উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ও ইটাহার ব্লকের রাজ্য সড়কে রাতের অন্ধকারে সমাজবিরোধী কার্যকলাপ বাড়ছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি, কালিয়াগঞ্জের মুকুন্দপুর এলাকার রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে এক কিশোরীকে অপহরণ করে পাচারের চেষ্টার ঘটনায় অভিযুক্ত দুই দুষ্কৃতীর বাইকের ধাক্কায় স্থানীয় এক পঞ্চায়েত সদস্য জখম হন। গত বুধবার ইটাহারের বিডিও অফিস সংলগ্ন রাজ্য সড়কে বাইক আরোহী এক কলেজ শিক্ষককে আটক করে মারধর করে দুষ্কৃতীরা টাকা ও সোনার আংটি ছিনতাই করে বলেও অভিযোগ। রাজ্য সড়কগুলিতে দুষ্কৃতীদের সক্রিয় হওয়ার অভিযোগ পৌঁছেছে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ইটাহারের বিধায়ক তথা রাজ্যের পরিষদীয় সচিব অমল আচার্যের কাছে। শুক্রবার হেমতাবাদ ও ইটাহারের তৃণমূল নেতা কর্মীদের একাংশ বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে অমলবাবুর কাছে জেলার বিভিন্ন রাজ্য সড়কে রাতের বেলায় পুলিশি নজরদারির দাবি জানান।
অমলবাবু বলেন, “জেলার রাজ্য সড়কগুলিতে দীর্ঘদিন ধরেই পুলিশের নজরদারির অভাব রয়েছে। আসলে জেলার নয়টি থানাতেই পুলিশ কর্মীর অভাব থাকায় ঠিকমত নজরদারি হচ্ছে না। জাতীয় সড়ক সংলগ্ন জেলার সাতটি থানার বেশিরভাগ পুলিশকর্মী রাতের বেলায় ৩৪ ও ৩১ নম্বর জাতীয় সড়কে নজরদারির কাজে ব্যস্ত থাকেন। তাই দুষ্কৃতীরা জাতীয় সড়ক ছেড়ে রাজ্য সড়কে বিভিন্ন সমাজবিরোধী কার্যকলাপ চালাচ্ছে।” জেলা ট্রাফিক পুলিশের ডিএসপি জ্যোতিষ রায় বলেন, “রাজ্য সড়কগুলিতে পুলিশের নজরদারির বাড়ানো হচ্ছে।”
গত ১১ অক্টোবর হেমতাবাদের দেহুঁচী এলাকার বাসিন্দা ১৭ বছর বয়সী এক কিশোরীকে দুই দুষ্কৃতী বাইকে চাপিয়ে অপহরণ করে পাচারের চেষ্টা করে বলে অভিযোগ। সেইসময় কালিয়াগঞ্জের মুকুন্দপুর এলাকার রাজ্যসড়কে ওই বাইকের ধাক্কায় স্থানীয় পঞ্চায়েত সদস্য বিজয়কুমার রায় জখম হন। দুর্ঘটনার পর বাইক ফেলে দুষ্কৃতীরা ওই কিশোরীকে নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে ওই কিশোরীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে হেমতাবাদের বাঙালবাড়ি মোড় এলাকা থেকে লাইলি বেগম নামে এক মহিলা এবং গুটিন এলাকা পেশায় রাজমিস্ত্রী ফারুক মহম্মদ নামে তার স্বামীকে ধরা হয়। ওই দম্পতির বাড়ি কালিয়াগঞ্জের মালগাঁওয়ে। পুলিশ কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকার বাসিন্দা রব্বানি নামে এক যুবকে খুঁজছে!
বুধবার রাতে ইটাহার সদর এলাকার বাসিন্দা তথা বুনিয়াদপুর কলেজের শিক্ষক শান্তিগোপাল দাস নামে এক ব্যক্তি আত্মীয়ের বাড়ি থেকে বাইকে বাড়িতে ফিরছিলেন। ইটাহার বিডিও অফিস সংলগ্ন রাজ্য সড়কে একদল দুষ্কৃতী তাঁকে আটকে লোহার রড দিয়ে মারধর করে ২১০০ টাকা ও একটি আংটি ছিনতাই করে পালায় বলে অভিযোগ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরদিন পুলিশ ইটাহারেরই বাসিন্দা চার যুবককে ধরে।
কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকার বাসিন্দা তথা তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ ও ইটাহার ব্লক তৃণমূল নেতা মোশারফ হোসেন বলেন, “বাসিন্দাদের নিরাপত্তায় রাতে জেলার বিভিন্ন রাজ্য সড়কে পুলিশি নজরদারি বাড়ানোর জন্য অমলবাবুকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।” |