উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
প্রতিশ্রুতিই সার, স্টেডিয়াম পায়নি ক্যানিং
|
|
নিজস্ব সংবাদদাতা, ক্যানিং: রাজনৈতিক টানাপোড়েনে থমকে ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স মাঠ তৈরির কাজ। আর এই ভাবে মাঠ তৈরি বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েছেন ক্যানিং মহকুমার খেলোয়াড় ও ক্রীড়ানুরাগী মানুষজন।
উল্লেখ্য, ২০০৯ সালে বামফ্রন্ট সরকারের আমলে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কমপ্লেক্স মাঠে ক্যানিং-ভাঙনখালি রেল পথের শিলান্যাস অনুষ্ঠানে এসে কমপ্লেক্স মাঠকে রেলের তরফ থেকে তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই মতো তদানীন্তন বামফ্রন্ট সরকারের ক্রীড়ামন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় ও ভূমি ও ভূমি সংস্কারমন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা রেলমন্ত্রীর কথা মতো জমি দেওয়ার কথা বলেন। |
|
ঠাকুরনগরে শুরু হল মতুয়া মেলা |
নিজস্ব সংবাদদাতা, গাইঘাটা: সোমবার সকাল থেকেই বনগাঁ মহকুমার যে রাস্তায় চোখ পড়েছে সেখানেই দেখা গিয়েছে মতুয়া ভক্তদের ভিড়। হয় গাড়িতে, নয়তো হাঁটাপথে সকলেরই গন্তব্যের অভিমুখ ছিল ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। হরির বোল ধ্বনি আর সেইসঙ্গে ডঙ্কা-কাঁসির আওয়াজে মুখরিত চারদিক।
মঙ্গলবার ভোর থেকে ঠাকুরবাড়ির ‘কামনা’ সাগরে পূণ্যস্নানের মাধ্যমে শুরু হয়ে যায় এ বারের মতুয়া ধর্ম মহামেলা। এ দিন সকালে স্নান সারেন মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা বীণাপানি ঠাকুর (বড়মা)। এর পরেই আনুষ্ঠানিক ভাবে লক্ষ লক্ষ ভক্তের শুরু হয় পূণ্যস্নান। |
|
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
জমি নিতে বিলের জলে বিষ, অভিযোগ |
|
দেবাশিস দাশ, কলকাতা: বিষক্রিয়ায় মরে গেল ২০ বিঘা আয়তনের একটি বিলের সমস্ত মাছ। মঙ্গলবার সকালে লিলুয়ার রামকৃষ্ণ পল্লিতে এই ঘটনায় অভিযোগ, প্লট করে বিক্রি করে দেওয়া জমিতে পৌঁছনোর রাস্তা করতে ওই বিলের জলে বিষ মিশিয়েছে জমি মাফিয়ারা।
স্থানীয় সূত্রে খবর, মরে গিয়েছে ৪ কুইন্টালের বেশি মাছ। এলাকার তৃণমূল গ্রাম পঞ্চায়েতের তরফে অভিযোগ, এর পিছনে রয়েছে জমি মাফিয়াদের সিন্ডিকেট, হাওড়ায় যাদের দাপট চলছেই। পঞ্চায়েত প্রতিনিধিরা থানায় ডায়েরিও করেন। |
|
নিজস্ব সংবাদদাতা, ভদ্রেশ্বর: ভদ্রেশ্বর পুরসভার তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে মঙ্গলবার অনাস্থা জমা পড়ল জেলা প্রশাসনের কাছে। রিষড়া পুরসভার চেয়ারম্যান কে হবেন, সেই জট নিয়ে হুগলি জেলা তৃণমূল নেতৃত্ব রীতিমতো অস্বস্তিতে। রিষড়া-সমস্যার মীমাংসার আগেই এ বার জেলারই আরও এক পুরসভায় এই পরিস্থিতি। যা নিয়ে ফের বিড়ম্বনা আরও বাড়ল জেলা নেতৃত্বের।
ভদ্রেশ্বরে কংগ্রেস এবং তৃণমূলের একাংশ চেয়ারম্যানের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহে নেমে পড়েছেন। এর আগে ভদ্রেশ্বর পুরসভায় বামফ্রন্ট পরিচালিত পুরবোর্ডের বিরুদ্ধে অনাস্থা নিয়ে দীর্ঘ দিন ধরে জলঘোলা হয়েছিল। |
তৃণমূল পরিচালিত
পুরসভায় অনাস্থা
আনল দলেরই একাংশ |
|
ডানকুনি উড়ালপুল
তৈরির কাজ প্রায় শেষ |
|
|
|
হাসপাতাল রোড
যানজট মুক্ত করতে
অভিযান আরামবাগে |
|
দেহ উদ্ধার যুবকের, গ্রেফতার ডোমজুড়ে |
|
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|
|