|
|
|
|
সঙ্গী কংগ্রেস, বিজেপি-কে জব্দ করতে চাইছে তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা² পূর্বস্থলী |
দুর্নীতির অভিযোগে পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিজেপি-র কার্তিক মাহাতোর বিরুদ্ধে অনাস্থা আনলেন কংগ্রেস ও তৃণমূলের ১৩ জন সদস্য। সোমবার বিডিও-র কাছে তাঁরা এই অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন।
২৬ আসন বিশিষ্ট এই পঞ্চায়েত সমিতিতে বর্তমান সদস্য সংখ্যা ২৩। এক সদস্যের মৃত্যু হয়েছে, দলবিরোধী কাজের জন্য এক জনের সদস্যপদ খারিজ করেছে তৃণমূল এবং বিধায়ক নির্বাচিত হওয়ায় ইস্তফা দিয়েছেন তৃণমূলের তপন চট্টোপাধ্যায়। ২০০৮-এর পঞ্চায়েত ভোটে এখানে তৃণমূল এবং বিজেপি জোট গড়ে জয়লাভ করে। তৃণমূল ১০টি, কংগ্রেস ৭টি, সিপিএম ৬টি এবং কংগ্রেস ৩টি আসনে জয়ী হয়। আট মাস আগে বিজেপি-র তিন জন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় এখন পঞ্চায়েত সমিতিতে বিজেপি-র সদস্য সংখ্যা ৪ জন।
নবনির্বাচিত তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, “আমি ওই সমিতির সদস্য ছিলাম। বিজেপি-র সহ-সভাপতি এখন সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে দুর্নীতি করছেন। এই দুর্নীতি চলতে দেওয়া সম্ভব নয়।”
এ দিকে, কার্তিক মাহাতোর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে বিজেপি-র ব্লক সভাপতি কানাইলাল চট্টোপাধ্যায় বলেন, “এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। ভোটে এখানে আমাদের সাংগঠনিক শক্তিকে ব্যবহার করেছিল তৃণমূল। এখন রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। মানুষ জানেন, আমরা বরাবর উন্নয়নকেই প্রাধান্য দিয়ে এসেছি।” |
|
|
 |
|
|