পাঁচ হাজার টাকার জামিনে মুক্তি দিলেও আগামী ৩ এপ্রিল ফের শিলিগুড়ি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পীযূষকান্তি সাহাকে। প্রায় দেড় কোটি টাকা নয়ছয়ের মামলায় অভিযুক্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ৬ মার্চ কলকাতা হাইকোর্টে আগাম জামিন পান। সোমবার তিনি শিলিগুড়ির অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক মধুমিতা বসু তা মঞ্জুর করেন। আগামী ৩ এপ্রিল ওই মামলার শুনানি হওয়ার কথা। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, প্রায় দেড় কোটি টাকা নয়ছয়ের অভিযোগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, রেজিস্ট্রার দিলীপ সরকার সহ ৬ জনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট জমা দিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত এই মামলার বিচার হবে দার্জিলিঙের স্পেশাল কোর্টে। এ দিকে, নিয়ম মতো বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি গঠন না করেই সভা ডেকে আর্থিক অনিয়মের মামলায় অভিযুক্ত দিলীপ সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্বাচিত সদস্যদের নিয়ে কর্মসমিতি গঠন না করা এবং মনোনীত সদস্যদের নিয়ে বৈঠক ডেকে নিয়ম মানা হয়নি বলে দিলীপবাবুই অভিযোগ তুলেছেন। অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয়ের কোর্টের নির্বাচনও করা হয়নি। এদিন উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মারজিৎ বলেন, “কোরাম হলেই সভা হতে পারে। মনোনীত বা নির্বাচিত সদস্যদের মধ্যে কারা নেই তা বিবেচ্য নয়। কোর্ট গঠন না হলেও কর্মসমিতির বৈঠক হতে পারে। তা উপাচার্যের উপর নির্ভর করে।”
|
সার্চ কমিটি গঠন এখনও হয়নি। কিন্তু আগামী ৩১ মার্চ বর্তমান উপাচার্য অরুণাভ বসু মজুমদারের মেয়াদ কাল শেষ হচ্ছে। এই অবস্থায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরবর্তী উপাচার্য কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার একটি সেমিনারে যোগ দিতে এই বিশ্ববিদ্যলয়ে যান উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মারজিৎ। তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে হলে বলেন, “আশা করি রাজ্য সরকার বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং তাদের তরফে এ ব্যাপারে সিদ্ধান্ত ৩১ মার্চের আগেই জানানো হবে।” পরবর্তী উপাচার্য ঠিক করতে ৩ সদস্যের ওই সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে কোর্টের এক জন সদস্য রাখতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোর্টের নির্বাচনই এখনও হয়নি। সে কারণে অন্তবর্তীকালীন উপাচার্য নিযুক্ত করার সম্ভবনা দেখা দিয়েছে। মাস দুয়েক আগেই বর্তমান উপাচার্যের অপসারণ চেয়ে আন্দোলনে নেমেছিল কর্মচারী সমিতি। তার জেরে কাজকর্মও ব্যাহত হয়ে পড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে সে সময় রাজ্য সরকারের তরফে যে ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করা হয়েছিল তার অন্যতম সদস্য ছিলেন সুগতবাবু। তাঁর দাবি, আগের চেয়ে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। ইতিমধ্যে কর্ম সমিতির বৈঠকও করেছেন উপাচার্য। সেখানে কর্মচারী সমিতির অধিকাংশ দাবি দাওয়া মেটাতে সিদ্ধান্ত নেওয়াও হয়েছে।
|
আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে ইসলামপুর শহরে ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম আতাবুর রহমান। তার বাড়ি বিহারের ঠাকুরগঞ্জের কুলিকট এলাকায়। ওই রাতে ৬ জনের ওই দুষ্কৃতী দল ভাড়া গাড়িতে সোনাপুরের দিকে যাচ্ছিল। রাস্তায় চালকের সন্দেহ হওয়ায় তিনি ইসলামপুরের পেট্রোল প্যাম্প লাগোয়া স্ট্যান্ডে গাড়ি নিয়ে আসেন। অন্য চালকেরা দুষ্কৃতীদের ধরার চেষ্টা করতেই তার পালায়। আতাবুরকে বাসিন্দারা তাড়া করে ধরে ফেলেন। তার হেফাজত থেকে একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গাড়ির থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, ব্যাগের বোমা তৈরির সরঞ্জাম এবং লঙ্কার গুড়ো ছিল। ইসলাপুর থানার আইসি সমীর পাল এই প্রসঙ্গে বলেন, “দুষ্কৃতীরা কোথাও যাচ্ছিল, কী উদ্দেশ্যে ছিল, সে সবই খতিয়ে দেখা হচ্ছে।”
|
স্নাতক স্তরের পড়ুয়াদের পরীক্ষার ফর্ম পূরণের দাবিতে ফের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে। গত শনিবার থেকে আন্দোলন চলছে। ছাত্র পরিষদ নেতা নব্যেন্দু ঘোষ বলেন, “গত ৬ মার্চ স্নাতক স্তরের পড়ুয়াদের পরীক্ষার ফর্ম পূরণের কাজ শেষ হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে প্রায় ৪০ জন পড়ুয়া ফর্ম পূরণ করতে পারেনি। তাঁদের ফর্ম পূরণের সুযোগ দিত হবে।” ভারপ্রাপ্ত অধ্যক্ষ শত্রুঘ্ন সিংহ বলেন, “সমস্যার কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” |