আজকের শিরোনাম
এসএসকেএমে আগুন
আজ সকাল ৯টা নাগাদ এসএসকেএমের এর্মাজেন্সি বিভাগে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন। ধোঁয়ায় ভরে যায় গোটা হাসপাতাল চত্বর, আতঙ্কিত রোগীদের মনে ফের ছড়িয়ে পড়ে আমরি কাণ্ডের স্মৃতি। এসি মেশিনের শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকল কর্তৃপক্ষের। আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, রোগীদেরও নিরাপদে বের করে আনা হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ‘এমার্জেন্সির আউটডোরে আগুন লাগে’, জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কম্পিউটার নথিভুক্তকরণ সম্ভব হচ্ছে না। ফলে কম্পিউটার ছাড়াই আউটডোরের কাজ শুরু হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসছেন ফরেন্সিক বিভাগের আধিকারিকেরা।

মেদিনীপুরের নার্সিংহোমে আগুন
পশ্চিম মেদিনীপুরের রবীন্দ্রনগরে এক বেসরকারি নার্সিংহোমে আগুন লাগে। শুরুতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত হন এক দমকলকর্মী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেসমেন্টে সঞ্চিত দাহ্য পদার্থ থেকে আগুন লাগে। অবশেষে দমকলের ৭ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় মানুষ ও দমকলের চেষ্টায় সমস্ত রোগীদের বের করে আনা হয়। নার্সিংহোমের চতুর্থতলে আটকে প়ডা চারজন হৃদরোগে আক্রান্ত রোগীকেও নিরাপদে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যায়।

দুর্ঘটনায় মৃত্যু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর
বীরভূমের লোহাপট্টিতে ৬০ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। আজ সকালে মামার মোটরবাইকে চড়ে পরীক্ষা দিতে আসছিল তারা। নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যায় মোটরবাইক। সেই সময় পিছন থেকে লরির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনাস্থলে মৃত্য হয় এক ছাত্রীর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অপরজনের। ঘটনাস্থলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

রাজাবাজারে দুর্ঘটনা
রাজাবাজারে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে ২৩০ নম্বর রুটের বাস প্রথমে ধাক্কা মারে এক পথচারীকে। এরপরেই বাসটি ধাক্কা মারে একটি ট্যাক্সিকে। গুরুতর আহত অবস্থায় এনআরএসে ভর্তি করা হয় ২ জন যাত্রীকে। ঘটনাস্থলে পৌঁছায় আমহার্স্ট স্ট্রীট থানার পুলিশ। দুর্ঘটনার জেরে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে লাঠিচার্জ করে পুলিশ, নামে র‌্যাফ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান পরিবহনমন্ত্রী মদন মিত্র।

উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা
উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় জীববিজ্ঞানের প্রশ্নপত্র বাতিল করে দিল সংসদ।তবে পরীক্ষার দিন বদল হচ্ছে না। নতুন প্রশ্নে পরীক্ষা হবে বলে জানায় সংসদ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.