|
|
|
|
বেসু |
কুকথা লিখে বেশি শাস্তি অভিযোগকারী ছাত্রেরই |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
উঁচু ক্লাসের কিছু ছাত্র ফেসবুকে তাঁর উদ্দেশে অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ জানিয়েছিলেন শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি বা বেসু-র এক
ছাত্র। তদন্তে জানা গেল, অভিযোগকারী ছাত্রটিও সোস্যাল নেটওয়ার্কিং সাইটটিতে অশ্লীল কথা লিখেছিলেন ওই ছাত্রদের উদ্দেশে। তাই অভিযুক্তদের থেকেও বেশি শাস্তি জুটল অভিযোগকারীর কপালে।
উঁচু ক্লাসের কিছু ছাত্র তাঁর ছেলেকে টেলিফোনে হুমকি দিচ্ছেন এবং ফেসবুকে অশালীন মন্তব্য করছেন বলে সম্প্রতি বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান বেসু-র প্রথম বর্ষের এক ছাত্রের মা। ঘটনাটি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গড়েন বেসু-কর্তৃপক্ষ। বুধবার ওই কমিটির রিপোর্ট জমা পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, অভিযোগকারী ছাত্রের ১০ হাজার টাকা জরিমানা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে, দু’বছর তিনি বিশ্ববিদ্যালয়ের কোনও হস্টেলে যেতে পারবেন না। অভিযুক্তদের মধ্যে দ্বিতীয় বর্ষের দুই ছাত্রের ১০ হাজার টাকা করে এবং চতুর্থ বর্ষের
তিন ছাত্রের পাঁচ হাজার টাকা করে জরিমানা হয়েছে। দ্বিতীয় বর্ষের ছাত্রদের দু’মাস এবং চতুর্থ বর্ষের ছাত্রদের এক মাস হস্টেল থেকে সাসপেন্ডও করা হয়েছে।
বিমানবাবু বলেন, “তদন্তে জানা গিয়েছে, প্রথম বর্ষের ছাত্রটিও উঁচু ক্লাসের ছাত্রগুলির উদ্দেশে ফেসবুকে অশালীন মন্তব্য করেছিল। কিন্তু পরে সেগুলি মুছে দেয়। উঁচু ক্লাসের ছাত্রেরা অবশ্য তার আগেই ফেসবুকের ওই পাতার ‘প্রিন্ট আউট’ বার করে রেখেছিল।” অভিযোগকারী ছাত্রও এই বিষয়টি মেনে নিয়েছে বলে রেজিস্ট্রার জানান। তিনি বলেন, “এই ছ’জনকে কোনও স্কলারশিপ বা মেডেল দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে গোটা বিষয়টি জানানো হবে। ওই ছাত্রদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে। ভবিষ্যতে যদি ওরা এই ধরনের কাজ করে, তা হলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হতে পারে।” |
|
|
|
|
|