শ্রীঅরবিন্দ স্মরণে অনুষ্ঠান উত্তরপাড়ায়
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
সরোদ পরিবেশন। —নিজস্ব চিত্র। |
শ্রীঅরবিন্দের উত্তরপাড়া অভিভাষণের ১০৪ তম বর্ষ এবং তাঁর দেহাবশেষ সংস্থাপনের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান সম্প্রতি আয়োজিত হল উত্তরপাড়া শ্রীঅরবিন্দ পরিষদের উদ্যোগে। প্রভাতী অনুষ্ঠান শুরু হয় জয়কৃষ্ণ সাধারণ গ্রন্থাগারে। পরবর্তী অনুষ্ঠান হয় শ্রীঅরবিন্দ সদনে। সন্ধ্যায় ‘ঋতম’ নামে পত্রিকা প্রকাশ হয়। অরিবিন্দ গবেষক অনুরাগ বন্দ্যোপাধ্যায় অরবিন্দের উত্তরপাড়া অভিভাষণের পটভূমি ও তাৎপর্য নিয়ে কথা বলেন। সঙ্গীত পরিবেশন করেন পার্থ বন্দ্যোপাধ্যায়, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়। শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় সরোদ শোনান।
|
স্বাস্থ্য পরীক্ষা শিবির রিষড়ায়
নিজস্ব সংবাদদাতা • রিষড়া |
রিষড়া নেতাজি জনকল্যাণ সমিতির উদ্যোগে গত ১৬ জুন নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং আলোচনা সভা আয়োজিত হয়। উদ্যোক্তারা জানান, শিবিরে তিন শতাধিক মানুষ বিভিন্ন রোগের চিকিৎসা এবং রোগ নির্ণয় পরীক্ষা করান। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকেরা। অতিথি হিসেবে ছিলেন শ্রীরামপুরের চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়। সম্প্রতি শ্রীরামপুরের কামেশ্বর-কামেশ্বরী মন্দিরের ত্রয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়। মন্দির প্রাঙ্গণে আয়োজিত ওই শিবিরে পাঁচ শতাধিক মানুষ আসেন। হরিপালের ঘাঁটরা মহাপ্রভূ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগেও গত ৩ জুন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। প্রধান উদ্যোক্তা চিকিৎসক মনোরঞ্জন দাস জানান, অস্থিমজ্জা, ফুসফুস, সুগার-সহ নানা পরীক্ষা এবং বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়।
|
কর্মীদের অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
সম্প্রতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীদের রাজ্য কমিটি তরফে শ্রীরামপুরের চেশায়ার হোমে আবাসিকদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়। চাল-ডাল সহ নানা খাদ্যদ্রব্য হোম কর্তৃপক্ষকে দেয় সংগঠনটি।
|
আবৃত্তির অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
সম্প্রতি শ্রীরামপুর টাউনহলে আবৃত্তির একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে পম্পা চক্রবর্তীর লেখা ‘অনু থেকে অনন্তে’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয়।
|
বিনামূল্যে পরীক্ষা
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
ভদ্রকালীর সংগঠন ‘নিবেদন’-এর উদ্যোগে সম্প্রতি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। নিখরচায় চশমা প্রদান করা হয় বলে জানান উদ্যোক্তারা। |