সাধারণ গ্রাহকদের বরাদ্দ ৪৫০ রান্নার গ্যাসের সিলিন্ডার পর্যায়ক্রমে গত এক বছরে ডিস্ট্রিবিউটারের গুদাম থেকে অবৈধভাবে জলপাইগুড়ির খোলাবাজারে বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। জলপাইগুড়ি শহরে রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটারদের মধ্যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ কনজিউমার স্টোর্স (সংক্ষেপে জেডিসিসি) সবচেয়ে বড়। বর্তমানে সংস্থার প্রায় ২০ হাজারেরও বেশি গ্রাহক রয়েছে। সংস্থা সূত্রের খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংস্থার নথি পরীক্ষার বা ‘ইন্টারনাল অডিট’ পরই ঘটনাটি সামনে এসেছে। তদন্তের পরে সংস্থার কর্তারা জানতে পেরেছেন, একাংশ কর্মীর মদতে ওই সিলিন্ডার চড়া দামে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। কখনও ৫০০, কখনও ৬০০ টাকায় সিলিন্ডারগুলি খোলাবাজারে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে এলে সংস্থার অনেকে জড়িয়ে পড়বেন এই আশঙ্কা থেকে প্রথম থেকে ঘটনাটিকে চেপে রাখার চেষ্টা হয়েছে বলে সমবায় সংস্থার একাংশ কর্তা জানিয়েছেন। গ্যাস সিলিন্ডার খোলাবাজারে বিক্রি হয়ে যাওয়ার প্রমাণ পাওয়ার পরে সংস্থার তিন কর্মীকে শো-কজ করা হয়েছে। তবে গত এক মাসে সংস্থার তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি। জানানো হয়নি জেলা প্রশাসন এবং ওই গ্যাস সিলিন্ডার সরবারহকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষকে। গত ফেব্রুয়ারি মাসে সিলিন্ডারের কালোবাজারির প্রমাণ পাওয়ার অন্তত ১৫ দিন পরে তিন কর্মীকে শোকজ করা হয়। ডিস্ট্রিবিউটার সমবায় সংস্থা বা জেডিসিসির চেয়ারম্যান সুশান্ত দে বলেন, “এই বিষয়ে কিছু বলব না।” সংস্থার সম্পাদক ভবতোষ ঘোষ বলেন, “বিষয়টি আভ্যন্তরীণ। ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সংস্থার বোর্ডের বৈঠক ডেকে ব্যবস্থা নিতে পদ্ধতিগত কারণে সময় লেগেছে। সংশ্লিষ্ট কর্মীদের শোকজ করা হয়েছে।” সংস্থা সূত্রের খবর, মাস দুয়েক আগে কিছু খালি গ্যাস সিলিন্ডার ফেরত দিতে না পারায় ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ সমবায় সংস্থাটিকে প্রায় ২ লক্ষ টাকা জরিমানা করে। একপ্রস্ত জরিমানার শাস্তির পরে নতুন করে ৪৫০ সিলিন্ডার কালোবাজারে বিক্রির মত ঘটনা কেন ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের পাশাপাশি জেলা প্রশাসনকে জানানো হয়নি সে প্রশ্নও উঠেছে। জলপাইগুড়ির সদর মহকুমা শাসক সাগর চক্রবর্তী বলেন, “জরুরি পণ্য আইনে এটি মারাত্মক অপরাধ। এত বড়মাপের ঘটনা আমাদের জানানো উচিত ছিল। ওই সবমায় সংস্থার কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হবে। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হবে।” |