উত্তরবঙ্গ |
সালিশির রায় মেনে ‘ধর্ষক’কে বিয়ের পরে খুন তরুণী |
|
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: সালিশি সভার ‘রায়’ মেনে তাঁকে ‘ধর্ষণে অভিযুক্ত’ যুবককেই বিয়ে করেছিলেন এক তরুণী। বিয়ের তিন দিনের মাথায় স্বামীকে নিয়ে বাবার বাড়িতে গিয়েছিলেন তিনি। সেই বাড়ির পিছনের পাট খেত থেকে বৃহস্পতিবার সকালে তাঁর দেহ পাওয়া গিয়েছে। তাঁর পা বেঁধে শ্বাসরোধ করে ছুরি মেরে খুন করা হয়েছে।
উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার মাদ্রাসা মোড় এলাকায় বাড়ি অষ্টাদশী ওই তরুণীর। তাঁর স্বামী আখতার রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। আখতারের অবশ্য দাবি, “আমি ওকে ভালবাসতাম। কখনও ধর্ষণ করিনি। খুনও করিনি।” |
|
নমিতেশ ঘোষ, কোচবিহার: কেন্দ্র ঘুঘুমারি বারুইপাড়া। প্রার্থী ৩ জন। তৃণমূলের প্রতীকে দাঁড়িয়েছেন কল্পনা দে। তৃণমূলের প্রতীক না পেয়ে নির্দল হয়ে লাঙল চিহ্নে দাঁড়িয়েছেন আশা সরকার (দাস)। সিপিএমের প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন মায়া দে। শুধু বারুইপাড়া নয়, কোচবিহার সদর, মাথাভাঙা, মেখলিগঞ্জ, দিনহাটা তুফানগঞ্জে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অন্তত ১০০ টি আসনে তৃণমূলের সঙ্গে লড়াই হচ্ছে তৃণমূলের। কেউ দলের টিকিট পেয়ে জোড়া ফুল চিহ্ন নিয়ে লড়াই করছেন। কেউ দলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়ে লাঙল বা অন্য কোনও চিহ্ন নিয়ে লড়াই করছেন। |
লিফলেট বিলি করে সরে
দাঁড়ানোর
আর্জি জানালেন জেলা সভাপতি
|
|
হাইকোর্টে আবেদন অভিযুক্ত নেতাদের |
দ্বন্দ্বে লাভ কংগ্রেসের |
|
বৃষ্টিতে নিকাশি নালা
নিয়ে ক্ষোভ ইটাহারে |
ভোট-কাজে গরহাজির,
শো-কজ ৩২৮ কর্মীকে |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
দু’টি ওয়ার্ডে কাউন্সিলর
নেই, কাজ নিয়ে উদ্বেগ |
জয়িতা সরকার, শিলিগুড়ি: ফের অভিভাবকহীন হয়ে পড়ল শিলিগুড়ির আরেকটি ওয়ার্ড। ২০০৯ এর পুরসভা নির্বাচনের এক বছরের মাথায় দলের প্রতি ক্ষুব্ধ হয়ে পদ ছেড়ে দেন ৩১ নম্বর ওয়ার্ডের চৈতালি সেন শর্মা। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় পদ হারালেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নান্টু পাল। এই পরিস্থিতিতে শহরের দু’টি ওয়ার্ড কাউন্সিলরহীন হয়ে পড়েছে। কী ভাবে কাজকর্ম চলবে তা নিয়ে চিন্তায় সদ্য অভিভাবকহীন হয়ে পড়া ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। |
|
এক মাস পর চালু কাঁঠালগুড়ি |
নিজস্ব সংবাদদাতা, বানারহাট: এক মাস বন্ধ থাকার পরে বৃহস্পতিবার ডুয়ার্সের কাঠালগুড়ি চা বাগান খুলল। চা বাগানের ১১২২ জন শ্রমিক ৬৭ টাকার পরিবর্তে এখন থেকে ৮৫ টাকা করে মজুরি পাবেন বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, বাগানের বিদ্যুৎ ও জলের সমস্যা মেটাতে প্রশাসনের সঙ্গে মালিকপক্ষও উদ্যোগ নেবে বলে বৈঠকে স্থির হয়েছে। উত্তরবঙ্গের যুগ্ম শ্রম আধিকারিক মহম্মদ রিজওয়ান বলেন, “মালিক ও শ্রমিক চুক্তি মতো শ্রমিকরা প্রথম ধাপে ৮৫ টাকা করে পাবেন। পরে তাদের চুক্তি অনুযায়ী মজুরি বৃদ্ধি হবে বলে ঠিক হয়েছে। বাগানের জল ও বিদ্যুতের বিষয়টি জেলা প্রশাসনের তরভে দেখা হবে।” |
|
|
এসজেডিএ দুর্নীতিতে গ্রেফতার আরও দুই |
|
অভিযুক্তরা তিন দিন
সিবিআই হেফাজতে |
পঞ্চায়েত নির্বাচন নিয়ন্ত্রণে
তথ্যচিত্র প্রশাসনের |
|
হদিস নেই ব্যবসায়ীর, পুলিশি ভূমিকায় ক্ষোভ |
|
কংগ্রেস নেতাদের
বিরুদ্ধে মামলা |
বাজেট নিয়ে
বিতর্ক চলছেই |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|