হিঙ্গলগঞ্জে কলেজে সংঘর্ষে পুলিশ-সহ জখম ১৫
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেঁড়াকে কেন্দ্র করে টিএমসিপি এবং এসএফআইয়ের সমর্থকদের সংঘর্ষে আহত হল দু’পক্ষের ১৫ জন। বুধবার দুপুরে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ কলেজে এই ঘটনার জেরে স্থানীয় কয়েকটি দোকান ও সিপিএম এবং তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আহত হন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান এবং সিপিএমের লোকাল কমিটির সম্পাদকও। সংঘর্ষ থামাতে গেলে ইটের আঘাতে জখম হন দু’জন পুলিশকর্মী। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত কয়েক দিন ধরে হিঙ্গলগঞ্জ কলেজে ছাত্র ভর্তি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআইয়ের মধ্যে বিবাদ চলছিল। বুধবার দুপুরে কলেজের গেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেঁড়াকে কেন্দ্র করে তা আরও বড় আকার নেয়। শুরু হয় অভিযোগ-পাল্টা অভিযোগ। দুপুর দেড়টা নাগাদ বচসা থেকে দু’পক্ষে শুরু হয় হাতাহাতি। খবর পেয়ে পুলিশ পৌঁছলে তাদের সামনেই ইটপাটকেল ছোড়াছুড়ি চলতে থাকে। এমনকী লাঠি হাতে একে অপরের উপরে চড়াও হতেও দেখা যায়। পরিস্থিতি সামলাতে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এলাকায় টহলদারি শুরু করে বিএসএফ। শেষপর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় উত্তেজনা রয়েছে।
স্থানীয় তৃণমূল নেতা তথা সান্ডেলের বিল পঞ্চায়েতের প্রধান সহিদুল ইসলাম বলেন, “দুপুরে বাড়ি ফেরার সময়ে ওই কলেজে ছাত্রদের মধ্যে ঝামেলা হচ্ছে দেখে তাঁদের গণ্ডগোল করতে বারণ করি। সেই সময় আমাকে ওদের কেউ গালিগালাজ করলে আমি তাঁর প্রতিবাদ করি। তখনই আমাকে পেছন থেকে মাথায় আঘাত করা হয়। ওদের ছোঁড়া ইটের ঘায়ে আহত হয় পুলিশ। এরা আমাদের নেত্রীর ছবি, ব্যানার, ফ্ল্যাগ, ফেস্টুন সব নষ্ট করে দিয়েছে। ওদের আক্রমণে জখম হয়েছে আমাদের ৮ জন সমর্থক।” অন্যদিকে, সিপিএমের জোনাল কমিটির সম্পাদক কৃষ্ণপদ ঘোষ বলেন, “দু’দল ছাত্রের মধ্যে গণ্ডগোলের মীমাংসার জন্যে আমাকে কলেজে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়। তৃণমূলীরা আমাদের একটি পার্টি অফিসও ভাঙচুর করেছে। ওদের হামলায় জখম হয়েছে আমাদের ৭ জন সমর্থক।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.