উত্তরবঙ্গ |
পরিচালনার ক্ষেত্রে ব্যর্থতায় বন্ধ হয়ে গিয়েছে বহু লাভজনক রুট |
|
অরিন্দম সাহা, কোচবিহার: গৌরবের ঐতিহ্য আজ অতীত।
নব্বইয়ের দশকে গ্রামীণ যাত্রী পরিষেবায় সাফল্যের জন্য জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি)। ৪৪০টি রুটে চলত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস। এখন তা কমে দাঁড়িয়েছে ২২০টি। প্রায় অর্ধেকই বন্ধ হয়ে গিয়েছে। অসম-বিহার-ঝাড়খণ্ডের মতো জায়গায় এখন আর বাস চালানো হয় না। |
|
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: পুলিশ ও আবগারি দফতরের নিষ্ক্রিয়তায় রায়গঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের রেলবস্তি এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চোলাই মদের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ওই বস্তিরই বাসিন্দা নেশাগ্রস্ত এক যুবকের হাতে তারই বাবা খুন হন বলে অভিযোগ। এই ঘটনার পর ওই এলাকায় চোলাই মদের কারবারের বিরুদ্ধে সরব হয়েছেন বাসিন্দাদের একাংশ। |
পুলিশ-প্রশাসন নিষ্ক্রিয়,
অবাধে চলছে চোলাই |
|
বেঁচে থাকতে ছেলে
বিক্রির আর্জি চাঁচলে |
|
|
|
ট্রেনে কাটা পড়ে
দম্পতি-সহ মৃত চার |
|
মণ্ডপে খুন, দ্রুত
শাস্তি চায় তৃণমূল |
গরুবাথানে ঘুমন্ত
পুড়ে মৃত ৩ জন |
|
রাতের পথে বাড়ছে অপরাধ, ক্ষোভ কালিয়াগঞ্জ, ইটাহারে |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
পাহাড়ে মমতাকে স্বাগত
জানিয়ে আলোচনার
বার্তা দেবে মোর্চা |
নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং ও শিলিগুড়ি: সংঘাতের রাস্তা ছেড়ে ফের আলোচনায় ফিরছে গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চা সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন দার্জিলিং সফরকে কাজে লাগাতে দলের বিধায়কদের নির্দেশ দিয়েছেন সভাপতি বিমল গুরুঙ্গ। ঘরোয়া বৈঠকে তিনি জানান, তাতে মুখ্যমন্ত্রীকে সম্মান জানানোও হবে, মোর্চা যে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানে আগ্রহী সেই বার্তাও দেওয়া যাবে। |
|
যানজটের যন্ত্রণায় নাকাল ফালাকাটা |
নিজস্ব সংবাদদাতা, ফালাকাটা: নিত্যদিন যানজটে নাকাল ফালাকাটার বাসিন্দারা। সাধারণ পথ চলতি মানুষ থেকে স্কুল পড়ুয়া, সকলেই রীতিমত ঝুঁকি নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় চলাচল করতে হচ্ছে বলে অভিযোগ। বাসিন্দারা জানান, যানজটের জন্য প্রায় দিনই ছোটখাটো দুর্ঘটনা শহরে লেগেই থাকছে। ফুটপাত দখল হওয়া, স্থায়ী বাস স্ট্যান্ড না থাকা এবং রাস্তার উপর যেভাবে খুশি গাড়ি পার্ক করানোর জেরেই যানজট সমস্যা দিনের পর দিন তীব্র আকার ধারণ করেছে। |
|
|
|
সিমে সংক্রমণ,
কমতে পারে জোগান |
|
সহবাসের নালিশ,
তদন্ত নিয়ে উদ্বেগ |
পুলিশে দায়ের
হেনস্থার নালিশ |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|