নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
নিত্যদিন যানজটে নাকাল ফালাকাটার বাসিন্দারা। সাধারণ পথ চলতি মানুষ থেকে স্কুল পড়ুয়া, সকলেই রীতিমত ঝুঁকি নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় চলাচল করতে হচ্ছে বলে অভিযোগ। বাসিন্দারা জানান, যানজটের জন্য প্রায় দিনই ছোটখাটো দুর্ঘটনা শহরে লেগেই থাকছে। ফুটপাত দখল হওয়া, স্থায়ী বাস স্ট্যান্ড না থাকা এবং রাস্তার উপর যেভাবে খুশি গাড়ি পার্ক করানোর জেরেই যানজট সমস্যা দিনের পর দিন তীব্র আকার ধারণ করেছে। পুলিশ -প্রশাসনের বিভিন্ন মহলে বিষয়টি জানানো হলেও কাজ কাজ হচ্ছে না বলে অভিযোগ।
ফালাকাটার তৃণমূল বিধায়ক অনিল অধিকারী সমস্যার কথা স্বীকার করে খুব দ্রুত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের সঙ্গে বিষয়গুলি নিয়ে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। বিধায়কের কথায়, “যানজট -সমস্যা শহরের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যত দ্রুত সম্ভব এর সমাধানের রাস্তা খুঁজতে হবে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করব।” বিডিও কৃষ্ণকান্ত ঘোষ বলেন, “বিষয়টি নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে আলোচনা করব। বিকল্প পার্কিংয়ের ব্যবস্থা কী ভাবে করা যায় দেখা হচ্ছে।” |
ব্যবসায়ীরা জানান, লোকসংখ্যা এবং যানবাহন প্রতিদিন বাড়তে থাকায় শহরের এই সমস্যা দেখা দিয়েছে। পাঁচ বছর আগেও অবস্থা এমন ছিল না। বাজার এলাকায় ফুটপাত থাকলেও তার বেশিরভাগ দখল হয়ে গিয়েছে। বাসের সংখ্যাও বেড়েছে। শিলিগুড়ি থেকে অসম যাতায়াতের কয়েকশো যাত্রীবাহী গাড়ি নতুন চৌপথীতে ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করায়। এতে দিনভর নতুন চৌপথী এলাকায় যানজট লেগেই থাকে।
বাসিন্দারা জানান, কয়েক বছর আগে ছোট গাড়ি দাঁড় করানোর জন্য স্থানীয় প্রশাসন ফালাকাটা হাইস্কুলের পাশে জাতীয় সড়কের ধারে একটি অস্থায়ী স্ট্যান্ডের জায়গা নির্দিষ্ট করা হয়। এতে যানজট কমার চাইতে ক্রমশ বেড়েছে। ছাত্রছাত্রীদের স্কুলে যেভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাতে অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। শহরে বাস স্ট্যান্ডের দাবিও দীর্ঘদিনের। বহু আন্দোলনও হয়েছে। তবে জায়গার অভাবে তা তৈরি করা যায়নি বলে প্রশাসনিক কর্তারা জানিয়েছেন। শহরের নেতাজি রোডের অবস্থাও এক। বাজারে কেনাকাটা করতে এসে রাস্তার উপর যে ভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয় তাতে ওই এলাকা দিয়ে যাতায়াত করাই সমস্যা হয়ে দাঁড়ায়।
শহরের হাসপাতালের পাশে দুর্বল সাপটানা সেতুটি ভেঙে চওড়া করে ‘ওয়ানওয়ে’ করা হলেও যানজট অনেকটাই কম হবে বলে বাসিন্দারা মনে করছেন। স্থানীয় সিপিএম নেতা নিতাই পাল বলেন,“কয়েক বছর আগে যানজটের সমস্যা কমাতে হাটের পাশে বিকল্প একটি রাস্তা আমরা তৈরি করেছি। তাতে কিছুটা সমস্যা মিটলেও বর্তমান অবস্থা দূর করতে প্রশাসনকে উদ্যোগী হতে হবে।” ফালাকাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক দিলীপ দত্ত বলেন, “শহরে দোকানের সামনে গাড়ির ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। এতে ব্যবসার ক্ষতি হয়। অনেক সময় গোলমাল হয়। সমস্যা মেটানোর জন্য প্রশাসনকে বলা হয়েছে।”
|