l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
এসএসকেএমে আগুন
মেদিনীপুরের নার্সিংহোমে আগুন
উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা
বিস্তারিত...
• অতীতের তাঁরায় পরিব্রাজক, সাংবাদিক ও লেখক জলধর সেন।
• এই শহরের উপলব্ধি নিয়ে তারাদের চোখে গায়ক রাঘব চট্টোপাধ্যায়।
• হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর জন্মভিটের ইতিহাস মনীষালয়ে।
কংগ্রেস-তৃণমূল বিবাদ তীব্র পুলিশের ভূমিকায়
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে কংগ্রেস-তৃণমূলের আকচাআকচি চরমে উঠেছে। রবিবার রাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে মারপিট হয়। ওই ঘটনার জেরে মঙ্গলবারও দিনভর উত্তপ্ত ছিল শিলিগুড়ি শহর ও লাগোয়া এলাকা। ছাত্র পরিষদের তরফে ছাত্র ধর্মঘটের জেরে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান (ছাড় দেওয়া হয়েছিল পরীক্ষায়) অচল হয়ে যায়। পক্ষান্তরে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ধৃত ছাত্র পরিষদ নেতা ‘সমাজবিরোধী’ বলে দাবি জানিয়ে উত্তরবঙ্গের আইজি-র কাছে স্মারকলিপি দেওয়া হয়। এই ঘটনার কথা শুনেছেন উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মার্জিত। মঙ্গলবার সুগতবাবু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনাসভায় যোগ দেন। সেখানে সুগতবাবু বলেন, “কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রাজনীতি-মুক্ত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে ৫ জন উপাচার্যকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১২ মার্চের মধ্যে রিপোর্ট দেবে।”
বিস্তারিত...
এনবিএসটিসিতে পেনশন অর্ধেক করে দিল রাজ্য
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
অন্য দুই সরকারি পরিবহণ নিগমের থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এনবিএসটিসি-র কর্মী-সংখ্যা কম। তবু কেন ওই সংস্থায় পেনশন দিতে বেশি টাকা লাগছে, সেই ব্যাপারে তদন্ত করবে রাজ্যের পরিবহণ দফতর। আর তদন্ত চলাকালীন ওই নিগমের অবসরপ্রাপ্ত কর্মীরা অর্ধেক পেনশন পাবেন। এনবিএসটিসি-র অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন নিয়ে প্রশ্ন ওঠায় চার মাস ধরে পেনশন বন্ধ রয়েছে। আপাতত অর্ধেক হারে ওই পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে অন্যান্য পরিবহণ নিগমের সঙ্গে এনবিএসটিসি-তেও বেতন আটকে দেওয়া হয়েছিল। এ বার ওই সংস্থার প্রাক্তন কর্মীরা পেনশনও পাবেন অর্ধেক। কেন? পরিবহণমন্ত্রী মদন মিত্র মঙ্গলবার মহাকরণে বলেন, “ওই নিগমের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের জন্য এত টাকা কেন লাগছে, বুঝতে পারছি না। এই খাতে ওই নিগমে এত টাকা লাগছে কেন, তা যাচাই করে চেয়ারম্যানকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে। এই অবস্থায় পেনশনের অর্ধেক টাকা মঞ্জুর করা হল।”
বিস্তারিত...
তৃণমূল পরিচালিত পুরসভায়
অনাস্থা আনল দলেরই একাংশ
নিজস্ব সংবাদদাতা • ভদ্রেশ্বর
ভদ্রেশ্বর পুরসভার তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে মঙ্গলবার অনাস্থা জমা পড়ল জেলা প্রশাসনের কাছে। রিষড়া পুরসভার চেয়ারম্যান কে হবেন, সেই জট নিয়ে হুগলি জেলা তৃণমূল নেতৃত্ব রীতিমতো অস্বস্তিতে। রিষড়া-সমস্যার মীমাংসার আগেই এ বার জেলারই আরও এক পুরসভায় এই পরিস্থিতি। যা নিয়ে ফের বিড়ম্বনা আরও বাড়ল জেলা নেতৃত্বের। ভদ্রেশ্বরে কংগ্রেস এবং তৃণমূলের একাংশ চেয়ারম্যানের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহে নেমে পড়েছেন। এর আগে ভদ্রেশ্বর পুরসভায় বামফ্রন্ট পরিচালিত পুরবোর্ডের বিরুদ্ধে অনাস্থা নিয়ে দীর্ঘ দিন ধরে জলঘোলা হয়েছিল। বিষয়টি শেষ পর্যন্ত উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। তৃণমূল পুরবোর্ডের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব আসায় ফের একই জটিলতার মুখে পুরবোর্ড। চেয়ারম্যানের পদ নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে দড়ি টানাটানিতে পুর পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। প্রশাসন সূত্রের খবর, আগামী শনিবার অনাস্থার উপর ভোটাভুটির দিন ঠিক হয়েছে। জেলা প্রশাসন সূত্রের খবর, ২২ সদস্যের পুরবোর্ডে তৃণমূলের এক কাউন্সিলর মারা যান সম্প্রতি। এই মুহূর্তে ২১টি আসনের মধ্যে তৃণমূলের সদস্য ১১ জন। কংগ্রেসের ৫ জন এবং সিপিএমের সদস্য সংখ্যা ৩ জন।
বিস্তারিত...
আরও তিন দিন সিআইডি হেফাজতে
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া ও কলকাতা
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে ধৃত প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ, প্রাক্তন বিধায়ক অমিয় সাহু এবং পূর্ব মেদিনীপুর জেলা কৃষকসভার সম্পাদক অশোক গুড়িয়াকে আরও তিন দিন সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দিল হলদিয়া এসিজেএম আদালত। পাশাপাশি, লক্ষ্মণবাবুদের জেরার সময়ে তাঁদের আইনজীবীদের উপস্থিত থাকতে দেওয়ার আর্জিও এ দিন মঞ্জুর করেছেন হলদিয়ার এসিজেএম। শনিবার মুম্বইয়ের চেম্বুর থেকে তিন নেতাকে গ্রেফতারের পরে সেখানকার আদালত থেকেই ‘ট্রানজিট রিমান্ড’ পেয়েছিল সিআইডি। রবিবার সন্ধ্যায় ধৃতদের কলকাতায় এনে ভবানীভবনে রেখে টানা জেরা করেন গোয়েন্দা অফিসারেরা। মঙ্গলবার সকালে ধৃতদের ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকে এম হাসপাতালে। পরে সেখান থেকেই তাঁদের হাজির করানো হয় হলদিয়া আদালতে। সিআইডি-র পক্ষ থেকে ধৃতদের আরও জেরার জন্য ১০ দিন নিজেদের হেফাজতে রাখার আর্জি জানানো হয়। অন্য দিকে, লক্ষ্মণবাবুদের আইনজীবীরা অভিযোগ ‘সাজানো’ বলে দাবি করে জামিনের আবেদন করেন। এসিজেএম সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় ৩ দিন সিআইডি-হেফাজত মঞ্জুর করেন।
বিস্তারিত...
জিটিএতে তরাই-ডুয়ার্স নয়,
কমিশনে আর্জি কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
তরাই ও ডুয়ার্সকে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র অন্তর্ভুক্ত না-করার আবেদন জানিয়ে শ্যামল সেন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার বিধানসভার বাইরে এ কথা জানান জলপাইগুড়ির কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায়। পক্ষান্তরে ওই দুই অঞ্চলের অন্তর্ভুক্তির দাবির বিষয়টির সমাধান না-হওয়া পর্যন্ত মনোনীত বোর্ড গড়ে জিটিএ চালাতে চান গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা। সেই সঙ্গেই দাবি পূরণ না-হলে পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে ফের সরব হওয়ার ইঙ্গিতও দিয়েছে মোর্চা। এ দিন বিধানসভার দ্বিতীয়ার্ধে রাজ্যপালের ভাষণের উপরে আলোচনার সময় জিটিএ-র প্রসঙ্গ তোলেন কংগ্রেসের দেবপ্রসাদবাবু। রাজ্যপালের ভাষণ ‘সম্পূর্ণ সমর্থন’ করেও তিনি বলেন, “তরাই-ডুয়ার্স হল মিনি ভারতবর্ষ। বহু জাতের মানুষ সেখানে বসবাস করেন। সেখানে আমরা কোনও রাজনৈতিক ক্ষত চাই না।” পরে সভার বাইরে তিনি জানান, প্রদেশ কংগ্রেস সভাপতি ইতিমধ্যেই শ্যামল সেন কমিশনকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন, তরাই ও ডুয়ার্সকে জিটিএ-র অন্তর্ভুক্ত করা চলবে না।
বিস্তারিত...
বস্তি উচ্ছেদের ‘চেষ্টা’, অশান্তি পারবীরহাটায়
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে অশান্তি ছড়াল বর্ধমানের পারবীরহাটায়। মঙ্গলবার সকালের এই ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, আদালত ওই জায়গা সম্পর্কে রিপোর্ট চেয়েছেন। তার আগে বস্তির মালিককে কোনও কাজ করতে বারণ করা হয়েছে। গত ২৭ জানুয়ারি বর্ধমান এসিজেএম আদালতে পারবীরহাটা ব্যারাকবস্তি উচ্ছেদের অভিযোগের শুনানির পরে এলাকায় ১৪৪ ধারা জারি করার নির্দেশ দেওয়া হয়। বর্ধমান শহরের ২০ নম্বর ওয়ার্ডের এই বস্তির বাসিন্দাদের দাবি, তাঁরা প্রায় একশো বছর ধরে ওই বস্তিতে বাস করছেন। সম্প্রতি বস্তি-সহ সংলগ্ন জমির মালিকানা বদল হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, নতুন মালিক বস্তি উচ্ছেদ করে বহুতল গড়ার চেষ্টা করছেন। নির্মাণকাজে আসা লোকজন স্থানীয় মহিলাদের অসম্মান করেছেন বলেও অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন এই বস্তি উচ্ছেদের চেষ্টাকে কেন্দ্র করেই গণ্ডগোল বাধে। এলাকাবাসীর অভিযোগ, প্রচুর লোকজন সকালে বস্তি উচ্ছেদ করতে এলাকায় পৌঁছন। তাঁরা তাঁদের বাধা দেন। খবর পেয়ে ডিএসপি (সদর) অম্লানকুসুম ঘোষ পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন।
বিস্তারিত...
কুশবনির জঙ্গলে ল্যাপটপ, বিস্ফোরক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
জামবনির বুড়িশোলের জঙ্গলে যেখানে মাওবাদী নেতা কিষেণজি নিহত হয়েছিলেন, তার কাছেই মাটি খুঁড়ে মিলল ল্যাপটপ, কার্তুজ ও বিস্ফোরক। তবে সেগুলি কত দিন পোঁতা ছিল এবং মঙ্গলবার সেখানে মাটিই বা খোঁড়া হল কেন, পুলিশের কাছে তার সদুত্তর মেলেনি। গত ২৪ নভেম্বর যৌথ বাহিনীর গুলিতে নিহত হন কিষেণজি। মঙ্গলবার ওই জায়গার কাছেই কুশবনির জঙ্গলে মাটি খুঁড়ে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, দু’টি ফ্ল্যাশগান, ৬টি ল্যান্ডমাইন-সহ প্রায় ১৫০ কেজি বিস্ফোরক এবং ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে সিআরপিএফ। ল্যাপটপটি কিষেণজি বা অন্য কোনও শীর্ষ মাওবাদী নেতার কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অলক রাজোরিয়ার দাবি, জঙ্গল থেকে বেশ কিছু কাগজপত্রও উদ্ধার হয়েছে। যার মধ্যে মাওবাদী নেতা আকাশ ও বিকাশের নামে লেখা চিঠিও রয়েছে। ওই সব কাগজপত্র ও চিঠির সূত্রে মাওবাদীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে। একই জায়গা থেকে মাওবাদী ঘনিষ্ঠ ‘নারী ইজ্জত বাঁচাও কমিটি’র নামে একটি ব্যানারও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
ক্ষতিপূরণের নির্দেশ
দিল ক্রেতা সুরক্ষা
রান্নার গ্যাস খোলাবাজারে
দক্ষিণবঙ্গ
প্রতিশ্রুতিই সার,
স্টেডিয়াম পায়নি ক্যানিং
জমি নিতে বিলের
জলে বিষ, অভিযোগ
বর্ধমান
মাফিয়া-দাপটে বিপন্ন
সেতু ও বাঁধ, দাবি মন্ত্রীর
আসানসোল-চিত্তরঞ্জন রাস্তা
দেখে গেল প্রশাসনের দল
পুরুলিয়া
নির্মল গ্রাম পঞ্চায়েতের
স্বীকৃতি পাচ্ছে অযোধ্যা
প্রশাসনের দ্বারস্থ
পাথর মালিক সমিতি
মুর্শিদাবাদ
কনস্টেবলের চাকরির
‘দাম’ চার লাখ
পরীক্ষার্থীদের সাহায্যে
এগিয়ে এল শহর
মেদিনীপুর
পেট্রোকেমের পর্ষদে
আসতে পারেন পার্থ
উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠকে
অতিরিক্ত মুখ্যসচিব
কলকাতা
৩৪.৫/২৫.০
আজকের দিনে
• বিশ্ব অরণ্য দিবস।
•
১৯৭৮:
অভিনেত্রী
রানি মুখোপাধ্যায়ের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.