l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
ছোট আঙারিয়ায় নতুন করে তদন্তে সিবিআই
নিজস্ব সংবাদদাতা
²
ছোট আঙারিয়া (গড়বেতা)
দশ বছর পরে ফের ছোট আঙারিয়ায় সিবিআই।
ঘটনাস্থলে দাঁড়িয়ে নতুন করে শুরু হল প্রায় কফিনে চলে যাওয়া ছোট-আঙারিয়া কাণ্ডের তদন্ত। নথিভুক্ত করা হল সেই বক্তার মণ্ডলের বক্তব্য। যাঁর বাড়ি ঘিরেই রাজ্য রাজনীতি তোলপাড় করা সেই ঘটনা। অভিযোগের আঙুল তৎকালীন ক্ষমতাসীন গোষ্ঠী সিপিএমের দিকে। তদন্তকারী অফিসারেরা কথা বললেন মামলার পুরনো সাক্ষী এবং গ্রামবাসীদের সঙ্গেও। ঘুরে দেখলেন ঘটনাস্থল। এ দিন এলাকা ঘুরে দেখলেন সিবিআইয়ের সেই সব অফিসারেরা, যাঁরা দশ বছর আগের সেই তদন্তের সঙ্গে কোনওভাবে যুক্ত ছিলেন না। নতুন করে তাঁরা সমস্ত নথি জোগাড়ে নেমেছেন। এসপি পদের অফিসার অপূর্ব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। ঠিক কী ঘটনা ঘটেছিল ২০০১ সালের ৪ জানুয়ারি? তা জানতে মঙ্গলবার তাঁরা কথা বললেন এমন এক গ্রামবাসীর সঙ্গে যিনি দশ বছর আগের সে দিন নিজের চোখে গোটা ঘটনা দেখেছেন বলে দাবি করলেন। সাক্ষ্য-প্রমাণের অভাবে প্রায় ভেস্তে যাওয়া মামলা ফের প্রাণ পেয়েছে ‘ফেরার’ এক অভিযুক্ত, সিপিএম কর্মী দিল মহম্মদ গ্রেফতার হওয়ার পরেই। তাঁকে সিবিআই এখন নিজেদের হেফাজতে নিয়েছে। কলকাতায় রেখে টানা দু’দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। কিন্তু মুখ খোলেননি দিল। সিবিআইয়ের এক অফিসারের কথায়, “পোড় খাওয়া অপরাধী যেমন, ঠিক তেমনই একটি কথাও বলতে চাইছে না দিল।” রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে গত ১৫ মে পুরনো এক অস্ত্র-মামলায় গড়বেতার খড়কুশমা থেকে গ্রেফতার হন তিনি। ছোট আঙারিয়া মামলায় তাঁকে হেফাজতে নিতে চেয়ে মেদিনীপুর আদালতে আবেদন করে সিবিআই। গত শনিবার ৭ দিনের জন্য অভিযুক্তকে সিবিআইয়ের হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
বিস্তারিত...
মারধর, বাড়ি ভাঙচুরে ফের অশান্ত মঙ্গলকোট
নিজস্ব সংবাদদাতা
²
মঙ্গলকোট ও বর্ধমান
হামলা-পাল্টা হামলায় ফের অশান্ত হল মঙ্গলকোট।
সোমবার রাতে মঙ্গলকোট গ্রামের সানাপাড়ায় আক্রান্ত হন কয়েক জন তৃণমূল সমর্থক। তাঁদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর পরে মঙ্গলবার সকালে ওই গ্রামের কয়েক জন সিপিএম কর্মী-সমর্থকের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সানাপাড়ায় একটি বাঁশের মাচায় বসেছিলেন বেশ কয়েক জন তৃণমূল সমর্থক। সিপিএমের ৮-১০ জন লোক তাঁদের আচমকা আক্রমণ করে বলে অভিযোগ। আহত হন ইশা মল্লিক, রাজু মল্লিক-সহ ৪ তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে ইশা ও রাজু বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরেই মঙ্গলবার সকালে সাইফুদ্দিন শেখ নামে এক সিপিএম কর্মীর বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করা হয় এবং সিপিএমের মঙ্গলকোট পশ্চিম লোকাল কমিটির সদস্য শেখ হেদায়েতুল্লা-সহ ৪ সিপিএম কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ওই সব পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ তৃণমূলের ১০-১৫ জন লোক লাঠিসোঁটা নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। সাইফুদ্দিনের বাবা বকাই শেখ বলেন, “আমার ছেলে সিপিএম করে। তৃণমূলের ভয়ে ভোটের আগে থেকেই গ্রামছাড়া ছিল। তা সত্ত্বেও আক্রমণ চালানো হল।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন এক সিপিএম সমর্থক বোরখা পরে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যান। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তৃণমূলের ‘তাণ্ডবের’ জেরে তিনি গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছেন। পরে পুলিশ তাঁকে ছেড়ে দেয়।
বিস্তারিত..
একটু ভাবুন
বোমা-বন্দুক-গুলি উদ্ধার বনগাঁয়
নিজস্ব সংবাদদাতা
²
বনগাঁ
এ বার অস্ত্র মিলল বনগাঁ থেকে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন এলাকা থেকে প্রায় রোজই অস্ত্র উদ্ধার করছে পুলিশ-প্রশাসন। এত দিন বাদ ছিল বনগা। মঙ্গলবার সেই বনগাঁর গোপালনগর থানার বালিয়াডাঙা গ্রাম থেকে মিলল প্রচুর অস্ত্র। দীর্ঘদিন ধরেই এলাকাটি দুষ্কৃতীদের খাসতালুক হিসেবে পরিচিত। এ দিন সকালে ওই গ্রামের মুসলিমপাড়ায় একটি মাঠে দু’টি হলুদ ড্রাম দেখতে পান গ্রামবাসীরা। বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাসকে তাঁরা খবর দেন। তিনি বনগাঁ পঞ্চায়েত সমিতির দলীয় সভাপতি সৌমেন দত্তকে নিয়ে গ্রামে আসেন। খবর দেওয়া হয় গোপালনগর থানাতেও। ওসি পলাশ চট্টোপাধ্যায় কয়েক জন পুলিশকর্মী নিয়ে ঘটনাস্থলে এলে গ্রামবাসীরা পুলিশের হাতে ড্রামদু’টি তুলে দেন। সেখান থেকে উদ্ধার হয় ৩২টি বোমা। এর পরে গ্রাম জুড়ে অস্ত্রের সন্ধানে তল্লাশি শুরু হয়। দু’টি পাটকাঠির স্তূপ এবং একটি খড়ের গাদা থেকে তিনটি দোনলা বন্দুক, সাত রাউন্ড গুলি এবং সাতটি বল্লম উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, অস্ত্র উদ্ধারের খবর পেয়ে গ্রামের অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায় কিছু দুষ্কৃতী। বিশ্বজিৎবাবু অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা এবং বনগাঁর এসডিপিও বিমলকান্তি মণ্ডলকে ফোন করে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর অনুরোধ করেন। এক ঘণ্টা পরে গাইঘাটার সিআই রিয়াজুল করিমের নেতৃত্বে গ্রামে ঢোকে পুলিশ বাহিনী।
বিস্তারিত..
ভুয়ো রেশন কার্ড বাতিলে টাস্ক ফোর্স
সুরজিৎ সিংহ
²
সিমলাপাল
শুধু আমলাশোল নয়, জঙ্গলমহলে বহু গ্রামেই যে আজও গরিবদের হাতে রেশন কার্ড পৌঁছয়নি, মঙ্গলবার বাঁকুড়ায় এসে সেই অভিজ্ঞতাই হল রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। এখানকার বিভিন্ন গ্রাম ঘুরে তিনি এখনও রেশন কার্ড না পাওয়ার অভিযোগ শুনলেন গ্রামবাসীর মুখে। শুনলেন রেশনের বিলি করা চাল, গমের মান নিয়েও বিস্তর ক্ষোভের কথা। জানালেন, রাজ্যে ভুয়ো রেশন কার্ড বাতিল করার জন্য এ বার ‘টাস্ক ফোর্স’ গঠন করা হবে। সিমলাপাল ব্লকের মইধরা গ্রামের রেবতী লোহার, আরতি লোহাররা মন্ত্রীকে বাড়িতে পেয়ে অভিযোগ করলেন, “আবেদন জানিয়েও রেশন কার্ড মেলেনি।” জমির কাজ ফেলে দৌড়ে এসে মন্ত্রীকে একই অভিযোগ করেন ওই গ্রামের অজিত লোহার, লক্ষ্মীকান্ত লোহার। জেলা খাদ্য নিয়ামক শঙ্করনারায়ণ বাঁকুড়াকে মন্ত্রীর নির্দেশ, “এক সপ্তাহের মধ্যে এই গ্রামে শিবির করে তফসিলি জাতিভুক্ত যে-সব বাসিন্দার কার্ড নেই, তাঁদের তা দিতে হবে।” বারিকুলের শ্যামসুন্দরপুর একই অভিযোগ পেয়ে জেলা খাদ্য নিয়ামকের সঙ্গে পরামর্শ করে মন্ত্রীর চটজলদি ঘোষণা, “২২ জুন দুপুর ১২টায় এখানে আপনাদের রেশন কার্ড দেওয়া হবে।”
বিস্তারিত..
ইন্দিরা আবাসের সব টাকা
মেলেনি, সমস্যায় পরিবার
নিজস্ব সংবাদদাতা
²
ডোমজুড়
ইন্দিরা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা না-পেয়ে এক গ্রামবাসী বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে পারেননি। প্রথম কিস্তির টাকা তিনি পেয়েছিলেন প্রায় এক বছর। সেই টাকায় তিনি বাড়ির অর্ধেক কাজ করেন। কিন্তু তার পরে আর তিনি দ্বিতীয় কিস্তির টাকা পাননি। হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ ১ পঞ্চায়েত এলাকার ডোঙাপাড়ার বাসিন্দা ওই মহিলার নাম সন্ধ্যা মল্লিক। পরিচারিকার কাজ করে সংসার চালান। স্বামী এক সময়ে ভ্যান রিকশা চালালেও বর্তমানে কর্মহীন। বছরখানেক আগে সন্ধ্যাদেবীর নামে ইন্দিরা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির জন্য ৩৫ হাজার টাকা অনুমোদিত হয়। নিয়মানুযায়ী, ব্লক থেকে সরাসরি প্রাপকদের হাতে প্রথম কিস্তির অর্ধেক টাকার চেক দিয়ে দেওয়া হয়। সেই টাকায় তিনি বাড়ির অর্ধেক কাজ করেছেন এই মর্মে সংশ্লিষ্ট পঞ্চায়েত শংসাপত্র ব্লকে পাঠিয়ে দিলে প্রাপককে পরবর্তী কিস্তির টাকার চেক দেওয়া হয়। সেই নিয়মে, বছরখানেক আগে সন্ধ্যাদেবীর হাতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাড়ে ১৭ হাজার টাকার চেক দেওয়া হয়। সেই টাকায় পুরনো ছিটেবেড়ার বাড়ি ভেঙে ফেলে পাকা বাড়ি তোলার কাজ শুরু করেন তিনি। টাকা খরচ হয়ে যাওয়ার পরে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক নিয়মানুযায়ী পরিদর্শনও করেন। সন্ধ্যাদেবীর অভিযোগ, তিনি ব্লক প্রশাসনের কাছে গিয়ে পরের কিস্তির টাকা পাননি। তাঁর কথায়, “আমাকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রথম কিস্তির টাকা খরচের শংসাপত্র পঞ্চায়েত থেকে এখনও জমা পড়েনি।
বিস্তারিত..
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
আজ জেলা সভাধিপতি
বাছতে বৈঠক মালদহে
প্রথম উত্তরবঙ্গ সফরে
ঢালাও আশ্বাস মন্ত্রীর
দক্ষিণবঙ্গ
সঞ্জয়ের ‘দৌড়ে’
বাধা অনটনই
ইন্দিরা আবাসের সব টাকা মেলেনি, সমস্যায় পরিবার
বর্ধমান
সঙ্গী কংগ্রেস, বিজেপি-কে
জব্দ করতে চাইছে তৃণমূল
যন্ত্রাংশ সরাতে গিয়েই
পঞ্চায়েতে আটক প্রধান
পুরুলিয়া
চার বছর আগে অর্থ বরাদ্দ, সুইমিং পুল হল না আজও
স্নান করতে গিয়ে
মৃত্যু দুই ভাইয়ের
মুর্শিদাবাদ
লন্ডন মিশন ফিরিয়ে নিতে
মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চায় চার্চ
মেদিনীপুর
বিলিই হয়নি
খরা-ত্রাণের চাল
আদিবাসী উন্নয়নে
বরাদ্দ ১৩.৫ কোটি
কলকাতা
৩৭.২/২৮.২
আজকের দিনে
l
১৯২১:
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
সুহার্তোর জন্ম।
l
১৯৮২:
রাশিয়ার টেনিস তারকা
নাদিয়া পেত্রোভার জন্ম।
l
১৯৮৩:
বেলজিয়ামের টেনিস
তারকা কিম ক্লিস্টার্সের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
শ্রেণিবদ্ধ
পাক্ষিক
পরিচিত ছক ভাঙার ব্যাপারে সব্বার আগে যদি কাউকে রাখতে হয় তবে সে বাঙালি-ই। ওড়িশায় গিয়ে
পুরী-কোণার্কে মুগ্ধ হয়েও কেউ কেউ চলে যান কুরুমা; এক প্রসিদ্ধ বৌদ্ধ-প্রত্নশালা। বিদেশেও এ ব্যাপারে
বাঙালি যে এগিয়ে তারও প্রমাণ আছে। সেখানে ক্যালে শহর আর ইংলিশ চ্যানেলের সঙ্গে দেখার মানচিত্রে
ঢুকে পড়ে ইঙ্গ-ফরাসি সীমান্তের মিলাপ। ‘আপনার কলমে’-র সঙ্গে রয়েছে ‘ফোটোশপ’-এ ইলোরা।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.