আরামবাগের মুথাডাঙ্গায় কানা দামোদর থেকে বুধবার দুপুরে তাপসী রায় নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার হল। তাপসীদেবীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাপসীদেবীকে খুনের অভিযোগ উঠেছে ওই মহিলার স্বামী-সহ ৫ জনের বিরুদ্ধে। পুলিশ জানায়, তাপসীদেবী ৯ মাসের অন্তঃসত্ত্বা। তাঁর বাবা পাঁচু রসুইয়ের অভিযোগের ভিত্তিতে তাপসীদেবীর শ্বশুর শান্তি রায় ও শ্বাশুড়ি ছবিতা রায়কে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। যদিও তাপসীদেবীর স্বামী বাপন রায়-সহ আরও ২ অভিযুক্ত ননদ পূজা রায় ও বাপনের বন্ধু প্রভাত রায় পলাতক। অভিযোগ, বিয়ের পর থেকেই তাপসীদেবীর উপর তার শ্বশুরবাড়ির লোক অত্যাচার চালাতো। মঙ্গলবার তাপসীদেবীর বাবা-মা মেয়ের শ্বশুরবাড়িতে যান। বুধবার সেখানেই তাঁরা ছিলেন। অভিযোগ, স্নান করতে গিয়ে ফিরে না আসায় তাঁরা খোঁজ করতে বেরিয়ে দেখেন নদীতে মেয়ের দেহ ভাসছে। তাপসীদেবী বাবা পাঁচু রসুইয়ের অভিযোগ “জামাই প্রায়ই মদ খেত। মেয়েকে বাপের বাড়ি গিয়ে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত। মঙ্গলবার আমরা মেয়েকে আনতে যাই। মেয়ে স্নান করতে যাওয়ার পরই শ্বশুরবাড়ির লোক বাড়ি থেকে বেরিয়ে মেয়েকে পিটিয়ে দেহ নদীতে ভাসিয়ে দিয়েছে।” যদিও তাপসীদেবীর শ্বশুর ও শ্বাশুড়ি অভিযোগ অস্বীকার করেছেন।
|
তিন দিন আগে অপহৃত গোঘাটের অষ্টম শ্রেণির ছাত্র সম্রাট হোসেনকে শিয়ালদহ-বজবজ শাখার মাঝেরহাট স্টেশন থেকে বুধবার সকালে উদ্ধার করল পুলিশ। সম্রাটকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয় নুর মহম্মদ ওরফে মুন্না, বোতন মণ্ডল, তারক মণ্ডল এবং শেখ আমজাদ আলি মোল্লাকে। প্রথম তিন জন মহেশতলা এবং চতুর্থ জন খিদিরপুরের বাসিন্দা। বোতন এবং তারকের বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বাকি দু’জন হাওড়া-মাঝেরহাট রুটের বাস ড্রাইভার। গত রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় কামারপুকুর চটি সংলগ্ন একটি ইটভাটা এলাকার বাসিন্দা সম্রাট। তার পর দিন থেকেই তাঁর মায়ের কাছে ছেলের জন্য দেড় লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসতে শুরু করে। সম্রাটের বাবা দিলবর হোসেন ফল-বিক্রেতা। এই পরিস্থিতিতে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। পুলিশের দ্বারস্থ হন। পুলিশের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার বিকেলে ফের মুক্তিপণ চেয়ে ফোন আসার পরে টাকা কোথায় দিতে হবে তা জানতে চান দিলবর। তার পরে সাদা পোশাকের পুলিশের সঙ্গে তিনি হাওড়া স্টেশন, খিদিরপুর সেতু হয়ে মাঝেরহাটে আসেন। সেখান থেকেই ওই চার জনকে ধরা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে স্টেশন এলাকারই একটি ঝুপড়ি থেকে উদ্ধার করা হয় সম্রাটকে। সম্রাট বলে, “বাড়িতে রাগ করে ১৬ হাজার টাকা নিয়ে বেরিয়ে ট্রেন ধরে হাওড়া স্টেশনে চলে যাই। কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ওরা আমায় ধরে নিয়ে যায়। জামার পকেটে থাকা ৭০০ টাকা কেড়ে নেয়। প্রথমে এক জায়গায় রেখেছিল। মঙ্গলবার অন্য জায়গায় নিয়ে যায়। তবে কোনও অত্যাচার করেনি। শুধু হুমকি দিয়েছে।”
|
প্যান্ডেল খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার ঘটনাটি ঘটেছে হরিপালের অনন্তপুর গ্রামে। মৃতের নাম বেচারাম বাগ(৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল ১১টা নাগাদ অনন্তপুর গ্রামে এক অনুষ্ঠান বাড়ির প্যান্ডেল খুলতে গিয়েছিলেন হরিপালের মুশাপুর গ্রামের বাসিন্দা বেচারামবাবু। প্যান্ডেলের মাথায় উঠে কাজ করার সময় বিদ্যুৎবাহী ছেঁড়া তার লেগে তিনি নীচে পড়ে যান।
|
মঙ্গলবার রাতে খানাকুলে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর নাম তাপস কুমার চক্রবর্তী(৪০)। তিনি নিজের ঘরে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
|
পড়তে যাচ্ছে বলে বেরিয়ে মঙ্গলবার সালকিয়া থেকে নিখোঁজ হল একাদশ শ্রেণির এক ছাত্র। পুলিশ জানায়, তার নাম সৌরভ পাল। হাওড়া জেলা স্কুলে পড়ে সে। |