|
|
|
|
পূর্ব মেদিনীপুর |
রেশনে নজরদারি বাড়ানোর দাবি |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রেশন বণ্টনে অনিয়ম ও দুর্নীতি রুখতে নজরদারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে নতুন রাজ্য সরকার। এমনিতেই পূর্ব মেদিনীপুর জেলায় গত এক বছরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রায় একশো জন রেশন ডিলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে খাদ্য দফতর। তবুও নিত্য অভিযোগ আসছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে। এই প্রেক্ষিতে নতুন করে রেশন সামগ্রী বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ সরব হয়েছে গণসংগঠনগুলি। রেশন ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে সম্প্রতি জেলা খাদ্য দফতরে স্মারকলিপি দেয় কৃষক ও খেতমজুর সংগঠন। সংগঠনের তরফে নারায়ণ নায়েক অভিযোগ করেন, “জেলার বেশ কিছু রেশন ডিলার গ্রাহকদের ক্যাশ মেমো না দিয়েই জিনিসপত্র দেয়। যা সম্পূর্ণ বেআইনি। অনেক জায়গাতেই ডিলারেরা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে রেশন সামগ্রী বিক্রি করে।” অভিযোগ অস্বীকার করে ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক মাধব পাঁজা বলেন, “ক্যাশ মেমো না দেওয়ার অভিযোগ ঠিক নয়। অনেক সময় শনি-রবিবার বেশি ভিড় থাকলে হয়তো তাড়াহুড়োয় ক্যাশ মেমো দেওয়া সম্ভব হয় না। সমস্ত অভিযোগই ভিত্তিহীন। রেশন ডিলাররা যাতে সরকারি নিয়ম মেনে চলে, সে জন্য আমরা সতর্ক করে দিই।”
ডিলার সংগঠনের তরফে যতই অভিযোগ অস্বীকার করা হোক না কেন, ঘটনা হল পূর্ব মেদিনীপুরে ২০১০ সালের ১ জুন থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত প্রায় একশো জন রেশন ডিলারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে খাদ্য দফতর। জেলায় সরকারি খাদ্যদ্রব্য বণ্টনের জন্য প্রায় ৮০০ রেশন ডিলার ও কেরোসিন বণ্টনের জন্য প্রায় ১৬৫০ ডিলার রয়েছেন। অনিয়মের অভিযোগে গত এক বছরে ৫৬ জন ডিলারকে শো-কজ করা হয়েছে। এর মধ্যে ২৬ জন রেশন ডিলার ও ৩০ জন কেরোসিন ডিলার। ২৬ জন রেশন ডিলারের মধ্যে কাঁথি মহকুমারই ১৩ জন। এ ছাড়া হলদিয়ার ৯ ও তমলুক, এগরা মহকুমার ২ জন করে রেশন ডিলারকে শো-কজ করা হয়েছে। শো-কজ হওয়া ৩০ জন কেরোসিন ডিলারের মধ্যে কাঁথির ২১ জন, হলদিয়ার ৪ জন, তমলুকের ৪ জন ও এগরা মহকুমার এক জন। এ ছাড়াও জেলার ৪০ জন ডিলারের ‘সিকিউরিটি ডিপোজিট’ বাজেয়াপ্ত করা হয়েছে। আর দুর্নীতির অভিযোগে হলদিয়া মহকুমার তিন জন রেশন ডিলারকে পুরোপুরি বাতিল করেছে খাদ্য দফতর। এ ছাড়া তমলুক ও কাঁথি মহকুমার এক জন করে ডিলারকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। খাদ্য ও সরবরাহ দফতরের জেলা নিয়ামক নসরৎ হোসেন খান বলেন, “সরকারি নিয়মভঙ্গ-সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই সব রেশন ডিলারদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হয়েছে।” |
|
|
|
|
|