|
|
|
|
আন্দোলনের হুমকি |
এসএফআই-টিএমসিপি চাপানউতোর রায়গঞ্জে |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রায়গঞ্জ কলেজে সশস্ত্র হামলা নিয়ে এসএফআই-তৃণমূল ছাত্র পরিষদের চাপানউতোর বাড়ছে। দুপক্ষই পুলিশে অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার রায়গঞ্জে ছাত্র ধর্মঘট করে এসএফআই। ধর্মঘটের জেরে এদিন শহরের বিভিন্ন স্কুল ও কলেজের পঠনপাঠন বন্ধ ছিল। তবে পড়ুয়াদের কথা মাথায় রেখে বিভিন্ন স্কুলের পরীক্ষা ব্যবস্থাকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না-হলে এসএফআইয়ের তরফে অনির্দিষ্টকালের জন্য থানা ঘেরাও করার হুমকি দেওয়া হয়েছে। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এসএফআইয়ের মনোজিত পালগুপ্ত এদিন জেলা তৃণমূল সাধারণ সম্পাদক অরিন্দম সরকার-সহ ৪ তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হমলা চালানোর অভিযোগ জানিয়েছেন। পক্ষান্তরে, অরিন্দমও তৃণমূল ছাত্র পরিষদের এক সমর্থক সায়ন চৌধুরীর দাদা তুহিন এ দিন রায়গঞ্জ থানায় এসএফআইয়ের জেলা সম্পাদক প্রাণেশ সরকার, প্রাক্তন জেলা সম্পাদক প্রদ্যোত নারায়ণ ঘোষ-সহ ৬ জনের নামে অভিযোগ জানিয়েছেন। অবিলম্বে তাদের গ্রেফতার করা না হলে জেলা জুড়ে পথসভা ও বিক্ষোভ আন্দোলনেহুমকি দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। জেলার পুলিশ সুপার দীপঙ্কর ভট্টাচার্য বলেন, “রায়গঞ্জের ডিএসপি উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখছেন। তবে অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ না-করলে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হবে।” বৃহস্পতিবার টিএমসিপি-এসএফআই সমর্থকদের সংঘর্ষ চলাকালীন একটি নাইন এমএম পিস্তল ও সাত রাউন্ড গুলি সমেত ধৃত যুবক মুন্না বিশ্বাস ওই দিন রাতে থানার লক আপে অসুস্থ বোধ করেন। তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালের পুলিশ লকআপে রেখে চিকিৎসা করানো হচ্ছে। ধৃত যুবক টিএমসিপি সমর্থক দাবি করে শহর জুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে এসএফআই। টিএমসিপিও ধৃত যুবককে এসএফআই সমর্থক বলে দাবি করে পাল্টা বিক্ষোভ আন্দোলনে নেমেছে। জেরায় ওই যুবক দাবি করেন, সংঘর্ষ চলাকালীন তিনি কলেজের সামনের দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন কলেজ পড়ুয়া পুলিশের তাড়া খেয়ে তাঁর সামনে আগ্নেয়াস্ত্রটি ফেলে পুলিশকে ডেকে তাঁকে ধরিয়ে দেয়। ধৃত ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর সঙ্গে কলেজ রাজনীতির যোগাযোগ নেই। রায়গঞ্জ থানার আইসি জ্যোতিষ রায় বলেন, “যুবকের সমস্ত বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।” বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ স্মারকলিপি জমা দেওয়া নিয়ে টিএমসিপি ও এস এফ আই সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় চত্বর। উভয় পক্ষের ৯ জন জখম হন। আশঙ্কাজনক অবস্থায় দুই টিএমসিপি সমর্থককে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এসএফআইয়ের জেলা সম্পাদক প্রাণেশবাবু বলেন, “পুলিশকে ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছে। তার মধ্যে আমাদের সমর্থকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত টিএমসিপি সমর্থকদের গ্রেফতার করা না হলে অনির্দিষ্টকালের জন্য থানা ঘেরাও করতে বাধ্য হব।” টিএমসিপির জেলা পর্যবেক্ষক প্রিয়ব্রত দুবে বলেন, “এস এফ আই সুরেন্দ্রনাথ কলেজকে পার্টি অফিসে পরিণত করেছে। এর প্রতিবাদ করে মহাবিদ্যালয়ের উন্নয়নে সরব হওয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। অভিযুক্ত এসএফআই সমর্থকদের অবিলম্বে গ্রেফতার করা না হলে জেলা জুড়ে পথসভা-বিক্ষোভ আন্দোলনে নামতে বাধ্য হব।” |
|
|
|
|
|