বাড়ির ভিতরেই আগুনে পুড়ে দুই শিশুকন্যা-সহ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিম্পঙের গরুবাথান থানার অম্বিয়ক চা বাগানে। পুলিশ জানিয়েছে, রাত ১০টা নাগাদ বাগানের রাইগাঁও এলাকায় শরণ রাই এর কাঠ ও বাঁশ দিয়ে তৈরি বাড়িতে আগুন লাগে। সেই সময় শরণ রাই ও দুই মেয়ে শ্রদ্ধা রাই ও কৃষ্টি রাই বাড়িতে ঘুমিয়ে ছিলেন। শরণবাবুর স্ত্রী অমিতা দেবী সিকিমে তাঁর বাপের বাড়িতে ছিলেন। আগুনে ঘটনাস্থলেই শরণ রাই (৩৪), শ্রদ্ধা রাই(৫) ও কৃষ্টি রাই (৩) মারা যান। কাঠ ও বাঁশের ঘরের ভিতরেই ছোট রান্নাঘর ছিল। সেই কাঠের উনুন থেকে না শট সার্কিট থেকে আগুন লাগে তা খতিয়ে দেখছে দমকল। ঘটনার খবর পেয়ে মালবাজার কেন্দ্র থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তার আগেই বাড়িটি পুড়ে যায়। মৃত শরণ রাইয়ের প্রতিবেশী ভরত রাই বলেন, “রাতে আগুন দেখেই ছুটে যাই। ডাকাডাকি করলেও কোনও সাড়াশব্দ পাইনি। পরে পোড়া দেহগুলি উদ্ধার হয়।” মৃত শরণবাবুর ভাই সমীর রাই জানান, ফুলপাতি উৎসবের জন্য দাদা স্ত্রী ও মেয়েদের নিয়ে সিকিমে শ্বশুরবাড়ি গিয়েছিল। বুধবার বৌদি সেখানে থেকে গেলেও দাদা মেয়েদের নিয়ে ফিরে আসেন। বৌদি পুরোপুরি ভেঙে পড়েছেন। অম্বিয়ক বাগানের ম্যানেজার স্বপন চক্রবর্তী জানান, শরণবাবু ও অমিতা দেবী বাগানের অস্থায়ী ঠিকা শ্রমিক। দেহগুলি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গরুবাথানের বিডিও সুব্রত মোহন্ত জানান, মৃতের স্ত্রীকে ত্রিপল, আনাজপাতি ও শাড়ি দেওয়া হয়েছে। আর্থিক বিষয়টি দেখা হচ্ছে। |