|
|
|
|
উদ্বোধন পুলিশ ফাঁড়ির |
নিজস্ব সংবাদদাতা • সারেঙ্গা ও বাঁকুড়া |
বাঁকুড়ার মাওবাদী প্রভাবিত সারেঙ্গা থানা এলাকার তেলিজাত গ্রামে নতুন পুলিশ ফাঁড়ি হল। বুধবার তেলিজাত গ্রামে রাজ্য সশস্ত্র পুলিশের ক্যাম্পে থাকা ওই ফাঁড়ির উদ্বোধন করেন আইজি (পশ্চিমাঞ্চল) জুলফিকার হাসান।
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় সীমানা লাগোয়া তেলিজাত গ্রামে পুলিশ ফাঁড়ির দাবি দীর্ঘদিন ধরেই ছিল। ওই গ্রাম এবং লাগোয়া হাবরা, কয়মা-সহ বেশ কয়েকটি গ্রাম থেকে সারেঙ্গা থানার দূরত্ব ৮-১২ কিলোমিটার। এ দিন থেকে ফাঁড়ি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের একটি দাবি অবশেষে পূরণ হল। ফাঁড়ির উদ্বোধন করে আইজি বলেন, “এলাকার মানুষের সুবিধার্থে এই ফাঁড়িটি করা হয়েছে। সাধারণ মানুষ তাঁদের যে কোনও অভিযোগ এখন থেকে পুলিশ ফাঁড়িতেই জানাতে পারবেন।” একই সঙ্গে পুলিশের সহযোগিতা করার জন্য স্থানীয় মানুষের প্রতি আহ্বান জানান তিনি। মাওবাদী প্রসঙ্গে তাঁর বক্তব্য, “বিক্ষিপ্ত ভাবে কিছু এলাকায় ওরা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে। |
|
উদ্বোধনে আইজি (পশ্চিমাঞ্চল)। ছবি: উমাকান্ত ধর। |
তবে আমরা যে কোনও রকম পরিস্থিতির মোকাবিলায় সব সময় প্রস্তুত রয়েছি।” জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তেলিজাত ফাঁড়িতে দু’জন এএসআই এবং ৬ জন কনস্টেবলকে রাখা হয়েছে। ফাঁড়ির ইনচার্জ হয়েছেন এএসআই অনিমেষ বাউরি। এ দিনের অনুষ্ঠানে আইজি ছাড়াও উপস্থিত ছিলেন ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) বিনীত গোয়েল, জেলার পুলিশ সুপার প্রণব কুমার, এসডিপিও (খাতড়া) অলোক রাজোরিয়া, মহকুমাশাসক (খাতড়া) নিরঞ্জন কুমার, আইসি (সারেঙ্গা) বিপ্লব দে প্রমুখ। এ দিনই বিকেলে বাঁকুড়া পুলিশ লাইনে ওন্দা, বারিকুল ও খাতড়া থানাকে পুরস্কৃত করেন আইজি (পশ্চিমাঞ্চল)। পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এই তিনটি থানা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে বাঁকুড়া জেলার মধ্যে। |
|
|
|
|
|