মারধর, বাড়ি ভাঙচুরে ফের অশান্ত মঙ্গলকোট |
নিজস্ব সংবাদদাতা² মঙ্গলকোট ও বর্ধমান |
হামলা-পাল্টা হামলায় ফের অশান্ত হল মঙ্গলকোট।
সোমবার রাতে মঙ্গলকোট গ্রামের সানাপাড়ায় আক্রান্ত হন কয়েক জন তৃণমূল সমর্থক। তাঁদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর পরে মঙ্গলবার সকালে ওই গ্রামের কয়েক জন সিপিএম কর্মী-সমর্থকের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সানাপাড়ায় একটি বাঁশের মাচায় বসেছিলেন বেশ কয়েক জন তৃণমূল সমর্থক। সিপিএমের ৮-১০ জন লোক তাঁদের আচমকা আক্রমণ করে বলে অভিযোগ। আহত হন ইশা মল্লিক, রাজু মল্লিক-সহ ৪ তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে ইশা ও রাজু বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। |
 |
বর্ধমান মেডিক্যালে আহত দুই তৃণমূল কর্মী। নিজস্ব চিত্র। |
এই ঘটনার পরেই মঙ্গলবার সকালে সাইফুদ্দিন শেখ নামে এক সিপিএম কর্মীর বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করা হয় এবং সিপিএমের মঙ্গলকোট পশ্চিম লোকাল কমিটির সদস্য শেখ হেদায়েতুল্লা-সহ ৪ সিপিএম কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ওই সব পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ তৃণমূলের ১০-১৫ জন লোক লাঠিসোঁটা নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। সাইফুদ্দিনের বাবা বকাই শেখ বলেন, “আমার ছেলে সিপিএম করে। তৃণমূলের ভয়ে ভোটের আগে থেকেই গ্রামছাড়া ছিল। তা সত্ত্বেও আক্রমণ চালানো হল।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন এক সিপিএম সমর্থক বোরখা পরে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যান। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তৃণমূলের ‘তাণ্ডবের’ জেরে তিনি গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছেন। পরে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। |
 |
দলতন্ত্রে। রোষের আগুনে পুড়েছে বইও। মঙ্গলকোটে সংঘর্ষের পরে। মঙ্গলবার অসিত বন্দ্যোপাধ্যায়ের তোলা ছবি। |
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই তৃণমূল কর্মীর অভিযোগ, “সোমবার রাতে ডাবলু আনসারির লোকেরা আমাদের উপরে হামলা চালায়। ১৪ জনের নামে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।” তাঁদের দাবি, “জুয়ার ঠেক নিয়ে প্রতিবাদ করায় আমাদের উপরে আক্রমণ চালানো হয়।” যদিও পুলিশ জানিয়েছে, তোলা দেওয়ার জন্য সিপিএমের ওই সব সমর্থকের উপরে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। তার জেরেই এমন ঘটনা।
সিপিএমের বর্ধমান জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অচিন্ত্য মল্লিক বলেন, “সোমবার রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। তা চাপা দেওয়ার জন্যই তৃণমূল আমাদের আক্রমণ করে।” তৃণমূল নেতা অপূর্ব চৌধুরী বলেন, “আমাদের এক কর্মী খুনে অভিযুক্ত সিপিএমের দুষ্কৃতীরা হামলা চালায়। তার মোড় ঘুরিয়ে দিতেই এখন নাটক করছে।” সোমবার রাতের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। |
|