হুগলি ডানকুনি ফ্লাইওভার মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্খার প্রতীক। এই ফ্লাইওভারের পশ্চিম প্রান্তের ৩ কিমি রাস্তা কালীপুর থেকে চণ্ডীতলা। এই রাস্তার দু’পাশেই ভোর থেকে দুপুর পর্যন্ত সব্জি, মাছের বাজার-সহ বিভিন্ন যানবাহনের পার্কিং জোন গড়ে ওঠায় মানুষকে প্রতিদিনই এক নাকাল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। প্রতিদিনই সৃষ্টি হয় যানজট। ছোটখাট দুর্ঘটনাও ঘটে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
কাজি আবু তোরাব, বাঁদপুর।
|
আমতা কলাতলা থেকে সিটিসি বাসস্ট্যান্ড পর্যন্ত কোনও শৌচালয় না থাকার জন্যে স্থানীয় ব্যবসায়ী, পথচলতি মানুষ বিশেষ করে মহিলাদের প্রচণ্ড অসুবিধার মুখে পড়তে হয়। দ্রুত শৌচালয় তৈরির জন্য এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
সঞ্জয় গঙ্গোপাধ্যায়। আমতা।
|
চন্দননগরের তেলেনিপাড়া ভদ্রেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয় এই জেলার প্রাচীনতম বিদ্যালয়। এটি ভদ্রেশ্বর থানা-লাগোয়া জিটি রোডের ধারে অবস্থিত। ছাত্রীদেরও রাস্তা পার করতে গিয়ে বিপদের সম্মুখীন হতে হয়। ইতিমধ্যে বেশ কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটে গিয়েছে। তাই বিদ্যালয় শুরু ও ছুটির সময়ে ট্রাফিক পুলিশ দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা যায়, সে ব্যাপারে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বিষ্ণু কুমার। ভদ্রেশ্বর, হুগলি।
|
হরিপাল থানার অন্তর্গত শ্রীপতিপুর গ্রামের ভেড়োর পাড় নামে একটি জায়গায় বেশ কিছু আদিবাসী বসবাস করে। তাঁদের ছেলেময়েরা বিদ্যুতের অভাবে পড়াশুনা করতে পারছে না। এখন সব জায়গায় বিদ্যুৎ রয়েছে, অথচ ওই এলাকায় বিদ্যুৎ পৌঁছয়নি। এ বিষয়ে বিদ্যুৎমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই।
মুকুলমোহন সমাদ্দার। শিয়াখানা, হুগলি |