|
|
|
|
ফের খাতা দেখতে চাপ দিয়ে মুচলেকা আদায় |
নিজস্ব সংবাদদাতা²কলকাতা |
তাঁদের মেয়েদের পরীক্ষার ফল খারাপ হয়েছে। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বর্ধমান আঞ্চলিক দফতর ঘেরাও করে উপসচিবকে দিয়ে জোরজবরদস্তি করে মুচলেকা লিখিয়ে নিলেন এক দল অভিভাবক।
বর্ধমান মিউনিসিপাল গার্লস হাইস্কুল থেকে এ বার উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন ২১৫ জন। ৬০ জনের অভিযোগ, কোনও বিষয়েই তাঁদের ফল ভাল হয়নি। ওই ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ, খাতা ঠিকমতো দেখা হয়নি। সোমবার তাঁরা বর্ধমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আঞ্চলিক দফতরে উপসচিব কল্যাণ সেনগুপ্তকে ঘেরাও করেন। কল্যাণবাবু জানান, ঘেরাওকারীদের চাপে তিনি লিখতে বাধ্য হন যে, তিন দিনের মধ্যে ওই সব পরীক্ষার্থীর সব খাতার ফের মূল্যায়ন করে নতুন করে ফল প্রকাশ করা হবে।
এই ঘটনায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা উদ্বিগ্ন। তাঁদের বক্তব্য, পরীক্ষার ফল খারাপ হলে সাধারণ ভাবে মেনে নেওয়াটা কঠিন। সেই জন্যই পুনর্মূল্যায়নের বন্দোবস্ত রয়েছে। কিন্তু তার জন্য নিয়ম মেনে ওই পরীক্ষার্থীদের স্কুলের মাধ্যমে আবেদন জানাতে হবে। সংসদ-সভাপতি ওঙ্কারসাধন অধিকারী এ দিন বলেন, “এ ভাবে চাপ সৃষ্টি করে লাভ হবে না। নিয়ম মেনে সব চেয়ে কম নম্বর পাওয়া দু’টি বিষয়ের পুনর্মূল্যায়নের জন্য দরখাস্ত করতে পারবেন ছাত্রছাত্রীরা।” ঘটনাটি আজ, বুধবার স্কুলশিক্ষা মন্ত্রীর নজরে আনা হবে বলে জানিয়েছেন সংসদ-সভাপতি। |
|
|
 |
|
|