পুরনো নলকূপের যন্ত্রাংশ দরপত্র ডেকে বিক্রির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। আজ, বুধবার ছিল নিলামের দিন। কিন্তু তার আগে মঙ্গলবার দুপুরে চুপিসাড়ে বেশ কিছু নলকূপের পাইপ ও অন্য লোহার সামগ্রী সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে সিপিএম পরিচালিত কাঁকসার বিদবিহার পঞ্চায়েতের বিরুদ্ধে। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা প্রধান-সহ কর্মীদের অফিসে আটকে রেখে দিনভর বিক্ষোভ দেখান। রাত ৮টা নাগাদ পঞ্চায়েত প্রধানের নামে পুলিশের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করে গ্রামবাসী। পুলিশ তদন্তের আশ্বাস দিয়ে প্রধান ও কর্মীদের উদ্ধার করে।
|
পঞ্চায়েত সূত্রে জানা যায়, পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামের পুরনো নলকূপের পাইপ ও অন্য যন্ত্রাংশ নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয় সম্প্রতি। সেই মতো ২০ মে পঞ্চায়েতের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়, ৮ জুন নিলামের দিন স্থির করা হয়েছে। নিলামে যোগ নিতে হলে আগের দিন এক হাজার টাকা জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। বিজ্ঞপ্তিতে লোহা, কাস্টিং লোহা বা পিতল, পাইপের কত দাম তা উল্লেখ করে দেওয়া হয়। কিন্তু এ দিন দুপুরে বাসিন্দারা দেখেন, রিকশা ভ্যানে চড়িয়ে নলকূপের পুরনো সামগ্রী, লোহার গেট, রেলিং পঞ্চায়েত থেকে নিয়ে যাওয়া হচ্ছে। পঞ্চম ভ্যানরিকশাটি তাঁরা আটকান। ভ্যানচালক ভয়ে পালান।
খবর ছড়িয়ে পড়তেই আরও অনেকে পঞ্চায়েত অফিস চত্বরে হাজির হন। বিক্ষোভ শুরু হয়ে যায়। এর পরেই বাসিন্দারাই অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন বলে জানান স্থানীয় তৃণমূল নেতা গিরিধারী সিংহ। স্থানীয় বাসিন্দা তপন চক্রবর্তী, হেমেন ঘোষরা বলেন, “কেন নিলামের আগের দিন এ ভাবে মালপত্র সরিয়ে ফেলা হল, তার উপযুক্ত জবাব দিতে পারেননি প্রধান। প্রতিবাদে আমরা পঞ্চায়েতের দরজায় তালা দিয়েছি।” যতক্ষণ না প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে ততক্ষণ এই পরিস্থিতি চলবে বলে তাঁরা হুমকি দেন। ব্লক যুব তৃণমূল সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে দুর্নীতি হয়ে এসেছে। কিন্তু এ বার তা আর চলবে না।”
পঞ্চায়েত প্রধান চন্দ্রনারায়ণ গোপ অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, পঞ্চায়েতের রাধানগর মৌজার বাসিন্দারা একটি গভীর নলকূপ বসানোর আবেদন জানিয়েছিলেন পঞ্চায়েতের কাছে। সেচের অভাবে সেখানে চাষ হয় না। কিন্তু নতুন গভীর নলকূপ বসানোর ক্ষমতা এই মুহূর্তে পঞ্চায়েতের না থাকায় পুরনো নলকূপের যন্ত্রাংশ দিয়ে সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, “একটি গভীর নলকূপ বসানো হলে রাধানগরের বহু চাষি উপকৃত হবেন। তাই তাঁদের জন্য পুরনো নলকূপের পাইপ ও যন্ত্রাংশ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।” কিন্তু নলকূপের যন্ত্রাংশের সঙ্গে ভ্যান রিকশায় লোহার গেট বা রেলিং নিয়ে যাওয়ার অভিযোগের কোনও সদুত্তর প্রধান দিতে পারেননি।
দুপুর ৩টে থেকে প্রায় ৫ ঘণ্টা পঞ্চায়েত অফিসে পঞ্চায়েতের প্রধান ও জনা ছয়েক কর্মীকে তালা বন্ধ করে রাখা হয়। ঘণ্টাখানেক পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিন পুলিশ কর্মী। কিন্তু গ্রামবাসীরা তাঁদের কোনও কথা শুনতে চাননি। দুর্গাপুরের মহকুমাশাসক মৌমিতা বসু কাঁকসা ব্লক দফতরকে বিষয়টি খোঁজ নেওয়ার নির্দেশ দেন। ব্লক আধিকারিকেরা ঘটনাস্থলে যান। পরে রাত ৮টা নাগাদ গ্রামবাসীরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরে তালা খোলা হয়। মহকুমাশাসক মৌমিতা বসু বলেন, “তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” |