.৪/২৬
.
৭
আজকের দিনে
l
১৭৯২:
ব্রিটিশ কবি পার্সি বিসি শেলির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.