l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
মাঝমাসের হাওয়াবদল-এ ফোর্ট কোচির সাগর সৈকতের বৈচিত্রময় মাছের
জগৎ নিয়ে
খানা-তল্লশি।
ভরা বর্ষায় কী কী তৈরি হল
আপনার রান্নাঘর
-এ।
সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর-সহ
সংবাদের হাওয়াবদল
।
হাওড়ায় নিকাশির হাল ফেরাতে
কোর্ট সময় দিল ১০ দিন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
মহানগরী কলকাতার অন্যতম মূল প্রবেশপথ হাওড়া। অথচ বর্ষা এলেই সেই হাওড়ায় জল জমে অচল হয়ে যায় রেল ব্যবস্থাও। চলতি মরসুমেও অতিবর্ষণে রেললাইন ডুবে যাওয়ায় একাধিক দিন ট্রেন স্তব্ধ হয়ে গিয়েছিল হাওড়ায়। এই অবস্থায় কলকাতা হাইকোর্ট বুধবার নির্দেশ দিয়েছে, ১০ দিনের মধ্যে হাওড়া শহরে নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে হবে। উচ্চ আদালতের নির্দেশ, গঙ্গার পশ্চিম পাড়ের এলাকায় জল জমার সমস্যা মেটাতে হাওড়ার নিকাশি ব্যবস্থাপনায় যুক্ত সব সংস্থাকে কাজ করতে হবে একসঙ্গে। ১০ দিনের মধ্যে নিকাশি ব্যবস্থার সংস্কারে প্রয়োজনীয় সব কাজ করে ২৯ অগস্ট আদালতকে জানাতে হবে। হাইকোর্টের বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ এবং বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশের পাশাপাশি পূর্ব রেলকে বলেছে, রেল ইয়ার্ড এবং লাগোয়া রেল আবাসনে জল জমার জন্য দায়ী বামনগাছির রানিঝিল যত দ্রুত সম্ভব সংস্কার করতে হবে। হাওড়ার নিকাশির মূল দায়িত্বপ্রাপ্ত সংস্থা (নোডাল এজেন্সি) কেএমডিএ।
বিস্তারিত...
দলীয় কর্মীদের মারে জখম তৃণমূল কাউন্সিলর
নিজস্ব সংবাদদাতা • মেমারি
সবে গত বছরই পুরভোটে বিনয় কোঙারের নিজের শহরে সিপিএমকে নিশ্চিহ্ন করে দিয়েছিল তৃণমূল। বর্ধমানের সেই মেমারিতেই দলের লোকেদের হাতে বেদম মার খেলেন তৃণমূলের কাউন্সিলর। ক’দিন আগেই বর্ধমান শহরে দলের এক গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র মিছিল বের করেছিল তৃণমূলের অন্য এক গোষ্ঠী। দলের জেলা পর্যবেক্ষক তথা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক দুই গোষ্ঠীর অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেও কার্যত কিছুই করা হয়নি। সেই গোষ্ঠী কোন্দলই এখন অন্যত্রও মাথা তুলছে। মেমারির ৮ নম্বর ওয়ার্ডের প্রহৃত কাউন্সিলর স্বপন ঘোষাল বর্তমানে মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি। স্যালাইন ও অক্সিজেন চলছে। বুধবার সন্ধ্যায় সেখানে শুয়েই তিনি দলের ১২ জন কর্মীর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তেরা আবার তাঁর বিরুদ্ধে ‘লেঠেল’ লেলিয়ে দেওয়ার অভিযোগ তুলে স্মারকলিপি জমা দিয়েছেন। ঘটনাটি ইতিমধ্যে রাজ্য নেতৃত্বের কানে গিয়েছে, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
বিস্তারিত...
পোলিও হার মেনেছে ফুটবলের কাছে
কেদারনাথ ভট্টাচার্য • কালনা
রোজ তিনি ফুটবল খেলেন। মনে মনে! পোলিও আক্রান্ত হয়ে দু’টো পা-ই অসাড়। খেলাধুলো তো দূরের কথা, হুইল চেয়ার ছাড়া চলাফেরাও করতে পারেন না। তাতে অবশ্য দমে যাওয়ার পাত্র নন কালনার পালপাড়ার বাসিন্দা বাপ্পা পাল। পাড়ার খুদে খেলোয়াড়দের প্রিয় প্রশিক্ষক তিনিই। খেলার সামগ্রী কিনে দেওয়া থেকে প্রশিক্ষণ, সবেতেই এলাকার খুদেদের ভরসা ‘বাপ্পাদা’। এলাকারই স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়েন বছর কুড়ির বাপ্পা। কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে ছোটদের ফুটবল প্রতিযোগিতা হলেই সাইডলাইনের ধারে দেখা মেলে তাঁর। শুধু প্রশিক্ষণ দেওয়াই নয়, ছেলেদের জন্য বল, জার্সি, টিফিনির খরচএ সব পকেটের পয়সা থেকেই দেন তিনি। হুইল চেয়ারে চড়ে স্টেডিয়ামে আসেন। তবে সেটি বাইরে রেখে বুকে হেঁটে মাঠে ঢোকেন তিনি। বাপ্পার বাবা পরেশবাবুর চালের ব্যবসা রয়েছে।
সাত ভাইয়ের মধ্যে বাপ্পা পঞ্চম। পরিবার ও পড়শিরা জানান, দু’বছর বয়সে পোলিওয় আক্রান্ত হন বাপ্পা। তার পর থেকেই তাঁর সঙ্গী হুইল চেয়ার। তবে ছোট থেকেই তিনি ফুটবলের ভক্ত। ব্রাজিল ও ইস্টবেঙ্গলের খেলা থাকলে তাঁকে টিভির সামনে থেকে নড়ানো মুশকিল।
বিস্তারিত...
কোর্টের বাইরে সমাধানের কথা বললেন বিচারপতি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
আদালতে আইনি লড়াইয়ের বাইরেও আলোচনায় বসে সিঙ্গুর মামলার নিষ্পত্তি সম্ভব বলে মনে করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। তাঁর মতে, সিঙ্গুরের জমি ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার যে আইন নিয়ে এসেছে, তা কেবলমাত্র একটি সংস্থার (টাটা মোটরস) উপরই প্রযোজ্য। এর সঙ্গে অসংখ্য মানুষের স্বার্থ জড়িয়ে নেই। সুতরাং আইনি বিচার পদ্ধতির বাইরে গিয়েও রাজ্য সরকার এবং টাটা মোটরস, দু’পক্ষ আলোচনায় বসতেই পারে। টাটা মোটরস-এর সওয়াল শেষ হয়ে যাওয়ার পর, বুধবার থেকেই আদালতে জবাব দেওয়া শুরু করেছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র। এ দিনের জবাবের প্রায় শেষ পর্যায়ে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় হঠাৎই অ্যাডভোকেট জেনারেলের কাছে আলোচনায় বসার প্রসঙ্গটি তোলেন। এজলাসে দাঁড়িয়ে যা মেনেও নেন অনিন্দ্যবাবু। দু’পক্ষ সহমত হলে ‘আর্বিট্রেটর’ বা কোনও মধ্যস্থতাকারী সংস্থার মাধ্যমে সমাধানের পথ খোঁজা যেতেই পারে বলে বিচারপতিকে তিনি জানান।
বিস্তারিত...
ফের হাড়গোড় উদ্ধার, অভিযুক্ত সেই সিপিএম
নিজস্ব সংবাদদাতা • শালবনি
হাড়গোড় উদ্ধারের বিরাম নেই পশ্চিম মেদিনীপুরে। বুধবার সকালে শালবনির কাশীজোড়ায় ঝর্নাডাঙ্গার জঙ্গলে মাটি খুঁড়ে ফের উদ্ধার হল হাড়গোড়, পুরুষ ও মহিলার পোশাক, মশারি, টিনের বাক্স। আর তার পরেই ফের সিপিএমের বিরুদ্ধে তাদের দুই কর্মীকে খুন করে লাশ লোপাটের অভিযোগ তুলেছে তৃণমূল। উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশেরও ধারণা, দু’জনের দেহ পোঁতা হয়েছিল ঝর্নাডাঙ্গায়। এসপি প্রবীণ ত্রিপাঠির বক্তব্য, “তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” তৃণমূলের শালবনি ব্লক সভাপতি নেপাল সিংহের দাবি, “লক্ষ্মীকান্ত মাহাতো ও সুরাই কিস্কু নামে আমাদের দুই কর্মীকে বছর খানেক আগে সিপিএমের সশস্ত্র বাহিনী অপহরণ করেছিল। উদ্ধার হওয়া হাড়গোড় তাঁদেরই।” দলের দুই পুরুষ কর্মীরই যদি দেহাবশেষ হয়ে থাকে, তা হলে মাটি খুঁড়ে মহিলাদের পোশাক মিলল কী ভাবে---সে প্রশ্নের অবশ্য উত্তর দিতে পারেননি নেপালবাবুরা।
বিস্তারিত...
তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ কারখানা
শুভ্রপ্রকাশ মণ্ডল • সাঁতুড়ি
কারখানার শ্রমিক সংগঠন তাদেরই। অথচ সেই কারখানারই ‘শ্রমিক-স্বার্থে’ আন্দোলনে নেমে পড়েছে তৃণমূল। এই টানাপোড়েনে একটি স্পঞ্জ আয়রন কারখানায় ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিস ঝুলিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকের মধুকুন্ডা এলাকার এই ঘটনায় পুজোর মুখে অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় আড়াইশো শ্রমিকের ভবিষ্যৎ। কারখানা কর্তৃপক্ষের দাবি, তৃণমূলের আন্দোলনের জেরেই তাঁরা কারখানা বন্ধ করতে ‘বাধ্য’ হয়েছেন। এমনকী তাদের ‘এড়িয়ে’ দলের ‘দায়িত্বজ্ঞানহীন’ আন্দোলনের জন্যই কারখানার শ্রমিকেরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে অভিযোগ তৃণমূলেরই শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র। কারখানা সূত্রের খবর, গত ৯ অগস্ট থেকে স্থানীয় তৃণমূলের নেতৃত্বের একাংশ শ্রমিকদের মজুরি বাড়ানোর আন্দোলন শুরু করে। দাবি ছিল, শ্রমিকদের দৈনিক মজুরি ১৫৩ টাকা থেকে বাড়িয়ে ১৫৮ করতে হবে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
এএসআই
অস্ত্রাগার হাতে নিল
অবহেলায়
‘নরক’ বাস টার্মিনাস
দক্ষিণবঙ্গ
শাসনে দুই তৃণমূল
নেতার মধ্যে হাতাহাতি
বহিষ্কৃত তৃণমূল নেতার সঙ্গীদের দাপট চাঁপাডাঙায়
বর্ধমান
কাজ করেও বেতন মিলছে
না, ক্ষোভ অস্থায়ী কর্মীদের
পুরসভার জলাধারে
বালকের দেহ
পুরুলিয়া
চাষ ভাল হওয়ায়
বিক্রি বেড়েছে হাঁসের
দুর্ঘটনায় মৃত্যু, রাস্তা
সংস্কারের দাবি
মুর্শিদাবাদ
বৃষ্টিতে ভাঙা রাস্তায়
দুর্ঘটনায় মৃত্যু বহরমপুরে
ডোমকলে ‘অস্ত্র কারখানা’ থেকে মিলল গুলি, পিস্তল
মেদিনীপুর
আজ মনসাপুজো ঘিরে উদ্দীপনা জঙ্গলমহলে
বন্যা পরিস্থিতির উন্নতি
হলেও চাষে ক্ষতি পূর্বে
কলকাতা
২৯.০/২৫.০
আজকের দিনে
•
১৯৩৬:
কবি ও গীতিকার
গুলজারের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.