|
|
|
|
বোমা-বন্দুক-গুলি উদ্ধার বনগাঁয় |
নিজস্ব সংবাদদাতা ²বনগাঁ |
এ বার অস্ত্র মিলল বনগাঁ থেকে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন এলাকা থেকে প্রায় রোজই অস্ত্র উদ্ধার করছে পুলিশ-প্রশাসন। এত দিন বাদ ছিল বনগা। মঙ্গলবার সেই বনগাঁর গোপালনগর থানার বালিয়াডাঙা গ্রাম থেকে মিলল প্রচুর অস্ত্র। দীর্ঘদিন ধরেই এলাকাটি দুষ্কৃতীদের খাসতালুক হিসেবে পরিচিত।
এ দিন সকালে ওই গ্রামের মুসলিমপাড়ায় একটি মাঠে দু’টি হলুদ ড্রাম দেখতে পান গ্রামবাসীরা। বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাসকে তাঁরা খবর দেন। তিনি বনগাঁ পঞ্চায়েত সমিতির দলীয় সভাপতি সৌমেন দত্তকে নিয়ে গ্রামে আসেন। খবর দেওয়া হয় গোপালনগর থানাতেও। ওসি পলাশ চট্টোপাধ্যায় কয়েক জন পুলিশকর্মী নিয়ে ঘটনাস্থলে এলে গ্রামবাসীরা পুলিশের হাতে ড্রামদু’টি তুলে দেন। সেখান থেকে উদ্ধার হয় ৩২টি বোমা। এর পরে গ্রাম জুড়ে অস্ত্রের সন্ধানে তল্লাশি শুরু হয়। দু’টি পাটকাঠির স্তূপ এবং একটি খড়ের গাদা থেকে তিনটি দোনলা বন্দুক, সাত রাউন্ড গুলি এবং সাতটি বল্লম উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, অস্ত্র উদ্ধারের খবর পেয়ে গ্রামের অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায় কিছু দুষ্কৃতী। |
 |
ছবি: পার্থসারথি নন্দী |
বিশ্বজিৎবাবু অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা এবং বনগাঁর এসডিপিও বিমলকান্তি মণ্ডলকে ফোন করে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর অনুরোধ করেন। এক ঘণ্টা পরে গাইঘাটার সিআই রিয়াজুল করিমের নেতৃত্বে গ্রামে ঢোকে পুলিশ বাহিনী। গ্রামবাসীরা একটি পুকুরে অস্ত্র রয়েছে বলে দাবি জানালেও তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাওয়া যায়নি। এর পর গ্রামে আসে কেন্দ্রীয় বাহিনী। বালিয়াডাঙা খাসপাড়া থেকে খবর আসে কাঁঠালবাগানে গর্তের মধ্যে বোমা আছে। মাটি খুঁড়ে পাওয়া যায় একটি ড্রাম। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ১৫টি বোমা। পরে গ্রামবাসীরা একটি পাইপগান, একটি একনলা বন্দুক এবং ৩২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।
গ্রামবাসীরা জানান, দুষ্কৃতীরা দীর্ঘদিন ধরেই গ্রামে বোমা-গুলি মজুত করলেও ভয়ে তাঁরা এত দিন কোনও কথা বলতে পারেননি। কিন্তু এখন রাজ্য জুড়ে যে ভাবে পুলিশ প্রশাসন অস্ত্র উদ্ধারে নেমেছে, তাতে তাঁরা ভরসা পাচ্ছেন।
বিশ্বজিৎবাবু বলেন, “গ্রামবাসীদের সাহায্যেই অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে।” বিমলবাবু জানান, এই গ্রামে পরে আরও তল্লাশি চালানো হবে। উত্তেজনা থাকায় পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। |
|
|
 |
|
|