পাম্পিং স্টেশন দেখলেন মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পুরুলিয়া শহরের পানীয় জল সরবরাহ নিয়ে অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো। শুক্রবার তিনি শহরের উপকণ্ঠে কংসবাতী নদীর তীরে তেলেডি পাম্পিং স্টেশনে যান। ছিলেন পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায়ও। মহাষ্টমীর রাত থেকে টানা বৃষ্টির জেরে কংসাবতীর জলোচ্ছ্বাসে বিকল হয়ে পড়া তেলেডি পাম্পিং স্টেশনে বালি ঢুকে পাম্পগুলি বিকল হয়ে পড়েছে। এর ফলে দশমীর দিন থেকে পানীয় জল পাননি শহরবাসী। যদিও শুক্রবার সাহেববাঁধ থেকে জল পরিশোধন করে সরবরাহ চালু করা হয়েছে বলে পুরসভা সূত্রের খবর। পুরসভার জল সরবরাহ বিভাগের এক বাস্তুকার পঞ্চানন বন্দ্যোপাধ্যায় বলেন, “সাহেববাঁধ সরোবরের মাঝ থেকে জল তুলে পরিশোধন করে এ দিন জল সরবরাহ করা হয়েছে।” শান্তিরামবাবু বলেন, “আমি বলেছি, যুদ্ধকালীন তৎপরতায় পাল্পিং স্টেশনে মেরামতির কাজ করতে হবে। এ জন্য যা সহায়তা লাগে, প্রশাসন করবে।” পুরপ্রধানের কথায়, “আশা করছি শনিবার থেকে পাম্পিং স্টেশন আংশিক ভাবে হলেও চালু করা যাবে। তবে পুরো মেরামত করতে আর একটু সময় লাগবে।”
|
আদ্রার টিকিট কাউন্টারে লুঠ
নিজস্ব সংবাদদাতা • আদ্রা |
টিকিট কাউন্টার থেকে টাকা লুঠ হয়ে গেল আদ্রা রেলশহরে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে আদ্রা স্টেশনে। আদ্রার ডিআরএম অরবিন্দ মিত্তল জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ এবং জিআরপি। সহায়তা নেওয়া হচ্ছে রাজ্য পুলিশেরও। রেল ও স্থানীয় সূত্রের খবর, এ দিন দুপুর ১টা নাগাদ আদ্রা স্টেশনের উত্তর প্রান্তের বুকিং কাউন্টারে ট্রেনের আসন সংরক্ষণের কাউন্টারে হঠাৎই এক যুবক ঢুকে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে ক্যাশবাক্স থেকে কয়েক হাজার টাকা ছিনতাই করে পালায়। কর্মরত রেলকর্মীরা তাকে ধরার চেষ্টা করলেও সফল হননি। অথচ, আসন সংরক্ষণের কাউন্টারে বাইরে থেকে সহজে ঢোকা সম্ভব নয়। খবর পেয়ে সেখানে যান ডিআরএম-সহ রেলের পদস্থ কর্তা এবং আরপিএফের আধিকারিকেরা। পরে ঘটনাস্থলে যান রঘুনাথপুরের এসডিপিও। ঘটনার সময়ে উপস্থিত কর্মীদের জিজ্ঞাসাবাদ করে সূত্র পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
|
চুরিতে বাধা দিয়ে প্রহৃত
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
মাছ চুরিতে বাধা দেওয়ায় এক যুবককে মারধরের অভিযোগ উঠল বাঁকুড়া সদর থানার নামো আঁচুড়িতে। বৃহস্পতিবার রাতের ঘটনা। মারধরের অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত উত্তম বাউরি, নন্টু বাউরি ও গণেশ বাউরি নামো আঁচুড়ির বাসিন্দা। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। পুলিশ সূত্রের খবর, কিছু যুবক রাতের অন্ধকারে নামো আঁচুড়ির একটি পুকুরে মাছ চুরি করছিল। সেই সময় স্থানীয় বাসিন্দা নন্দলাল কাপড়ি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁকে লাঠি নিয়ে মারধর করে। প্রাথমিক ভাবে তাঁর চিকিৎসা করানো হয়।
|
ডাকাতির আগে ধৃত ছয়
নিজস্ব সংবাদদাতা • নিতুড়িয়া |
ডাকাতির উদ্দ্যশ্যে জড়ো হওয়া ছয় দুষ্কৃতী পুলিশের হাতে ধরা পড়ল। বৃহস্পতিবার রাতে নিতুড়িয়া থানার পারবেলিয়া এলাকা থেকে ওই দুষ্কৃতীদের ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে চার জন বর্ধমানের কুলটি থানা এলাকার সাঁকতোড়িয়ার বাসিন্দা। অন্য দু’জনের বাড়ি নিতুড়িয়ার পারবেলিয়ায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র ও একটি পিক-আপ ভ্যান। শুক্রবার ধৃতদের রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় জানান, ধৃতেরা সকলেই আন্তঃরাজ্য দুষ্কৃতী। নিতুড়িয়া এলাকায় তারা বড় ধরনের অপরাধের উদ্দেশ্যে এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে নিতুড়িয়া থানার পুলিশ তাদের পাকড়াও করে।
|
জিতল কাশীপুর থানা একাদশ
নিজস্ব সংবাদদাতা • কাশীপুর |
সিভিক পুলিশের কর্মীদের নিয়ে এক দিনের ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল পুরুলিয়ার কাশীপুর থানা সংলগ্ন ময়দানে। প্রতিযোগিতায় এই থানা এলাকার ১৩টি গ্রাম পঞ্চায়েতের মোট ১৪টি দল অংশ নেয়। সিমলা-ধানাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কাশীপুর থানা একাদশ। রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় এবং কাশীপুরের ওসি অরিন্দম মুখোপাধ্যায় বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। বহু ক্রীড়াপ্রেমী ফুটবল ম্যাচ দেখতে এসেছিলেন।
|
পুড়ে ছাই মাটির বাড়ি
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
আগুন লেগে পুড়ে গেল একটি খড়ের ছাউনি মাটির বাড়ি। শুক্রবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটে দুবরাজপুরের বাড়িজুড়ি পঞ্চায়েত এলাকার মেজে গ্রামের মালপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পাড়ার সাটু মাল নামে এক মহিলার বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে পড়শিরাই আগুন নিভিয়ে ফেলেন। তবে আগুন নেভানোর আগেই ঘর ও ঘরের মধ্যে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। পঞ্চায়েত প্রধান শিবঠাকুর মণ্ডল বলেন, “কিছু সাহায্য করা হয়েছে এবং ব্লক অফিসে সাহায্যের জন্য আবেদন জানাতে বলা হয়েছে ওই পরিবারটিকে।” কী ভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। |