টুকরো খবর
কিশোরীর ঠাঁই হোমে
পরিবারের লোকজন বিয়ে দিতে রাজি না হওয়ায় পালিয়ে প্রেমিক গৃহশিক্ষকের বাড়িতে চলে গিয়েছিল নবম শ্রেণির ছাত্রী নাবালিকা এক কিশোরী। বিয়ে করার দাবিতে সে প্রেমিকের বাড়ির দাওয়ায় বসে কান্নাকাটিও জুড়ে দিয়েছিল। প্রেমিক ও তাঁর পরিবারের লোক কিশোরীকে দীর্ঘক্ষণ বুঝিয়ে বাড়িতে ফেরাতে ব্যর্থ হন। শেষে পুলিশ ও শিশুকল্যাণ সমিতির সদস্যরা ওই গৃহশিক্ষকের বাড়িতে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যান রায়গঞ্জের সূর্যোদয় হোমে। শুক্রবার উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানার ছোট কালাডাঙ্গি গ্রামের ঘটনা। ওই যুবক পেশায় গৃহশিক্ষক। তাঁর বাড়ির লোকজন খবর দেওয়ার পরে ওই নাবালিকাকে উদ্ধার করেন পুলিশ ও শিশুকল্যাণ সমিতির সদস্যরা। জেলা শিশুকল্যাণ সমিতির চেয়ারম্যান সুনীলকুমার ভৌমিক বলেন, “ওকে আপাতত হোমে রেখেই পড়াশুনার ব্যবস্থা করা হচ্ছে।” তার বাবা দিল্লিতে দিনমজুর। তিন ভাইবোনের মধ্যে সে বড়। দু ভাই নবম ও ষষ্ঠ শ্রেণির ছাত্র। গত তিন বছর ধরে ওই শিক্ষকের কাছে টিউশন পড়ছে ছাত্রীটি। সেই সূত্রেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছাত্রীর মা বলেন, “মেয়ের কাছে জানতে পারি গৃহশিক্ষকের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। ওই সম্পর্ক মেনে নিতে পারিনি। তাই মেয়ে এদিন নজরুলের বাড়ি চলে গিয়েছিল। পুলিশ ও সমিতির সদস্যরা সময়মতো না পৌঁছলে হয়তো মেয়ে কোনও অঘটন ঘটিয়ে ফেলত। তিনি জানান, বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যাওয়ায় ১৮ বছর বয়স হওয়ার পরে দুজনে পরস্পরকে বিয়ে করতে চাইলে তাঁরা আপত্তি করবেন না। ছাত্রী জানায়, ১৮ বছরের আগে বিয়ে যে বেআইনি তা তার জানা ছিল না।

বাগানে বোমা উদ্ধার
আমবাগান থেকে উদ্ধার হল ১৩০টি তাজা বোমা। মালদহের কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকায় শুক্রবার সকালে বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশ তা উদ্ধার করে নিষ্ক্রিয় করে।

মিলনমেলা
দশমী উপলক্ষে মিলনমেলা অনুষ্ঠিত হল ইসলামপুরে। বৃহস্পতিবার রাতে ইসলামপুর কোর্ট ময়দানে ওই মেলা অনুষ্ঠিত হয়। ইসলামপুরের সেরা পুজোগুলিকে পুরস্কারও দেওয়া হয়। এর পাশাপাশি প্রতিমা বিসর্জনও হয়। এলাকার সেরা পুজোর জন্য কমল মেমোরিয়াল ক্লাবকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, গত সোমবার ইসলামপুরের দিনভর বৃষ্টির জেরে বন্ধ হয়ে যায় এলাকার প্রতিমা বিসর্জন ও মিলন মেলা।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.