l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
বছরের শেষের ক’টি দিন সমগ্র বিশ্ব এক ছুটির উন্মাদনায় মেতে ওঠে। যিশুর জন্মদিনের আনন্দ ভাগ করে নেন সারা বিশ্বের মানুষ। সেই আনন্দ মুহূর্তের সাক্ষী হতে
‘আপনার কলমে’
সিডনি ও
‘ফোটো শপ’
এ সান আন্তোনিওর উত্সব চিত্র। বড়দিনের সময়টায় ঘুরে আসা যেতে পারে কাছেপিঠে কোথাও। তেমনই তিনটি ঘোরার গল্প নিয়ে
‘কেমন সে দেশ’
।
‘শীতলার পায়ের ছাপ’ বালির
পুকুরঘাটে, ওড়ালেন বিজ্ঞানীরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
২১ সেপ্টেম্বর, ১৯৯৫। গণেশমূর্তি দুধ খাচ্ছে, এমনই এক রটনায় তোলপাড় গোটা দেশ। ১ ডিসেম্বর, ২০১১। পুকুরের জলে ডোবা সিঁড়িতে এক জোড়া পায়ের ছাপ। পুকুরঘাটের উল্টো দিকেই শীতলার মন্দির। অতএব ‘মা শীতলার পদচিহ্ন’ নিয়ে ভোর থেকে রাত হুলস্থুল বালির ঘোষপাড়ায়। বৃহস্পতিবার ভোরে ওই পুকুরে স্নান করতে যান স্থানীয় কয়েক জন মহিলা। তাঁরাই প্রথম ‘আবিষ্কার’ করেন বাঁধানো সিঁড়ির জলে ডোবা ধাপে এক জোড়া সাদা রঙের পায়ের ছাপ। খবর দ্রুত ছড়ায় এক পাড়া থেকে অন্য পাড়ায়। ‘অলৌকিক’ কাণ্ড দেখতে দলে দলে ভিড় জমান মানুষ। ভিড় সামলাতে নামে পুলিশ। তৈরি হয় ব্যারিকেড। শুরু হয়ে যায় পুজো দেওয়াও। সিঁড়ির উপরে চটজলদি গড়া খড়-বাঁশের মাচায় ফুল-মালা চড়ানোর পাশাপাশি পড়তে থাকে নগদ প্রণামী। গণেশের দুধ খাওয়া বা ‘মা শীতলার পায়ের ছাপ’ ছবিটা বদলায় না কেন? মনোবিদ নীলাঞ্জনা সান্যাল বলছেন, “নিরাপত্তাহীনতা মানুষের ভিতরে এমন শিকড় গেড়ে বসেছে যে, সব সময়ে সে আশা করছে কোনও বড় শক্তি তাকে রক্ষা করবে। অস্বাভাবিক কিছু দেখলে সেটাকেই মানুষ শক্তির প্রতীক হিসেবে ভেবে নিতে ভালবাসে। সেই অনুভূতি তাদের এক ধরনের মানসিক নিরাপত্তা দেয়। এ ক্ষেত্রে হয়তো তা-ই হয়েছে।”
বিস্তারিত...
অধীরের খাসতালুকে তৃণমূলই
‘অধীশ্বর’ হবে, দাবি শুভেন্দুর
অনল আবেদিন • বহরমপুর
তাঁর খাসতালুক বহরমপুরে তাঁর ভাষাতেই মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরীকে বিঁধলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারী। গত ২০ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কংগ্রেসের পঞ্চায়েতি রাজ সম্মেলনে দলের নেতা-নেত্রীরা শরিক তৃণমূলের বিরুদ্ধে প্রবল তোপ দেগেছিলেন। অধীর ওই সম্মেলনে বলেছিলেন, “যাঁরা ভাবছেন কংগ্রেস ভিক্ষাবৃত্তি করে বেঁচে থাকবে, তাঁরা ভুল ভাবছেন!” কংগ্রেসকে ‘ফিনিক্স পাখি’র সঙ্গে তুলনা করে, তৃণমূলের সঙ্গে জোট করতে গিয়ে আসনরফার প্রশ্নে কংগ্রেসের ‘মহানুভবতা’র কথা উল্লেখ করে অধীর আরও বলেছিলেন, “কংগ্রেসের মহানুভবতাকে কেউ যেন দুর্বলতা না ভাবে।” তাঁর আরও বক্তব্য ছিল, “সাধারণ মানুষের অধিকার বিঘ্নিত হলে কংগ্রেস তার প্রতিবাদ করবেই। কেন্দ্র টাকা দিচ্ছে। অথচ রাজ্য কাজ করছে না! সে বিষয়ে বলতে গেলে যদি কেউ আমাদের সিপিএমের দালাল বলে, তা হলে সিপিএমের দালাল হয়েই প্রতিবাদ করব!” বৃহস্পতিবার বহরমপুরে শুভেন্দুর সভা ছিল অধীরের ওই আক্রমণেরই ‘জবাবি’ কর্মসূচি। সেখানে তিনি অধীরকে মুর্শিদাবাদের ‘অধীশ্বর’ বলে কটাক্ষ করলেও এক বারও তাঁর নাম করেননি।
বিস্তারিত...
শ্বশুরবাড়িতে প্রথম পা রাখলেন জাগরী
নিজস্ব সংবাদদাতা • রানিবাঁধ
মৃত্যুর আগে একবার বড় ছেলেকে দেখতে চেয়েছিলেন বাবা। সেই আশা পূরণ হয়নি গুরুদাস সোরেনের। তবে বাবার মৃত্যুর খবর পেয়ে ১৩ বছর পরে রানিবাঁধের মিঠাআম গ্রামে নিজের বাড়িতে পা রাখলেন সেই বড় ছেলে, আত্মসমর্পণকারী মাওবাদী স্কোয়াড নেতা রাজারাম সোরেন ওরফে সাগেন সাঁওতাল। ছিলেন ঠিক আধঘণ্টা। তাতেই আবেগে ভাসল গোটা পরিবার। চোখের জল ধরে রাখতে পারলেন না স্বামীর সঙ্গে প্রথমবার শ্বশুরবাড়িতে পা দেওয়া রাজারামের স্ত্রী তথা মাওবাদী নেত্রী জাগরী বাস্কেও। মাওবাদী দম্পতির ছেলে বাহাদুরও প্রথমবার পেল ঠাকুমা, কাকা, পিসিদের আদর। গত ১৭ নভেম্বর মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মসমর্পণ করেন রাজারাম ও জাগরী। বড় ছেলের সমাজের মূলস্রোতে ফিরে আসার খবর পেয়ে খুশি হয়েছিলেন সদ্য প্রয়াত বাবা গুরুদাসবাবু। চেয়েছিলেন ছেলেকে একবার চোখের দেখা দেখতে। এ দিন নিজের বাড়িতে সংক্ষিপ্ত সফরের মধ্যে দিয়ে এই মাওবাদী দম্পতির মূলস্রোতে ফেরার প্রক্রিয়াই শুরু হয়ে গেল বলে মনে করছে প্রশাসন। মঙ্গলবার রাতে মারা যান গুরুদাসবাবু। সেই খবর পেয়েই বাড়িতে আসতে চেয়েছিলেন রাজারাম।
বিস্তারিত...
বিচারের দাবি মোম-মিছিলে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
দিল্লিতে নিহত শিলিগুড়ির ছেলে শৈলজ রায়ের বাড়িতে গিয়ে তাঁর বাবার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বলিয়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার সন্ধ্যায় শৈলজদের শক্তিগড়ের বাড়িতে গিয়ে সমবেদনা জানান গৌতমবাবু। সেখানে শৈলজের বাবা সুভাষবাবু আশঙ্কা প্রকাশ করেন, দিল্লিতে খুনের মামলায় দুজন ধরা পড়লেও প্রভাবশালী কোনও মহলের চাপে দোষীরা ছাড় পেতে পারে। সে কথা শোনার পরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়ের সঙ্গে কথা বলেন। শৈলজের বাবাকেও সুদীপবাবুর সঙ্গে কথা বলিয়ে দেন। গৌতমবাবু বলেন, “শৈলজের পরিবার যাতে প্রকৃত বিচার পায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব। সে কথাই আজকে জানিয়ে এসেছি।” এদিন সন্ধ্যায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে শহরের বাঘাযতীন পার্ক থেকে মোমবাতি নিয়ে মিছিল করেন অসংখ্য মানুষ। শৈলজের বাবা, বোন, পরিজন, বন্ধু, প্রতিবেশীদের সঙ্গে মিছিলে যোগ দেন তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই নেতৃত্ব। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও ছিলেন মিছিলে। হিলকার্ট রোড, সেবক রোড হয়ে ফের বাঘাযতীন পার্কে গিয়ে শেষ হয় মিছিল।
বিস্তারিত...
জমি আর ক্ষমতা দখলে গোষ্ঠী-সংঘর্ষ তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
কোথাও বর্গাদার উচ্ছেদ করে জমি দখল। কোথাও আবার এলাকার ‘নিয়ন্ত্রণ’ হাতে রাখার চেষ্টা। এই দুইয়ের জেরে বৃহস্পতিবার মেদিনীপুর সদর ব্লকের তেতুঁলতলা ও গড়বেতার আউসাবাঁধি ও একাড়ায় সংঘর্ষ বাধল। আর ‘পরিবর্তিত’ রাজনৈতিক পরিস্থিতিতে সংঘর্ষে জড়াল শাসকদল তৃণমূলেরই দু’টি গোষ্ঠী! বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই জেলায় ‘কোণঠাসা’ অবস্থা সিপিএমের। তাদের অনেক নেতা-কর্মীই এলাকা ছাড়া। এই অবস্থায় জেলায় ইদানীং সংঘর্ষ বাধছে তৃণমূলেরই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে। সাধারণ মানুষের বিরক্তি বাড়ছে। বিড়ম্বনা বাড়ছে দলীয় নেতৃত্বের। বৃহস্পতিবারের ঘটনায় সব মিলিয়ে জখম হয়েছেন ১৫ জন। গড়বেতায় পুলিশ দু’জনকে গ্রেফতারও করেছে। দিশেহারা তৃণমূল জেলা সভাপতি দীনেন রায়ের বক্তব্য, “কী কারণে সংঘর্ষ, তা খতিয়ে দেখা হচ্ছে। দলের কেউ অন্যায় করলে তা মেনে নেওয়া হবে না।” বর্গাদার উচ্ছেদ করে জমি দখলের ঘটনা ঘটেছে কেশপুর লাগোয়া মেদিনীপুর সদর ব্লকের তেতুঁলতলায়। স্থানীয় বাসিন্দা শেখ মুরসেদ আলি, হুরমুজ আলিরা দীর্ঘ দিন ধরেই একটি জমি চাষ করছিলেন। তা নিয়ে জমির মালিকের সঙ্গে আগে তাঁদের কোনও বিবাদ হয়নি।
বিস্তারিত...
সেই রাতে এক মহিলা
এসেছিলেন, জানালেন পিন্টুর মা
কিংশুক গুপ্ত • জামবনি
বুড়িশোলের জঙ্গলে কিষেণজি মারা যাওয়ার রাতেই ‘অসুস্থ’ এক মহিলা তাঁদের বাড়ি এসেছিলেন এবং ছোট ছেলেকে ডেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছিলেন। ‘আহত’ মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাতোকে পালাতে ‘সাহায্যকারী’ সন্দেহে ধৃত জামবনির সরাকাটা গ্রামের পিন্টু টুডুর মা নিজেই জানালেন এই তথ্য। সুচিত্রাকে নিয়ে পুলিশ-সিআইডি’র বক্তব্যও এর ফলে দৃঢ় ভিত্তি পেল। পিন্টু যে সে রাতে ওই ‘মহিলা’কে সাইকেলে বসিয়ে নিয়ে গিয়েছিলেন তা-ও জানিয়েছেন তাঁর মা ললিতা টুডু। পিন্টু ফিরেছিলেন পর দিন সকালে। পুলিশের ‘জেরা’য় নয়, এ সবই ললিতাদেবী জানিয়েছেন কয়েকটি মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের কাছে। কিষেণজির মৃত্যু সংঘর্ষ না ‘ভুয়ো সংঘর্ষে’তা খতিয়ে দেখতেই দিল্লি, অন্ধ্রপ্রদেশের কয়েক জন মানবাধিকার কর্মীকে নিয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)-এর এক প্রতিনিধিদল বৃহস্পতিবার জামবনির বুড়িশোল জঙ্গল এবং লাগোয়া একাধিক গ্রামে ঘোরে। ঠিক আগের বৃহস্পতিবারই নিহত হয়েছিলেন কিষেণজি। সুচিত্রাকে নিয়ে ধন্দ কাটাতেই প্রতিনিধিরা যান সরাকাটায়। ললিতাদেবী ছাড়াও তাঁরা কথা বলেন পিন্টুর কাকিমা সরস্বতী টুডু এবং দাদা চামটু’র সঙ্গে।
বিস্তারিত...
এক নজরে
বরযাত্রীদের দুর্ব্যবহারে বিয়েই করলেন না পাত্রী
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
এসএফআই-টিএমসিপি
চাপানউতোর রায়গঞ্জে
সম্মেলনে সুর বদল
দক্ষিণবঙ্গ
পঞ্চায়েত সদস্যের স্ত্রীকে
গুলি করে খুন স্বরূপনগরে
যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বৈদ্যবাটি পুরসভার
বর্ধমান
দুর্নীতিতে অভিযুক্ত পঞ্চায়েত সচিবের অপমৃত্যু জামালপুরে
স্কুলে মনোনয়ন জমা
দেওয়া নিয়ে অশান্তি
পুরুলিয়া
মানবাজারের চালক
খুনে ধৃত আরও দুই
কালভার্ট সংস্কারের
দাবি ময়ূরেশ্বরে
মুর্শিদাবাদ
এ বার আহিরণের গ্রামীণ
ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা
খেয়া পারাপার বন্ধ
পক্ষকাল, দুর্ভোগ
মেদিনীপুর
অর্থাভাবে ধান কেনার গতি
শ্লথ, বাজারেও দাম সামান্য
সেতু তৈরি ও টোল আদায়ে বেসরকারি সংস্থাকেই দায়িত্ব
কলকাতা
২৭.৬ /১৬.৫
আজকের দিনে
•
আন্তর্জাতিক দাসপ্রথা বিরোধী দিবস।
• ১৯৫৯:
অভিনেতা বোমান
ইরানির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.