টুকরো খবর
সিপিএম-তৃণমূল সংঘর্ষ চলছেই, আহত বহু
নির্বাচন হওয়া নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনও না কাটলেও পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি অব্যাহত দুই ২৪ পরগনায়। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোলাবাড়িতে সিপিএম-তৃণমূল সংঘর্ষে আহত হন উভয় দলের ৯ জন। সিপিএমের অভিযোগ, তাঁদের প্রচার মিছিলে তৃণমূলের নির্বাচনী প্রচারের গাড়ি ঢুকে পড়ে। সেই নিয়েই শুরু হয় বচসা ও মারামারি। তৃণমূলের হামলায় তাঁদের ৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সিপিএম। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, সিপিএমের হামলায় তাঁদের চারজন আহত হয়েছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, তাঁদের প্রচার গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় সিপিএম। বৃহস্পতিবার রাত পর্যন্ত পুলিশের কাছে এই বিষয়ে কোনও দলই অভিযোগ দায়ের করেনি। অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় হাসনাবাদের ভবনীপুরের চিমটা গ্রামে সিপিএম-তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। আহত হন উভয়পক্ষের ৬ জন। আহতদের টাকি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি সামলাতে নামনো হয় র্যাফ। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির জেলিয়াখালিতে সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। স্বরূপনগরের বয়ারঘাটা গ্রামে আবার তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। তৃণমূলের আরও অভিযোগ, তাঁদের প্রার্থীকে প্রচারে বেরোলে খুনের হুমকি দিয়েছে সিপিএম। যদিও সিপিএম নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন।

হিঙ্গলগঞ্জ বনধ ডাকল সিপিএম, তৃণমূল
তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে আজ, শুক্রবার ১২ ঘণ্টা হিঙ্গলগঞ্জ বনধ ডাকল সিপিএম। একই জায়গায় পাল্টা ৮ ঘণ্টার বনধের ডাক দিয়েছে তৃণমূল। বুধবার হিঙ্গলগঞ্জ কলেজে টিএমসিপি-এসএফআই সংঘর্ষ হয়। আহত হন পুলিশ-সহ উভয়পক্ষের ১৫ জন। সিপিএমের অভিযোগ, কলেজ ক্যাম্পাসের অশান্তির রেশ টেনে হামলা করা হয় তাঁদের দলীয় কার্যালয়ে। এরই প্রতিবাদে হিঙ্গলগঞ্জ বনধের ডাক দিয়েছে সিপিএম। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, হিঙ্গলগঞ্জ কলেজ চত্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেঁড়ে এসএফআই সমর্থকেরা। টিএমসিপির সদস্যরা এই ঘটনার প্রতিবাদ করায় তাঁদের উপর হামলা চালায় সিপিএম। তার প্রতিবাদেই বনধের ডাক দিয়েছেন তাঁরা। সিপিএমের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বৃহস্পতিবার হিঙ্গলগঞ্জে প্রতিবাদ দিবস পালন করে তৃণমূল।

পুরনো খবর:

অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর
অস্বাভাবিক মৃত্যু হল এক বধূর। বৃহস্পতিবার বিকেলে মথুরাপুরে নালুয়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মিতালি মণ্ডল (২৪)। বাড়ি ওই এলাকায়। মথুরাপুর থানায় মেয়ের স্বামী, শ্বশুর,শাশুড়ি এবং এক দেওরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করেছেন মৃতের বাবা মহাদেব দাস। অভিযোগের ভিত্তিতে ওই মহিলার স্বামী কার্তিক মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে জয়নগরের বেলিয়াচণ্ডী গ্রামের মিতালিদেবীর সঙ্গে দিনমজুর কার্তিক মণ্ডলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে মিতালিদেবীর উপরে তাঁর শ্বশুরবাড়ি থেকে অত্যাচার চালানো হত বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়িতেই কীটনাশক খান ওই গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

১০০ দিনের কাজ সিপিএমের, গৌতম
কেন্দ্রীয় সরকারকে একশো দিনের প্রকল্প চালু করতে বলেছিল সিপিএম - বৃহস্পতিবার সন্দেশখালিতে দলীয় সভায় এই দাবিই করলেন সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গৌতম দেব। এ দিনের সভা থেকে তিনি অসংগঠিত শ্রমিকদের মাসে ১০ হাজার টাকা বেতন দেওয়ার দাবিও করেন। পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে তৃণমূল খারাপ ফল করবে বলে এ দিনও দাবি করেন গৌতমবাবু। সভায় উপস্থিত ছিলেন সন্দেশখালির সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার।

গাইঘাটায় নিহতের বাড়িতে বাম-বিজেপি
গাইঘাটার রাজাপুরে নিহত ছাত্রীর বাড়িতে গেলেন বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদার। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের নিয়ে নিহত ছাত্রীর বাড়িতে যান তিনি। এ দিনই নিহত ছাত্রীর বাড়িতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী ও বামপন্থী দুটি মহিলা সংগঠনের প্রতিনিধিরা। এ দিন দুপুরে গাইঘাটা থানার সামনে যশোর রোডে পনের মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ওই মহিলা সংগঠন দুটির কর্মীরা।
পুরনো খবর:

ট্রেন অবরোধ
ছবি: সামসুল হুদা।
স্কুলে যাওয়ার সময়ে ভিড় এড়াবার জন্য বারো কামরার ট্রেন চালানোর দাবিতে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন অবরোধ করল ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় পিয়ালি স্টেশনে। রেল সূত্রের খবর, এ দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর প্রায় আড়াইটে পর্যন্ত চলে রেল অবরোধ। ছাত্রছাত্রীদের সঙ্গে যোগ দেন বাসিন্দারাও। পরে রেল পুলিশ ও ঘুঁটিয়ারিশরিফ থানার পুলিশ গিয়ে অবরোধ তোলে। এ দিকে দীঘর্ক্ষণ ট্রেন চলাচল বন্ধ সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। ঘুরপথে গন্তব্যেস্থলের রওনা হন অনেকে। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, “এই শাখায় বারো কামরার ট্রেন চালানোয় প্রযুক্তিগত কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলি কাটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।”
পুরনো খবর:
ধর্ষণের অভিযোগ
নয় বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বালিকার পরিবারের লোকেরা জানান, ধর্ষণের ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। বালিকাটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.