টুকরো খবর

দুর্ঘটনায় মৃত যুবক, উত্তেজনা রঘুনাথপুরে
গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। বাধল জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিকাশ মিশ্র (২৪)। বাড়ি রঘুনাথপুর থানার শাকা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর ২টো নাগাদ কম্পিউটার ক্লাস করে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন বিকাশ। শাকা রেলগেটের অদূরে, পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে পিছন থেকে একটি পিক-আপ ভ্যান তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের দাবিতে দেহ আটকে পথ অবরোধ করেন শাকা গ্রামের বাসিন্দারা। রঘুনাথপুর থানার পুলিশ পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ হয়। অবরোধ চলে প্রায় সাড়ে চার ঘণ্টা। রাজ্য সড়কে অবরোধের ফলে ব্যাপক যানজট হয়। সন্ধ্যায় এসডিপিও (রঘুনাথপুর) দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের দাবি, উত্তেজিত জনতা পুলিশকর্মীদের লক্ষ করে ইট-পাটকেল ছোড়ে। ইটের ঘায়ে এক কনস্টেবল-সহ ৫ জন পুলিশকর্মী জখম হন। এর পরে পুলিশ লাঠি চালিয়ে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সঞ্জয় বন্দ্যোপাধ্যায় নামে আহত কনস্টেবলকে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। তাঁর মাথায় স্টিচ পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাজ্য সড়কে বেপরোয়া যান চলাচলের জন্য বারবার দুর্ঘটনা ঘটছে। সব জেনেও পুলিশ নিষ্ক্রিয়। এ দিন বিনা প্ররোচনায় পুলিশ লাঠি চালায় বলেও দাবি স্থানীয় মানুষের। যদিও এসডিপিও বলেন, “দেহ উদ্ধারের জন্য আমরা জনতাকে বারবার বুঝিয়েছি। কিন্তু ওরা কোনও কথা না শুনে পুলিশের উপরে ইট ছোড়ে। পরিস্থিতি সামলাতে মৃদু লাঠি চালাতে হয়েছে।” শেষ পর্যন্ত সন্ধ্যা ৭টা নাগাদ অবরোধ ওঠে। পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।

নিতুড়িয়ার স্কুলে স্মারকলিপি
নতুন পরিচালন সমিতি গঠন, ক্লাসঘর তৈরি-সহ কয়েক দফা দাবিতে স্কুলের প্রধান শিক্ষক ও সম্পাদকের কাছে স্মারকলিপি দিলেন গ্রামবাসীরা। মঙ্গলবার নিতুড়িয়া ব্লকের গুনিয়াড়া এমএম হাইস্কুলে এই স্মারকলিপি দেন স্থানীয় রায়বাঁধ, গুনিয়াড়া গ্রামের কিছু বাসিন্দা এবং ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকেরা। গ্রামবাসীদের অভিযোগ, এ বছর ২৩ জানুয়ারি স্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়েছে। অথচ প্রায় সাত মাস পরেও নতুন পরিচালন সমিতি গঠন করা হয়নি। এ ছাড়া ২০০৯-’১০ আর্থিক বছরে ডিপিইপি প্রকল্পে স্কুলে ক্লাসঘর তৈরির টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও তা আজও হয়নি। স্থানীয় বাসিন্দা শ্যামাপদ পরামানিক, অজিত মণ্ডল, সঞ্জয় মণ্ডলরা বলেন, “আমরা জানতে পেরেছি, ১০টি কম্পিউটার ছাত্রদের জন্য এসেছে। অথচ সেগুলি এখনও স্কুলে আনা হয়নি। স্কুলের মিড-ডে মিল গরমের ছুটির পর থেকেই বন্ধ রয়েছে। সব মিলিয়ে বিভিন্ন সমস্যা রয়েছে এই স্কুলে। আমরা সে-সবই সমাধানের দাবি জানিয়েছি স্কুল-কর্তৃপক্ষের কাছে।” প্রধান শিক্ষক প্রসাদ মণ্ডল বলেন, “মধ্যশিক্ষা পর্ষদ স্কুলের বর্তমান পরিচালন সমিতির মেয়াদ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। ফলে নতুন সমিতি গঠন করা যায়নি।” বাকি অভিযোগুলি ‘ভিত্তিহীন’ বলেও তাঁর দাবি।

প্রধান তালাবন্দি
পক্ষপাতের অভিযোগ তুলে সিপিএমের এক পঞ্চায়েত প্রধানকে পঞ্চায়েত কার্যালয়ে তালাবন্দি করে রাখলেন গ্রামবাসীরা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বরাবাজার থানার সিন্দরি গ্রাম পঞ্চায়েতে। তৃণমূলের সিন্দরি অঞ্চল সভাপতি প্রভাত দাশগুপ্তের অভিযোগ, “খরা মোকাবিলার জন্য বরাদ্দ চাল প্রাপকদের ১৭০ জনের নামের একটি তালিকা তৃণমূল-সহ বিরোধী সদস্যদের পক্ষ থেকে পঞ্চায়েতে দেওয়া হয়েছিল। কিন্তু প্রধান ওই তালিকার সমস্ত নাম কেটে সিপিএম সমর্থকদের নাম ঢুকিয়েছেন। তারই প্রতিবাদে বাসিন্দারা পঞ্চায়েতে তালা দিয়েছেন।” সিন্দরি পঞ্চায়েতের সিপিএম প্রধান বিভূতি মাহাতো অবশ্য বলেন, “পক্ষপাতের অভিযোগ ঠিক নয়।” বরাবাজারের বিডিও দেবজিৎ বসু বলেন, “বিরোধী সদস্যদের দেওয়া নামের তালিকা নিয়ে প্রকৃত প্রাপকেরা যাতে চাল পান, তার ব্যবস্থা করতে বলেছি ওই পঞ্চায়েত প্রধানকে।”

ফের জল ছাড়া হচ্ছে
মুকুটমণিপুর জলাধার থেকে মঙ্গলবার রাতে ফের জল ছাড়া শুরু হল। কংসাবতী সেচ দফতরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার-২ স্বপন রায় বুধবার জানান, কুমারী ও কংসাবতী নদীর ঊর্ধ্বগতিতে ভারী বৃষ্টি হয়েছে। সেই জল জমা হচ্ছে মুকুমণিপুর জলাধারে। বৃষ্টি না থামায় জলস্তর বাড়ছে। স্বপনবাবু বলেন, “এ দিন দুপুর পর্যন্ত জলাধারে জলস্তর ছিল ৪৩৩ ফুট। মঙ্গলবার রাত ১০টা থেকে ১৫ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে।” এই জল ছাড়ায় রানিবাঁধের আকমুটা মোড়ের কাছে কেচেন্দা ঘাটে নিচু সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করেছে। ফলে খাতড়া-রানিবাঁধ, খাতড়া-রাইপুর (ভায়া সাহেববাঁধ) রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

যুবক অভিযুক্ত
পরিচিত এক তরুণীর অশ্লীল ছবি তুলে তা সিডি আকারে বিক্রির ঘটনায় অভিযুক্ত এক যুবককে পুলিশ খুঁজছে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের বাড়ি বোরো থানার আগুইবিল গ্রামে। ওই তরুণীর বাবা মঙ্গলবার বান্দোয়ান থানায় লিখিত অভিযোগে জানান, যুবকটি তাঁর মেয়ের সঙ্গে পরিচিতির সুযোগ নিয়ে ওই কাণ্ড ঘটিয়েছে।

বিদ্যুৎ চুরি, জরিমানা
বিদ্যুৎ চুরির দায়ে জরিমানা হল এক রেলকর্মীর। বুধবার পুরুলিয়া জেলা আদালতের বিশেষ বিচারক রণজিৎ মণ্ডল ওই রেলকর্মী মহম্মদ ইস্তাককে জরিমানা দেওয়ার নির্দেশ দেন। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির আইনজীবী রবীন্দ্রনাথ চট্টরাজ জানিয়েছেন, গত বছর ১১ অগস্ট আদ্রা সাব-স্টেশনের স্টেশন ম্যানেজার অজিত কুণ্ডু আদ্রারই পলাশকোলা এলাকায় ওই রেলকর্মীর বাড়িতে বিদ্যুৎ চুরি ধরেছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.