উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
বহিরাগতদের নিয়ে মিছিল করল তৃণমূলই |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কামদুনিতে বহিরাগতরা ঢুকে গোলমাল পাকিয়েছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বহিরাগতদের ঠেকাতে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে মহিলাদের এনে কামদুনিতে মিছিল করল তৃণমূল।
তবে আমন্ত্রণ জানানো সত্ত্বেও সেই মিছিলে যোগ দেননি এলাকার মানুষ। |
|
প্রতিশ্রুতিই সার, পথের বাঁকে বাঁকে এখনও ত্রাস |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাস্তায় আলো জ্বলবে। নিরাপত্তা জোগাতে বসানো হবে পুলিশ চৌকি। কিন্তু এখনও সন্ধ্যা গড়ালে নিঝুম আঁধারে ডুবে যায় পথ। স্কুল-কলেজ ফেরতা ছাত্রীদের নিয়ে ভয়ে গা সিঁটিয়ে বাড়ি ফেরেন অভিভাবকেরা।
চোদ্দো দিন আগে এক কলেজ-ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে কামদুনিবাসীকে দেওয়া প্রশাসনের শীর্ষ কর্তাদের প্রতিশ্রুতি মুখের কথাই রয়ে গিয়েছে। |
|
|
মমতার রক্ষীরা সে দিন কোথায় ছিলেন |
|
ধর্ষণে বাধা পেয়ে
পরপর ভোজালির কোপ |
খুনে অভিযুক্ত শিক্ষাকর্মীকে
স্কুলে ঢুকে বেধড়ক মারধর |
|
গামছার ফাঁসে কিশোরী খুন, প্রতিবেশী যুবক ধৃত |
|
টুকরো খবর |
|
|
সাবধানী পা। বৃহস্পতিবার আরামবাগে মোহন দাসের তোলা ছবি। |
|
হাওড়া-হুগলি |
কংগ্রেস প্রার্থীর স্ত্রীর
শ্লীলতাহানির অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা, পুড়শুড়া: বৃহস্পতিবার সকালে পুড়শুড়ার হাটি গ্রামে কংগ্রেসের এক পঞ্চায়েত প্রার্থীর বাড়িতে ঢুকে স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। তাঁর কিশোরী মেয়েকে মোটর বাইকে তুলে পালানোর চেষ্টা হয় বলেও অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। যা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতারা।
স্থানীয় শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ওই প্রার্থী উজ্জ্বল কোটালের অভিযোগ, তিনি ভোটে দাঁড়ানোয় গ্রামের তৃণমূল নেতা প্রকাশ কোটাল ও তাঁর দলবল কয়েক দিন ধরেই হুমকি দিচ্ছিল। প্রার্থিপদ তুলে নেওয়ার জন্য আগে চাপও দেওয়া হয়। |
|
নিজস্ব সংবাদদাতা, জগৎবল্লভপুর: ভাঙা সেতু নিয়ে জেরবার হাওড়ার জগৎবল্লভপুরের মাজু গ্রাম। বছর চারেক আগে সিমেন্টের সেতুর মাঝখানে চাঙড় ধসে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। যে কোনও সময় বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় কানা দামোদর নদীর উপর উপর সন্তোষবাটী-উত্তর মাজু গ্রামের সংযোগকারী সেতুটি তৈরি হয়েছিল ষাটের দশকের শেষ দিকে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেতুটি লম্বায় প্রায় ৭০ ফুট ও চওড়ায় ৯ ফুট। ওই সেতুর উপরেই নির্ভরশীল মৌলগাছি, সন্তোষবাটি, যাদববাটি, ফিঙেগাছি, মধ্য মাজু-সহ আটটি গ্রামের মানুষ। |
সারাই হয়নি সেতু,
ক্ষোভ মাজুতে |
|
গল্প জমিয়ে কেপমারি, এখনও অধরা দুষ্কৃতীরা |
|
টুকরো খবর |
সংস্কৃতি যেখানে যেমন |
|
|
কামদুনির ঘটনার প্রতিবাদে মিছিল কোন্নগরের পড়ুয়াদের। ছবি: প্রকাশ পাল। |
|
ভ্রম সংশোধন
বৃহস্পতিবার সাঁকরাইলের ডেল্টা জুট সংক্রান্ত খবরে মিলটি বন্ধের
কথা লেখা হলেও বুধবার যে আংশিক ভাবে খোলে, তা লেখা হয়নি।
এই ভুলের জন্য আমরা দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। |
|
|
|