l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের খেলা
কিংস ইলেভেন পঞ্জাব
বনাম
দিল্লি ডেয়ারডেভিলস
বিস্তারিত স্কোর
কলকাতা নাইট রাইডার্স
বনাম
পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া
বিস্তারিত স্কোর
আজকের শিরোনাম...
• দিঘায় সমুদ্রে তলিয়ে গেল ২ পর্যটক
• দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পাটুলি থানার এএসআই
• মেচেদায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছাত্রের
বিস্তারিত....
গরমে ঠান্ডা পানীয়ের মতো আরামদায়ক আর কিছুই নেই। আর তা যদি হয় পুষ্টিকর তবে তো উপরি পাওনা! এ বারের
‘স্বাদবদল’
দেবে তারই সন্ধান। সঙ্গে নানা রূপে পনির
‘আপনার রান্নাঘরে’
। আর অবশ্যই দেশি-বিদেশি খবর নিয়ে
‘সংবাদের হাওয়াবদল’
।
কুসংস্কার দূর করতে গিয়ে নিহত ২ ভাই
পীযূষ সাহা • মালদহ
গ্রামের কারও অসুখ হলে তিনি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিতেন। কখনও নিজেই এনে দিতেন ওষুধ। তাঁর ইচ্ছে ছিল, জানগুরুর হাত থেকে গ্রামকে মুক্ত করা। কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়াল আদিবাসী যুবক সনুয়া পাহাড়ি ও তাঁর পরিবারারের। জানগুরুর নির্দেশে গ্রামবাসীরা সনুয়া (৪০) ও তাঁর ভাই বৈশাখুকে (৩০) ডাইন অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করেছে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার কাজিগ্রাম পঞ্চায়েতের পলাশবাড়ি গ্রামের পাহাড়িপাড়ায় ঘটনাটি ঘটেছে। স্বামীকে বাঁচাতে গিয়ে নিহত বৈশাখু পাহাড়ির স্ত্রী লক্ষী পাহাড়ি ও মেয়ে পূজা পাহাড়ি জখম হয়েছেন। তাঁদের মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। নিহত সনুয়া অষ্টম শ্রেণি অবধি পড়শুনো করেছেন। তিনি গাজলের একটি গির্জায় কাজ করতেন। বৈশাখু ইটভাটায় কাজ করতেন। নিহত সনুয়ার স্ত্রী ও মেয়ে-সহ পরিবারের অন্যেরা ইংরেজবাজার থানায় আশ্রয় নিয়েছেন। পুলিশ খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে। দেহ দু’টি আটকে রাখা হয় বলে অভিযোগ। পরে পুলিশ দেহ দু’টি উদ্ধার করে।
বিস্তারিত...
পুকুরের জল খেলেন বিধায়ক
বাপি মজুমদার • চাঁচল
জলাভাবের খবর পেয়ে এলাকায় যাওয়া বিধায়ক তেষ্টা মেটাতে জল চেয়েছিলেন। পুকুরের জল এনে দিলেন মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মসানন্দপুরের বাসিন্দারা। “পুকুরের জল কি খাওয়া যায়”, বিধায়কের এই প্রশ্ন শুনে ক্ষুব্ধ এলাকাবাসীর জবাব, “নলকূপে জল উঠছে না। প্রশাসন বিকল্প ব্যবস্থা করছে না। আমরা পুকুরের জল খেতে পারলে, আপনি কেন পারবেন না!” ক্ষোভের পারদ ঊর্ধ্বমুখী বুঝে পুকুরের জলই গলায় ঢালেন হরিশ্চন্দ্রপুরের ফরওয়ার্ড ব্লক বিধায়ক তজমুল হোসেন। ঘটনাটা চাঁচল মহকুমার। বৃহস্পতিবার বিকেলের। শুক্রবার দুপুরে ওই মহকুমারই অন্যত্র জলাভাবের আর এক চেহারা দেখলেন আর এক বিধায়ক। মালতিপুরের আরএসপি বিধায়ক আবদুর রহিম বক্সী যাচ্ছিলেন চাঁচল ২ ব্লকে দলীয় কাজে। পথে ওই ব্লকের কাণ্ডারণে কলসি মাথায় জল নিয়ে ফেরা মহিলাদের দেখে জল-সমস্যার কথা জানতে গাড়ি থেকে নামেন বিধায়ক। তখনই শুরু হয় বিক্ষোভ। ওই মহিলাদের ক্ষোভ, “এলাকায় সরকারি নলকূপ অকেজো। শুকিয়েছে কুয়ো, খাল, পুকুর। জল আনতে ছুটতে হচ্ছে অন্তত দু’কিলোমিটার। কারও ভ্রুক্ষেপ নেই। ভোটে জিতে নেতারা কি শুধু গাড়ি চেপে ঘুরবেন!”
বিস্তারিত...
জেলা ভাগে আপত্তি করল মোর্চা
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা ও আলিপুরদুয়ার
জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা গঠনের প্রশাসনিক সিদ্ধান্তে আপত্তি জানাল গোর্খা জনমুক্তি মোর্চা। শুক্রবার মোর্চার তরফে জানানো হয়েছে, ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এ তরাই-ডুয়ার্সের এলাকা অন্তর্ভুক্তির দাবি খতিয়ে দেখে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বাধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত প্রশাসন আলিপুরদুয়ার জেলা গঠনের সিদ্ধান্ত নিলে, তার বিরোধিতা করা হবে। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “জিটিএ-তে তরাই-ডুয়ার্সের ৩৯৮টি মৌজার দাবি করা হয়েছে। তা নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি শীঘ্রই রিপোর্ট জমা দেবে। তার আগে জেলা ভাগের সিদ্ধান্ত যুক্তিযুক্ত নয়। তাতে আমাদের আপত্তি রয়েছে।” এ দিন মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য রোহিত থাপা জয়গাঁয় সাংবাদিক বৈঠক করে জানান, আলিপুরদুয়ারকে পৃথক জেলা করার বিষয়ে সর্বদল বৈঠকে মোর্চা কিংবা আদিবাসী নেতাদের ডাকা হয়নি। তাঁর দাবি, “আগামী ২৮ মে-এর সর্বদল বৈঠকে আমাদের ডাকতে হবে। আদিবাসী নেতা জন বার্লাকেও ডাকতে হবে।”
বিস্তারিত...
মুখ্যমন্ত্রীর স্বপ্ন-প্রকল্পেও থাবা বসিয়েছে সিন্ডিকেট
দেবজিৎ ভট্টাচার্য • কলকাতা
যে প্রকল্পের বাস্তবায়নে স্বয়ং মুখ্যমন্ত্রী ‘বিশেষ নজর’ দিয়েছেন, সেখানেই এ বার ‘সিন্ডিকেট’-এর জুলুমবাজির অভিযোগ! এমনকী, নির্মাণকাজের মালপত্র ও যন্ত্রপাতি সরবরাহের বরাত পাওয়ার দাবিতে সরকারি নির্মাণসংস্থার ইঞ্জিনিয়ারদের হেনস্থা করার অভিযোগও উঠল সেখানে। এবং এ ক্ষেত্রে আঙুল মুখ্যমন্ত্রীরই দলের স্থানীয় কিছু কর্মী-সমর্থকের দিকে। গত ১০ মে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামে। তার জেরে সুবর্ণরেখার উপরে ওই সেতু নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ম্যাকিনটশ বার্ন-এর কর্মীরা ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তৃণমূল রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে সেতু তৈরির আনুষঙ্গিক কাজ শুরু হলেও আতঙ্ক রয়েই গিয়েছে। পুলিশকে বলা হয়েছে পরিস্থিতিতে সর্বক্ষণ নজর রাখতে। গত ১২ জানুয়ারি ‘জঙ্গলমহল উৎসবে’ ঝাড়গ্রামে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, প্রস্তাবিত কেশিয়াড়ি-নয়াগ্রাম সেতুর কাজ দ্রুত এগোচ্ছে, টেন্ডারও হয়ে গিয়েছে। মমতার অনুরোধে সে দিন মুখ্যসচিব সমর ঘোষও হাতে মাইক্রোফোন নিয়ে জঙ্গলমহলের মানুষকে সেই ‘তথ্য’ জানিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য রাজ্য সরকার টেন্ডার ডাকেনি। তার বদলে পূর্ত ও অর্থ দফতরের সুপারিশ মেনে গত ২৩ এপ্রিল ওই ভসরাঘাট সেতু তৈরির বরাত দেওয়া হয় ম্যাকিনটশ বার্ন-কে।
বিস্তারিত...
পালাতে পারেন, তাই জামিন নয় লক্ষ্মণকে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ধরা না-দিয়ে দীর্ঘদিন ধরে ‘পালিয়ে বেড়াচ্ছিলেন’। একই ভাবে আবার পালিয়ে যেতে পারেন। সেই আশঙ্কা থেকেই নন্দীগ্রাম পুনর্দখল মামলায় অভিযুক্ত প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের জামিনের আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই সিপিএম নেতার বিরুদ্ধে সরকার পক্ষের অভিযোগ ছিল, ২০০৭ সালের ৪ নভেম্বর নন্দীগ্রাম পুনর্দখলের পরিকল্পনা করা হয়েছিল সিপিএমের কলাগাছিয়া পার্টি অফিসে। পুনর্দখলের ছক কষার বৈঠকে লক্ষ্মণবাবু ছিলেন। ওই পরিকল্পনা অনুসারেই ৬ নভেম্বর তেখালির মোড় থেকে পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়া হয়। সিআইডি-কে ওই অভিযোগ খতিয়ে দেখতে বলেছিল ডিভিশন বেঞ্চ। মামলার কেস ডায়েরি তলব করে তারা। বৃহস্পতিবারেই সিআইডি তাদের রিপোর্ট ও কেস ডায়েরি হাইকোর্টে পেশ করে। আবেদনকারীর আইনজীবীর বক্তব্য ছিল, লক্ষ্মণবাবুর বিরুদ্ধে আনা সব অভিযোগ সাজানো। তিনি ৪ নভেম্বর কলাগাছিয়ায় আদৌ যাননি। সরকার বদলের পরে রাজনৈতিক প্রতিহিংসায় এ-সব করা হচ্ছে। আর রাজ্য সরকারের পিপি দেবাশিস রায়ের বক্তব্য ছিল, নন্দীগ্রাম পুনর্দখলের মূল হোতা লক্ষ্মণবাবুই। তিনি এই ষড়যন্ত্রের নায়ক। ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবারই লক্ষ্মণবাবুর জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছিল। এ দিন তারা রায় দেয়।
বিস্তারিত...
সকালে অফিসের আর্জি রাজ্যকে
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া ও বাঁকুড়া
প্রচণ্ড গরমের জন্য সরকারি অফিসগুলি সকালে খোলার আর্জি জানিয়ে শুক্রবার মুখ্যসচিবকে চিঠি দিলেন বাঁকুড়া ও পুরুলিয়ার জেলাশাসক। এ দিন পুরুলিয়ার তাপমাত্রা (৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস) মরসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পোঁছয়। বাতাসে গরম হাওয়ার আঁচ কিছুটা কমলেও শুক্রবার আপেক্ষিক আদ্রতার বাড়বাড়ন্তে (৭৭ শতাংশ) বাসিন্দাদের গলদঘর্ম অবস্থা হয়। বাঁকুড়ায় অবশ্য গত কয়েকদিনের তুলনায় এ দিন তাপমাত্রা কিছুটা নেমেছে (৪০.১ ডিগ্রি সেলসিয়াস)। পুরুলিয়ার জেলাশাসক অবনীন্দ্র সিংহ ও বাঁকুড়ার জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি বলেন, “দূরদূরান্ত থেকে অফিসগুলিতে নানা কাজে আসা মানুষজন এই গরমে খুব কষ্ট পাচ্ছেন। তাঁদের জন্য রাজ্য সরকারের কাছে সকালে অফিস খোলার অনুমতি চাওয়া হয়েছে।” মহাকরণে মুখ্যসচিব সমর ঘোষ বলেন, “ওঁদের চিঠি পেয়েছি। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি।” তবে প্রশাসনের কিছু আধিকারিকের মতে, রাজ্যের দু’টি জেলার জন্য আলাদা সময়ে অফিস করতে দেওয়া কার্যত অসম্ভব। এতে কাজের ক্ষেত্রে জটিলতা তৈরি হবে।
বিস্তারিত...
দারিদ্রের সঙ্গে লড়াই করেই কৃতী মনোতোষ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
দারিদ্রের সঙ্গে লড়েই জয়েন্ট-এন্ট্রাসে সফল হলেন মেদিনীপুরের মনোতোষ দাস। মেডিক্যালে ১৫৮ র্যাঙ্ক করেছেন। ইঞ্জিনিয়ারিংয়ে ৫৭। জয়েন্টে তাঁর এই ফল দেখে পরিজন-পড়শিরা যতই খুশি হোন, মনোতোষের মনে আশঙ্কা, ‘মেডিক্যালে পড়ার সুযোগ পাব তো?’ চরম দারিদ্রের মধ্যেই বড় হওয়া। বাবা আলোক দাস গমকলের শ্রমিক। মা মায়াদেবী গৃহবধূ। আলোকবাবুর দুই ছেলে। মনোতোষ ছোট। বাড়ি মেদিনীপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের তেলিপাড়ায়। যৌথ পরিবার। পুরনো দিনের বাড়ি। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে জল পড়ে। একটিই ঘর। সেই ঘরেই থাকা। পড়াশোনা। রান্না। ছেলে জয়েন্টে ভাল রেজাল্ট করেছে জেনে তাই চোখের জল চাপতে পারেননি মায়াদেবী। তাঁর কথায়, “সংসার চালাতেই হিমসিম খেতে হয়। পড়ার খরচ আসবে কোথা থেকে? শিক্ষকেরা পাশে ছিলেন বলেই ও এতদূর এগোতে পেরেছে।” ছোট থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ মনোতোষের। প্রাথমিকের পড়াশোনা অলিগঞ্জ স্কুলে। তারপর পঞ্চম শ্রেণিতে কলেজিয়েট স্কুলে ভর্তি হন। এই স্কুলের শিক্ষক দীপঙ্কর সন্নিগ্রাহী মনোতোষকে নিজের ছেলের মতো দেখেন। পাশে থেকে সব সময় তাঁকে উৎসাহ দেন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
দেড় দিন ঘেরাও
গবেষণা অধিকর্তা
রাতভর পুকুর
পাড়ে পুলিশ
দক্ষিণবঙ্গ
প্রকাশ্যে খুন
পেট্রাপোলে, আতঙ্ক
বর্ধমান
ব্যবসায়ী নিখোঁজ,
তদন্তে সিআইডি
পুরুলিয়া
কয়লা স্তূপে চাপা
পড়ার অভিযোগ
আবেদনে ঘর মেলেনি,
ভরসা ত্রিপল
মুর্শিদাবাদ
দায় এড়ানোর ‘লড়াই’
হেরে সহকর্মীকে
হেনস্থার অভিযোগ
জাল নোট-সহ ধৃত ৩
মেদিনীপুর
স্কুলভোট ঘিরে
তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ
কলকাতা
৩৭.৪/২৯.৫
আজকের দিনে
• ১৯৩৪:
হিমাচলপ্রদেশের কসৌলি জেলায় জন্মগ্রহণ করেন লেখক রাসকিন বন্ড। ১৯৯২ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার ও ১৯৯৯ সালে ‘পদ্মশ্রী’ পান।
সাপ্তাহিক ক্রোড়পত্র
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.