টুকরো খবর
অপহরণের দায়ে কারাদণ্ড
কিশোরকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের দায়ে ঘোটন মণ্ডল ওরফে বাচ্ছাকে ১০ বছরের কারাদণ্ড দিলেন বিচারক। অন্য তিন অভিযুক্তকে অবশ্য বেকসুর খালাস দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার আরামবাগ আদালতের বিচারক শ্যামাপ্রসাদ রজক এই রায় দেন। অপহরণের জন্য ৫ বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা এবং সেই সঙ্গে মুক্তিপণ আদায়ের জন্য ১০ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের জেলের সাজা শুনিয়েছেন বিচারক। দু’টি সাজাই একই সঙ্গে লাগু হওয়ায় অপরাধীরা ১০ বছর কারাদণ্ড ভোগ করবে। পুলিশ জানায়, ২০১২ সালের ৩ সেপ্টেম্বর গোঘাটের কামারপুকুর চটি থেকে নিখোঁজ হয় অষ্টম শ্রেণির ছাত্র সম্রাট হোসেন। তার বাবা দিলবরের কাছ থেকে পর দিন টেলিফোনে ১ লক্ষ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পুলিশের দ্বারস্থ হয় পরিবারটি। আরামবাগের এসডিপিও শিবপ্রসাদ পাত্র জানান, মোবাইল টাওয়ারের অবস্থান দেখে অপারেশনে নামে পুলিশ। পুলিশের পরামর্শ মতোই মুক্তিপণ দিতে তাঁরা রাজি বলে দুষ্কৃতীদের জানান দিলবর। এক কনস্টেবলকে সম্রাটের বাবা সাজিয়ে অপরাধীদের পিছু নেয় পুলিশ। দু’দিন ঘুরে দক্ষিণ ২৪ পরগনার মাঝেরহাট স্টেশন থেকে দলের পাণ্ডা ঘোটন-সহ চার জনকে গ্রেফতার করা হয়।

পুরনো খবর:


ধর্ষণের চেষ্টা, ধৃত
বছর ছয়েকের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবেশী এক যুবককে বৃহষ্পতিবার সকালে গ্রেফতার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে গোঘাটের বিরামপুরে। পরিবারের তরফে অভিযোগ দায়ের হয় বুধবার। ধৃত শিশির মুদিকে ৩ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। অভিযোগ, শিশুটিকে প্রলোভন দেখিয়ে শিশির তাকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশু সে সময়ে বাড়িতে কিছু না বললেও পরে শরীর খারাপ হওয়ায় বাড়ির লোক জানতে পারেন। তবে ধৃতের দাবি, তাঁকে মিথ্যা অভিযোগে জড়ানো হয়েছে।

ফের খুলল ডেল্টা জুটমিল
ফের পুরোদমে চালু হয়ে গেল হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুটমিল। শ্রমিকদের উপস্থিতির হার কম এবং প্রত্যাশা মতো উৎপাদন না হওয়াকে কারণ হিসেবে দেখিয়ে মঙ্গলবার সকালে মিলের গেটে ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেন মিল কর্তৃপক্ষ। হস্তক্ষেপ করে রাজ্যের শ্রম দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কারখানাটি খোলার বিষয়ে উদ্যোগী হন রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। বুধবার কারখানার মালিকদের সঙ্গে শ্রম দফতরের সচিবদের দ্বিপাক্ষিক আলোচনার পরই সমস্যা মিটে যায়। মিল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সমস্ত শ্রমিক সংগঠনের সঙ্গে কথা বলে এবং শ্রমিকদের স্বার্থের কথা ভেবে কারখানা ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এর পরই বুধবার আংশিক এবং বৃহস্পতিবার পুরোদমে মিল চালু হয়ে যায়।

পুরনো খবর:

ছাত্রীর দেহ উদ্ধার
বৃহষ্পতিবার সকালে খানাকুলের কায়বা গ্রামে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দেওয়া এক স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতার নাম চৈতালি দলুই (১৭)। সে মানসিক অবসাদে ভুগছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
বুধবার রাতে জয়পুরের ভাটোরার বাসিন্দা লাল চাঁদ নামে এক দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। তার কাছে একটি নাইন এমএম পিস্তল, ৩টি পাইপগান মেলে।

ভোটকর্মীর মৃত্যু
ভোটের প্রশিক্ষণ নিতে এসে অসুস্থ হয়ে মৃত্যু হল এক সরকারি আধিকারিকের। বৃহস্পতিবার হুগলির জিরাটে। মৃতের নাম গোপালচন্দ্র দাস (৫৬)। চুঁচুড়ার পেয়ারাবাগানের বাসিন্দা গোপালবাবু পাণ্ডুয়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে কর্মরত ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.