প্রথম উত্তরবঙ্গ সফরে ঢালাও আশ্বাস মন্ত্রীর
²
সম্পূর্ণ জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সের কাজ সম্পূর্ণ করা, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফ্লাড লাইটের বন্দোবস্তের কথা তো রয়েইছে। উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে আধুনিক স্টেডিয়াম, সুইমিংপুল, ইন্ডোর খেলাধূলার ব্যবস্থা-সহ বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলা হবে। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী হিসাবে প্রথম উত্তরবঙ্গ সফরে সেই আশ্বাসই দিলেন মদন মিত্র। আগামী ২ বছরের মধ্যে উত্তরবঙ্গে খেলাধূলার পরিকাঠামোর হাল ফেরানোর কথা জানান তিনি। এ দিন সকালে ট্রেন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামা এবং রাতে ফেরার ট্রেনে ওঠা পর্যন্ত সব সময় খেলাধূলার পরিকাঠামো গড়তে কোথাও বৈঠক করেছেন, কোথাও আশ্বাস দিয়েছেন। সব জায়গাতেই সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। এ দিন জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স সোসাইটির পুরনো কমিটি ভেঙে দেন ক্রীড়ামন্ত্রী। দীর্ঘ দিন ধরে অসম্পূর্ণ হয়ে পড়ে থাকা ওই স্পোর্টস কমপ্লেক্সের বেহাল দশায় অসন্তোষ প্রকাশ করেন। সার্কিট হাউজে প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করে ১০ দিনের মধ্যে নতুন কমিটি গড়ার কথা জানিয়ে দেন। মদনবাবু বলেন, “এই স্পোর্টস কমপ্লেক্সে এত দিন দলতন্ত্র চলছিল। বিষয়টি নিয়ে ছেলেখেলা করা হয়েছে। এ সব চলবে না। গোটা উত্তরবঙ্গে খেলার পরিকাঠামো গড়ে তোলা হবে যাতে খেলোয়াড়দের সমস্যা না হয়। তাঁদের কোথাও কোনও সমস্যা হলে তা মেটানোই আমার কাজ।” স্পোর্টস কমপ্লেক্সের জমিতে সরকারি অনুমতি ছাড়া মেলা হচ্ছে দেখে হতবাক হন। একই রকম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের জায়গায় মেলা হচ্ছে দেখে অসন্তোষ প্রকাশ করেছেন।
ছবি: সন্দীপ পাল।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, “পরিকাঠামো গড়ার পাশাপাশি গ্রামীণ খেলাধূলার প্রসারেও মদনবাবু সচেষ্ট হবেন। তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে অনুশীলন কেন্দ্র গড়ে তোলার জন্য বলা হয়েছে। যাতে এখানে নিয়মিত খেলাধূলার চর্চা হয়।” কী কী পরিকাঠামো গড়ে তোলার কথা জানালেন ক্রীড়ামন্ত্রী? যে সমস্ত প্রকল্প গড়ে তোলার কথা তিনি জানান, তার মধ্যে রয়েছে, কোচবিহারে ১ কোটি ৪০ লক্ষ টাকা খরচে অত্যাধুনিক সুইমিং পুল। কালচিনি, আলিপুরদুয়ারে তিরন্দাজির আ্যাকাডেমি। কলকাতার পাশাপাশি শিলিগুড়িতে টেবল টেনিস অ্যাকাডেমি গড়ে তোলা। শিলিগুড়িতে ৭ তলার একটি ইয়ুথ হস্টেল গড়া। যেখানে খেলোয়াড়রা সুলভে থাকতে পারবেন। শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামকে শীতাতপ নিয়ন্ত্রিত করতে দুই মাসের মধ্যে কাজ শুরু করা কথা বলেছেন। ওই কাজে নিজের এবং শিলিগুড়ির বাসিন্দা অপর তিন বিধায়কের তহবিল থেকে ৫০ লক্ষ টাকা খরচ করে প্রক্রিয়া শুরু কথা জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। কোনও খেলোয়াড়রা জখম হলে তার চিকিৎসা ব্যবস্থা রাজ্য সরকার করবে বলে এ দিন ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী। কোথাও কোন খেলোয়াড় জখম হয়েছেন সেই খবর দফতরে পৌঁছে দিতে একটি অফিস শীঘ্রই চালু করা হবে। খেলোয়াড়রা যাঁরা বাইরে খেলতে যাবেন, ট্রেনের টিকিট বা যাবার ব্যবস্থার সমস্যা হলে তাঁদের মোবাইলে এসএমএস করতেও পরামর্শ দিয়েছেন মদনবাবু। শিলিগুড়িতে নর্থবেঙ্গল টেবলটেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘সামার ক্যাম্প’ সূচনা করেন গৌতমবাবুকে পাশে নিয়ে। সেখানেই টেবল টেনিস অ্যাকাডেমিসহ বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেন। সন্ধ্যায় শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের তরফে সংবর্ধনা দেওয়া হয় ক্রীড়ামন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, অপর দুই বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য ও শঙ্কর মালাকারকে। কাঞ্চনজঙ্ঘার গ্যালারিতে শেড তৈরি, ফ্লাড লাগানো, ভিআইপি ব্লক গড়া, সিন্থেটিক ট্র্যাক তৈরি-সহ বিভিন্ন পরিকাঠামো গড়ার আর্জি জানান পরিষদের সচিব নান্টু পাল। এ দিন জলপাইগুড়ি জেওয়াইএমএ মাঠে মোহনবাগান ফুটবল অ্যাকাডেমি ঘুরে দেখেন তিনি।
Previous Story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.