টুকরো খবর
দল বদলে প্রার্থী তৃণমূলে
পঞ্চায়েত সমিতির কংগ্রেসের প্রার্থী দল বদলে তৃণমূলে। ইসলামপুরের রামগঞ্জ ১০ নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী সাহিদা বেগম বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিয়েছেন। ইসলামপুর বিধায়ক রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরীর কাছে লিখিত ভাবে তিনি দল বদলের কথা জানান। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেতাব চৌধুরী বলেন, “ইসলামপুর ব্লকে রামগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রার্থী সাহিদা বেগম, তাঁর স্বামী তাসিরুদ্দিন সহ এলাকার প্রায় ৩০০ সমর্থক এদিন তৃণমূলে যোগ দিয়েছেন।” মেহাতাব চৌধুরী জানিয়েছেন, এলাকার তৃণমূল প্রার্থীকেই সাহিদা সমর্থন করবেন। সাহিদা বেগমের স্বামী তাসিরুদ্দিন এই দিন বলেন, “কংগ্রেসে দীঘ দিন ধরে থাকলেও বর্তমানে তাদের আদর্শ পছন্দ না হওয়ায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি।” কংগ্রেসের ইসলামপুর ব্লক সভাপতি রেহান আলম বলেন, “সম্প্রতি দল বরোধী কার্যকলাপের জন্য সাহিদা বেগম ও তার স্বামীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

সাহায্য চান বিদেশে নিহত শ্রমিকের স্ত্রী
নাইজিরিয়ার এক শহরে একটি আঠা কারখানায় জঙ্গি দলের গুলিতে মৃত্যু হয় ১৫০ শ্রমিকের। নিহতদের মধ্যে ছিলেন মালদহ দেশবন্ধুপাড়ার শঙ্কর সাহাও। ২০১২ সালের ২৫ জুলাই ওই ঘটনার পরে আড়াই বছরের শিশু কন্যাকে নিয়ে সে দেশে প্রশাসনের দারস্থ হন শঙ্করবাবুর স্ত্রী শম্পা দেবী। সাহায্য না মিললেও কারখানা কর্তৃপক্ষ শম্পাদেবী ও তাঁর মেয়ের বিমানে চেপে দেশে ফেরার ব্যবস্থা করে দেন। বিদেশে স্বামীর মৃত্যুর পরে, একমাত্র মেয়েকে নিয়ে দিন গুজরানের জন্য মালদহে ফিরেই রাজ্যের কাছে আর্থিক সাহায্য চান ২৮ বছরের শম্পাদেবী। বৃহস্পতিবার দুপুরে দেশবন্ধু পাড়ায় বাপের বাড়িতে মেয়ে দিয়াকে পাশে বসিয়ে শম্পাদেবী বলেন, “বিদেশে কর্মরত অবস্থায় জঙ্গিরা স্বামীকে গুলি করে খুন করল। ভারতীয় হিসেবে কী আমি সরকারের থেকে সাহায্য পেতে পারি না? বৃদ্ধ শ্বশুর, শাশুড়ি মেয়েকে নিয়ে কী ভাবে সংসার চালাব বুঝতে পারছি না।” রাজ্যের নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র বলেছেন, “ওই মহিলা আগে আমার কাছে এসেছিলেন। ওঁকে কী ভাবে সাহায্য করা যায় সে বিষয়ে চিন্তা করছি।”

ডাক পেয়ে বিপাকে ৩০
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মী হিসাবে সরকারি ‘ডিউটি’ পেয়ে গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী তিরিশ জন প্রাথমিক শিক্ষক এবং হাইস্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী বিপাকে পড়েছেন। তবে হিলি ও বালুরঘাট এলাকার ওই শিক্ষক, শিক্ষা কর্মীরা ভোটের ডিউটি থেকে ছাড় পেতেই নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন বলেও পাল্টা অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার তাঁরা বালুরঘাটে অতিরিক্ত জেলাশাসকের দ্বারস্থ হন। তাঁরা দল বেঁধে লিখিত আবেদন করেন। তাঁদের কয়েক জন জানান, আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ঠিকই। তবে প্রার্থীদের তো ভোটের কাজে যুক্ত করা যায় না। তাই প্রশাসনকে আমাদের নাম বাদ দিতেই হবে। জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “জেলায় প্রয়োজনীয় ভোট কর্মীর অভাব রয়েছে। তাই ভোটের কাজে নেওয়া কর্মীদের ছাড় দেওয়ার ক্ষেত্রে আমাদের নানা সমস্যা আছে।”

ভোট না লড়েই জয়
উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-১ ব্লকে খাগর ও পকোরিয়া পঞ্চায়েতের একটি করে আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন কংগ্রেসের দুই মহিলা প্রার্থী। বৃহস্পতিবার কর্ণজোড়ায় এ কথা জানান জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া। দুই প্রার্থীর নাম শাহানওয়াজ পরভিন, মুসতারি বেগম। বামফ্রন্টের সচিব অপূর্ব পাল বলেন, “আমাদের প্রার্থী বাছাই করা হয়েছিল। কংগ্রেস নেতা কর্মীদের হুমকির জেরে তাঁরা মনোনয়ন দেননি।” জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের দাবি, “ওই দুটি আসনে তৃণমূলের হয়ে ৫ মহিলা দাঁড়ানোর জন্য আবেদন করেছিলেন। জেলা কংগ্রেস সভিপতি মোহিত সেনগুপ্ত বলেন, “বামফ্রন্ট ও তৃণমূল রাজনৈতিক দৈন্যতার কারণে ওই দুই আসনে প্রার্থী খুঁজে পায়নি। তাই বাধ্য হয়ে মনগড়া অভিযোগ করছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.