l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
সাদামাটা থেকে বাহারি নানা খাবারের নাম জুড়ে আছে বর্ষা ঋতুটির সঙ্গে।
তবে বর্ষার সঙ্গে মাছের কেমন সম্পর্ক, তাই নিয়েই
স্বাদবদল
। সঙ্গে
আম-মাহাত্ম্য নিয়ে
খানাতল্লাশি
আর বিদেশে রবীন্দ্র জন্মোত্সব
পালনের বিস্তারিত খবর-সহ মাঝমাসে
সংবাদের হাওয়াবদল
।
মমতা জিন্দাবাদ, মুহুর্মুহু স্লোগান পাহাড়ে
নমিতেশ ঘোষ • দার্জিলিং
মঙ্গলবারের সকাল এক ‘উৎসব’ নিয়ে হাজির হয়েছে দার্জিলিংয়ে। ভোরের আলো ফুটতেই পতাকা হাতে দলে দলে মানুষ একত্রিত হয়েছেন। চকবাজার, সুপার মার্কেট, চৌরাস্তা, ম্যাল রোড সর্বত্র পতাকার ছড়াছড়ি। কেউ কেউ আবিরও মেখে নিয়েছেন। সকলের মুখেই জয়ধ্বনি। ‘বাংলার নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ জিন্দাবাদ’। সময় যত বাড়ছিল সেই জয়ধ্বনি পাহাড়ের বাতাসে মিশে চারদিকে ছড়িয়ে পড়ছিল। সকাল ৮টার পরেই সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে চকবাজারের সুপার মার্কেটে। গাড়িতে পতাকা লাগিয়ে সবাই রওনা হচ্ছিলেন দাগাপুরের দিকে। সেখানে পিনটেল ভিলেজে সভা করবেন বিমল গুরুঙ্গ। সেখান থেকেই শুরু হবে বিজয় উৎসব।
বিস্তারিত...
মহিলা কামরা থেকে নামানোয় তাণ্ডব বেলানগরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
হাওড়া-লিলুয়ার বিভিন্ন স্কুলের ছাত্র ওরা। নিত্য যাতায়াত লোকাল ট্রেনের মহিলা কামরায়। আপত্তি করলে শোনে না। উল্টে অশালীন আচরণ করে মহিলাদের প্রতি। বেশির ভাগ নিত্যযাত্রীই দেখেছেন ব্যাপারটা। তাঁদের কয়েক জন রুখে দাঁড়াতেই, তুলকালাম বাধাল ওই ছাত্ররা। পুলিশ জানায়, সোমবার ওই ছাত্রদের মহিলা কামরা থেকে নামিয়ে দিয়েছিলেন নিত্যযাত্রীরা। এর বদলা নিতে মঙ্গলবার ওই ছাত্ররা জনা পঞ্চাশের এক গুন্ডাবাহিনীই নিয়ে আসে বেলানগর স্টেশনে। ‘প্রতিবাদী’ যাত্রীদের উপর চড়াও হয়ে তাঁদের মারধর করে। ভাঙচুর চালায় স্টেশনে। পাথরও ছোড়ে তারা। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অবশ্য ‘বীরবাহিনী’ লাইন ধরে ডানকুনির দিকে ছুটে পালায়। তবে স্থানীয়দের হাতে ধরা পড়েছে পাঁচ হামলাকারী।
বিস্তারিত...
তদন্তকারীই টাকা চাইছেন,
নালিশ করলেন অভিযুক্ত
সুনন্দ ঘোষ • কলকাতা
তদন্তের ভার যাঁর উপরে, তাঁর বিরুদ্ধেই এ বার তদন্ত! তিনি রেল-পুলিশের এক অফিসার। একটি ঘটনায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছিলেন তিনি। এ বার তাঁরই বিরুদ্ধে অভিযোগ, মামলা ‘হাল্কা’ করার আশ্বাস দিয়ে তিনি ওই ব্যবসায়ীর কাছে টাকা চেয়েছেন। ওই ব্যবসায়ী রেল-পুলিশের ডিজিকে এই মর্মে লিখিত অভিযোগ করেন যে, সংশ্লিষ্ট পুলিশ অফিসারটি টেলিফোন করে তাঁর কাছে ১২ হাজার টাকা দাবি করেছেন। যার ভিত্তিতে তদন্তের নিদের্র্শ দিয়েছেন ডিজি দিলীপ মিত্র। ব্যবসায়ীর নাম সঞ্জীব মজুমদার। বাড়ি হিন্দমোটরে। সুগন্ধী ও প্রসাধনীর ব্যবসা তাঁর। কোন ঘটনায় জড়ালেন উনি? সঞ্জীববাবুর বয়ান অনুযায়ী, গত ২৬ মে বেলা দশটা নাগাদ তিনি ব্যান্ডেল লোকালে হাওড়া স্টেশনে নামেন। প্ল্যাটফর্মে তখন বিনা টিকিটের এক যাত্রীকে ঘিরে টিকিট পরীক্ষক ও যাত্রীদের তর্কাতর্কি হচ্ছিল। তিনিও দাঁড়িয়ে পড়েন। এক পুলিশ অফিসার তাঁকেও ধরেন। সঞ্জীববাবু জানিয়েছেন, অফিসারকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেন। সফল হননি।
বিস্তারিত...
ছাত্র সংঘর্ষে উত্তাল বহরমপুর কলেজ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
প্রহৃত হন কলেজ অধ্যক্ষ ও এক পুলিশকর্মী। আগুন দেওয়া হয় গাড়িতে। ছবি: গৌতম প্রামাণিক। গণ্ডগোলের আশঙ্কায় মঙ্গলবার সকাল থেকে ১৪৪ ধারা জারি করার পরেও বহরমপুর কলেজে গণ্ডগোল ঠেকানো গেল না। সোমবারের পরে এদিনও ফের সকাল ১১টা থেকে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বহিরাগতদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে যায়। দু’পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়। উত্তাল হয়ে ওঠে কলেজ চত্বর। তার প্রভাব ছড়িয়ে পড়ে লাগোয়া এলাকাতেও। স্বর্ণময়ীর রাস্তায় একটি ছোট লরিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বহরমপুর থানার পুলিশের উপস্থিতিতেই কলেজের ভেতরে ঢুকে বহিরাগতরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। প্রহৃত হন কলেজ অধ্যক্ষও। ওই ঘটনায় ১৪ জন জখম হয়েছেন বলে দু’পক্ষের দাবি। তৃণমূলের ৮ জন এবং কংগ্রেসের ৬ জন এই ঘটনায় আহত হয়েছেন বলে দাবি। তবে তাঁদের সকলকেই প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
বিস্তারিত...
মোমবাতি জ্বেলে সাঁইথিয়ার
মানুষ বলল ‘সেদিন ভুলিনি’
ভাস্করজ্যোতি মজুমদার • সাঁইথিয়া
এক বছর পূর্ণ হল বীরভূমের সাঁইথিয়া ট্রেন দুর্ঘটনা। সেই অভিশপ্ত দিনটি ছিল ২০১০-এর ১৯ জুলাই। গভীর রাতের এই দুর্ঘটনাকে ঘিরে মানবিক মুখ ফুটে উঠেছিল সাঁইথিয়াবাসীর। দুর্ঘটনায় জখম যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে রক্ত দিয়েছিলেন সাঁইথিয়ার বাসিন্দারা। ওই দিনের স্মৃতি মনে পড়লে আজও অনেকে আঁতকে ওঠেন। মোমবাতি জ্বালিয়ে অভিশপ্ত ওই দিনটিকে স্মরণ করেন সাঁইথিয়া শহর ও পুরসভার কংগ্রেস সদস্যরা। ওই একই স্মরণমঞ্চে কালকা মেল দুর্ঘটনা ও মুম্বই বিস্ফোরণে মৃতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কী হয়েছিল গত বছর ১৯ জুলাই রাতে? রাত তখন ২টো হবে। সাঁইথিয়ার চার নম্বর প্লাটফর্ম থেকে সবে ছেড়েছিল রাঁচিগামী ৩৪০৪ ডাউন বনাঞ্চল এক্সপ্রেস। ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা শিয়ালদহগামী ৩১৪৮ ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস সজোরে ধাক্কা মারে। এর ফলে মাটি থেকে প্রায় ২০ ফুট উঁচু রেলিং ছুঁয়ে ঝুলেছিল বনাঞ্চল এক্সপ্রেসের একটি কামরা।
বিস্তারিত...
১৬ বছর পরে কোচবিহারে
রানওয়ে ছুঁল ছোট্ট বিমান
সুনন্দ ঘোষ • কলকাতা
অরিন্দম সাহা • কোচবিহার
‘আমি এসে গিয়েছি।’ সকালের মেঘ মুছে রোদে ভাসা কোচবিহারের আকাশে দু চক্কর দিয়ে ডর্নিয়ের ২২৮ থেকে পাইলট বার্তা পাঠালেন, ‘দারুণ, রোদ-ঝলমলে সকাল। পরিষ্কার দেখতে পাচ্ছি রানওয়ে।’ মিনিট তিনেকের অপেক্ষা। তারপর মেঘমুক্ত আকাশ থেকে ১৮ আসনের দুধ সাদা ছোট্ট বিমানটি নিয়ে কোচবিহারের সদ্য সাফ করা রানওয়েতে নির্বিঘ্নে নেমে এলেন নর্থ-ইস্ট শাটল্-এর ডিরেক্টর এবং সংস্থার প্রধান পাইলট ক্যাপ্টেন ফিজো নেপালি। ঘড়িতে তখন ১২টা ৬ মিনিট। দীর্ঘ ১৬ বছরের ব্যবধান মুছে মঙ্গলবার দুপুরে নতুন করে সূচনা হল কোচবিহার-কলকাতা রুটে উড়ান চলাচলের। যার আনুষ্ঠানিক উদ্বোধন আরও দূরে, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পতাকা নেড়ে করে দিয়েছেন এ দিনই। সোমবার রাত থেকেই অঝোর বৃষ্টি কপালে ভাঁজ ফেলেছিল। অন্তত পাঁচ হাজার মিটার দূরের আকাশ থেকে রানওয়ে দেখতে পাওয়া যাবে তো, না হলে শহরের আকাশ থেকেই তাকে ফিরে যেতে হবে যে!
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
যানজট ছাড়াতে গিয়ে
মারধরে হত বাসচালক
লোকাভাব প্রশাসনেই
দক্ষিণবঙ্গ
দুই পঞ্চায়েতে অনাস্থা
ভোটে হার সিপিএমের
তদন্তকারীই টাকা চাইছেন,
নালিশ করলেন অভিযুক্ত
বর্ধমান
মালগাড়ির ধাক্কা খুঁটিতে,
রেল চলাচল বিপর্যস্ত
চারটি প্রাণের
বিনিময়ে বেড়া
পুরুলিয়া
কোটশিলায় অপহরণ,
মৃত্যুর তদন্তে সিআইডি
শিক্ষকের সঙ্গে
বাদানুবাদ, বন্ধ রান্না
মুর্শিদাবাদ
বহরমপুর কলেজে সংঘর্ষে
কংগ্রেস-তৃণমূল, জখম ১৪
বাসভাড়া নিয়ে
বিতর্ক কান্দিতে
মেদিনীপুর
রেশনে নজরদারি
বাড়ানোর দাবি
পতাকা-ব্যানারে
ছেয়েছে কলেজ
কলকাতা
৩২.৭/২৮.২
আজকের দিনে
•
৩৬৫:
খ্রিষ্টপূর্বাব্দ: ম্যাসিডোনিয়ার রাজা
আলেকজান্ডারের জন্ম।
•
১৯২৩:
বিশ্বভারতী সম্মেলনীর বর্ষ-সূচনা
হল, রামমোহন লাইব্রেরি হলের অনুষ্ঠানে
বক্তৃতা দিলেন রবীন্দ্রনাথ।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.