ফের বন্ধ হাওড়ার ডেল্টা জুট মিল
নিজস্ব সংবাদদাতা • সাঁকরাইল |
মঙ্গলবার সকাল থেকে ফের বন্ধ হয়ে গেল হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুটমিল। মিলের গেটে ‘সাসপেনশন ওফ ওয়ার্কে’-র নোটিস ঝুলিয়ে দেন মিল কর্তৃপক্ষ। ফলে বেকার হয়ে পড়লেন কর্মরত প্রায় চার হাজার কর্মী। সোমবার ছিল মিলের সাপ্তাহিক ছুটি। মঙ্গলবার সকালে কাজে এসে এই নোটিস দেখে ক্ষোভে ও হতাশায় ফেটে পড়েন তাঁরা। এর আগেও বহু বার নানা কারণে বন্ধ হয়েছে প্রায় দু’শো বছরেরও বেশি পুরনো এই জুটমিল। এ বার বন্ধের কারণ হিসাবে মিল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, কারখানায় শ্রমিকদের উপস্থিতির হার কম এবং উৎপাদনও প্রত্যাশা মতো হচ্ছিল না। এ ছাড়া, বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃত কম উৎপাদন করার প্রবণতাও রয়েছে শ্রমিকদের। ফলে কোম্পানির আর্থিক ক্ষতি হচ্ছে। সে কারণেই এই সিদ্ধান্ত।
কিন্তু সত্যিই কি প্রত্যাশামতো চলছিল না মিল? তৃণমৃলের শ্রমিক সংগঠনের নেতা শেখ আহমেদ বলেন, “সামনে পঞ্চায়েত ভোট। তাই সিপিএম চক্রান্ত করে কর্র্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।” অন্য দিকে, সিপিএমের শ্রমিক সংগঠনের নেতা স্বপন কাঁড়ার বলেন, “তৃণমূল মিথ্যা অভিযোগ করছে। আসলে কোম্পানির অর্ডার না থাকায় উৎপাদিত দ্রব্য জমে যাচ্ছিল। এই পরিস্থিতিতে শ্রমিকদের উপরে দোষ চাপিয়ে মিল বন্ধ করে দিল কর্তৃপক্ষ।”
|
তিন দিন ধরে বন্ধ বাস-ট্রেকার |
পারমিট ছাড়া অবৈধ ভাবে কিছু ছোট গাড়ি এবং মোটরভ্যান যাত্রী তুলছে, এই অভিযোগ তুলে সোমবার থেকে পুড়শুড়ার খুশিগঞ্জ-তারকেশ্বর রুটে বাস ও ট্রেকার চালানো বন্ধ করে দিয়েছেন মালিকেরা। ফলে, দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অবৈধ ভাবে যাত্রীবাহী গাড়ি চলাচলের প্রতিবাদেই বাস-ট্রেকার মালিকদের সংগঠনের পক্ষ থেকে গাড়ি চালানো বন্ধ রাখা হয়েছে। জেলা আঞ্চলিক পরিবহণ আধিকারিক (আরটিও) সৈকত দাস অবশ্য বলেন, “যাত্রিবহনকারী অবৈধ গাড়ি চলার বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু |
বাড়ির জলের পাম্পে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার সকালে পুড়শুড়ার হরিহর এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম তপন মণ্ডল (৩৭)। ঘটনাস্থলেই তিনি মারা যান। |