নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বৃদ্ধাবাসে শারীরিক ও মানসিক ভাবে এক দম্পতিকে হেনস্থার অভিযোগ অবশেষে পুলিশের কাছে লিখিত ভাবে জানানো হল। শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে ওই বৃদ্ধাশ্রমের কর্ণধার সহ আরও পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেন সমরেশ নাগ। বৃদ্ধাবাসে তাঁদের ঘরে ঢুকে মোবাইল ছিনিয়ে নেওয়া, লাঠিসোটা নিয়ে মারধরের অভিযোগ জানান তাঁরা।
এদিন ওই ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুদার্জিলিং জেলা লিগ্যাল এড ফোরামের পক্ষ থেকে অমিত সরকার বিষয়টি গৌতমবাবুকে জানান। বৃদ্ধাবাসে থাকা সমরেশবাবু ও তাঁর স্ত্রী মমতা দেবীকে নাজেহাল করার কথা শুনে ওই দম্পতিকে দেখতে যাবেন বলে জানান গৌতমবাবু। এ ছাড়া সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ওই বৃদ্ধাশ্রমেও যাবেন বলেও জানান তিনি।
মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় একটি বৃদ্ধাবাসে বেশ কয়েক বছর ধরেই থাকতেন ওই দম্পতি। বৃদ্ধাবাসের আপত্তিকর কাজকর্ম দেখে তা ফোনে পরিচালন কমিটির এক সদস্যকে তা জানাতেন তাঁরা। সম্প্রতি মহকুমাশাসকের কাছে অভিযোগ করেন তাঁরা। কিন্তু, প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দম্পতির অভিযোগ। তাঁই তাঁরা শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন বলে সমরেশবাবু জানান। |