বকেয়া কর দিতে সময় চাইছে মোর্চা |
পাহাড়ের তিন মহকুমার মোট বকেয়া বিক্রয় করের অর্ধেক জমা দেওয়ার সিদ্ধান্ত নিল গোর্খা জনমুক্তি মোর্চা। বৃহস্পতিবার মোর্চা ও দার্জিলিং চেম্বার অব কমার্সের মধ্যে একটি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে তা জমা দেওয়ার জন্য আরও এক বছর সময় দাবি করে রাজ্যের মুখ্য সচিবের কাছে এদিন একটি ফ্যাক্স পাঠিয়েছে মোর্চা। বকেয়া বিক্রয় কর জমার শেষ তারিখ ধার্য করা হয়েছিল চলতি মাসের ৩০ জুন। ওই বিক্রয় কর পুরোপুরি মুকুব করার জন্য সম্প্রতি রাজ্য সরকারের কাছে আবেদন করেন মোর্চা নেতৃত্ব। গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন,“আমরা দার্জিলিং চেম্বার অব কমার্সের সঙ্গে বৈঠক বসে বিক্রয় কর দেওয়ার সিদ্দান্ত নিয়েছি। কিন্তু তা অর্ধেক দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। আমরা বাড়তি ১ বছর সময় চেয়ে রাজ্যের মুখ্যসচিবের দফতরে একটি ফ্যাক্স পাঠিয়েছি।” রোশন গিরির বক্তব্য সমর্থন করেন দার্জিলিং চেম্বার অব কমার্সের সদস্য বি গর্গও। গত ২০০৮ এর এপ্রিল থেকে ২০১১ জুলাই পর্যন্ত পাহাড়ে আন্দোলনের সময় ৩৯ মাসের বিক্রয় কর বকেয়া। পরিমাণ ২০ কোটি টাকা। মোর্চা সেই সময় অসহযোগ আন্দোলনের জেরে বিক্রর কর, টেলিফোন বিল, বিদ্যুতের বিল জমা করতে পাহাড়বাসীকে মানা করেছিল বলে অভিযোগ।
|
মেয়াদ শেষেও সঞ্চয়ের টাকা ফেরত না পেয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ির ডিবিসি রোডের এক অর্থলগ্নি সংস্থার দফতরে ভাঙচুর চালায় আমানতকারী। এদিন দুপুরে এই ঘটনায় জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। গোলমালের পর দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে পাওয়া না গেলেও দু’জন কর্মী জানিয়েছেন, যে আমানতকারীদের সঞ্চয়ের মেয়াদ আগে শেষ হয়েছে, তাদের আগে টাকা ফেরত দেওয়া হচ্ছে। একসঙ্গে সকলকে টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। কর্মীদের দাবি, আমাতকারীদের পরে আসতে বলাতেই তাঁরা হঠাৎ ক্ষেপে গিয়ে ভাঙচুর শুরু করে দেন। শহরে ৫ নম্বর গুমটি এলাকার বাসিন্দা মিঠু সরকার, দেবনগরের বাসিন্দা কৃষ্ণা গুন সহ অন্য আমানতকারীরা বলেন, “তিন থেকে পাঁচ মাস আগে সঞ্চয়ের মেয়াদ শেষ হয়েছে। এখনও টাকা ফেরত পাচ্ছি না। প্রতিদিন অফিস থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।”
|
ভিন রাজ্যে যাওয়ার পথে পাঁচ শিশু কিশোরকে উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংস্থা। বৃহস্পতিবার মালবাজারের ওদলাবাড়ি থেকে ৫ জনকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওদলাবাড়ি বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়িগামী বাস থেকে তাদের উদ্ধার করা হয়শিশু কিশোরদের সকলকেই সিকিমের গ্যাংটকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। সকলেই ডুয়ার্সের তোতাপাড়া চা বাগানের স্কুল লাইনের বাসিন্দা।
|
বৃহস্পতিবার জলপাইগুড়ি পান্ডাপাড়া এলাকায় ছোট গাড়ি এবং অটোর ধাক্কায় দুই স্কুল ছাত্রী সহ তিন জন আহত হন। তারা ছোট গাড়ির যাত্রী ছিলেন। জখমদের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
থানার সামনে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হল একটি হোটেল, দু’টি বাড়ি ও পাঁচটি দোকান। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ কালিম্পংয়ের ঘটনা। খবর পেয়ে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লাগল তা স্পষ্ট নয়। দমকল জানায়, আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। |