পুরুলিয়া-বাঁকুড়া |
ডিম, চিঁড়ে বেচে লক্ষ্মীর আরাধনা সন্ধ্যা, বকুলদের |
সমীর দত্ত, মানবাজার: হাঁসের ডিম বিক্রি করে ১৫০ টাকা দিয়েছেন সন্ধ্যা মাহাতো। পঞ্চমী আবার বাড়ির ছাগলটিকেই বিক্রি করে জোগাড় করেছেন ১৩০ টাকা। আর বাড়ি বাড়ি চিঁড়ে বিক্রি করে ৭০ টাকা দিতে পেরেছেন শকুন্তলা।
এ ভাবেই টাকা জমিয়ে তাঁরা একজোট হয়েছেন লক্ষ্মীর আরাধনায়। বায়না করে প্রতিমা নিয়ে আসা থেকে মণ্ডপসজ্জা, যাবতীয় কাজ তাঁরা নিজেরাই সামলেছেন। |
|
|
ঘর ভাঙা, গোয়ালেই পুজো সারলেন দুর্গত |
|
রাজদীপ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: দুর্যোগে ভেঙেছে ঘরবাড়ি। কারও ঠাঁই গোয়ালঘরে, কারও সরকারি ত্রাণ শিবিরে। কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়িতে। কিন্তু লক্ষ্মীপুজো তো বন্ধ করা যায় না। এই দুর্বিপাকের মধ্যেই তাঁদের অনেকে লক্ষ্মীর আরাধনা করলেন। যদিও দুর্গতদের হাহাকারে চাপা রইল উলু-শঙ্খ ধ্বনি।
‘পিলিনে’র প্রভাবে টানা বৃষ্টিতে দুর্গাপুজার আনন্দ অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। |
|
বাড়ি আছে, জাঁক বারোয়ারিরও |
|
টুকরো খবর |
|
বীরভূম |
পাণ্ডাদের হাতে হেনস্থার নালিশ, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট: পুজো দিতে এসে তারাপীঠ মন্দিরের পাণ্ডাদের কাছে হেনস্থা হওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এ দিন তারাপীঠ ঢোকার মুখে রামপুরহাট-সাঁইথিয়া রাস্তার উপরে, আটলা-কবিচন্দ্রপুর মোড়ে ঘণ্টাখানেক ধরে ওই অবরোধ চলে। অবরোধের জেরে অবশ্য খানিকটা নাকালের মধ্যে পড়েন মা তারার দর্শনার্থীদের একাংশও। |
|
|
অস্থায়ী কর্মীদের
জন্য চালু ইপিএফ |
ভাস্করজ্যোতি মজুমদার, সাঁইথিয়া: অস্থায়ী, চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরী ভিত্তিক কর্মীদের জন্য এমপ্লয়িজ’ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) চালু করতে চলেছে সাঁইথিয়া পুরসভা। কংগ্রেস পরিচালিত ওই পুরসভার পুরপ্রধান বীরেন্দ্রকুমার পারেখের দাবি, এমন উদ্যোগ রাজ্যে এই প্রথম। তিনি বলেন, “ইতিমধ্যেই আমরা ৯৭ জন কর্মীকে ইপিএফের আওতায় আনতে পেরেছি। বাকিদেরও খুব শীঘ্রই তার আওতায় নিয়ে আসা হবে। ওই কর্মীদের স্থায়ীকরণের বিষয়টিও আমাদের মাথায় আছে।” |
|
লক্ষ্মী-বরণ |
|
|