|
|
|
|
দুর্ঘটনায় মৃত্যু, রাস্তা সংস্কারের দাবি |
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। রাস্তা বেহালের কারণে এই দুর্ঘটনা ঘটেছেঅভিযোগ তুলে দীর্ঘক্ষণ মৃতদেহ আটকে রেখে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নলহাটি ব্লক অফিস লাগোয়া কোঠাতলা-নলহাটি বাইপাসে। পুলিশ জানায়, মৃতের নাম নাসিরউদ্দিন শেখ (৪৫)। নলহাটি পুরসভা এলাকায় তাঁর বাড়ি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজার থেকে বাড়ি ফেরার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথর বোঝাই ট্রাক নাসিরউদ্দিনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর পরেই অবরোধ করেন বাসিন্দারা। ৯টা নাগাদ পুলিশ মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হলেও দুপুর দেড়টা পর্যন্ত অবরোধ চলে। জেলা পূর্ত দফতরের (সড়ক) আওতাধীন পানাগড়-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে স্থানীয় ব্লক অফিস পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা মাস দেড়েক আগে সংস্কার হয়। কিন্তু পিচ উঠে গিয়ে রাস্তা বেহাল হয়ে পড়েছে। সেই কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। নলহাটি পুরসভার কাউন্সিলর একরামুল হক, নলহাটি ১ ব্লকের বিডিও অচিন্ত্য সিংহ বলেন, “দেড় মাস আগে সংস্কার হওয়া রাস্তা খুবই শোচনীয়। |
|
দেড় মাস আগে সংস্কার হওয়া কোঠাতলা-নলহাটি রাস্তায় বুধবার দুর্ঘটনা ঘটে। ছবি: সব্যসাচী ইসলাম। |
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।” শুধু ওই রাস্তা নয়, সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে পূর্ত দফতরের (সড়ক) আওতাধীন ময়ূরেশ্বর থানা এলাকার শিবগ্রাম-ষাটপলশা, কোটাসুর-রামনগর, লাভপুরের লাভপুর-বোলপুর সড়কও। জেলা পরিষদের আওতাধীন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নির্মিত ময়ূরেশ্বরের বেলিয়া-বহড়া, লাভপুরের গোপালপুর-তরুলিয় সড়কের অবস্থাও শোচনীয়। ওই সব রাস্তায় ছোটখাটো দুর্ঘটনা ঘটার পাশাপাশি মাঝে মধ্যে যানচলাচল বন্ধ থাকছে। আবেদন-নিবেদন, অবরোধ, অনশন করেও রাস্তা সংস্কার হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।
জেলা পূর্ত দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার জাহ্নবী কোনার বলেন, “সত্যিই রাস্তাগুলির হাল খারাপ। ওভারলোড বালি কিংবা পাথর বোঝাই ট্রাক চলাচলের জন্যই সংস্কারের পরে রাস্তা বেহাল হয়ে পড়ছে। তবে কিছু কিছু রাস্তায় সংস্কারের কাজ চলছে। বর্ষার পরে অর্থের সংস্থান হলে সমপূর্ণ সংস্কারের ব্যবস্থা করা হবে।” একই বক্তব্য, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পঞ্চানন ভট্টাচার্যেরও। তিনি বলেন, “কেন সংস্কারের দেড় মাস পরে রাস্তা খারাপ হয়ে গেল তা খতিয়ে দেখা হবে। তবে রাস্তার সংস্কারের জন্য টাকা চেয়ে পূর্তমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কোনও সাড়া মেলেনি। ফের চিঠি পাঠানো হবে। অর্থের সংস্থান হলে জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতির কাজে হাত দেওয়া হবে।” |
|
|
|
|
|