|
|
|
|
ভূপতিনগর |
স্কুলভোট ঘিরে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
স্কুল নির্বাচন ঘিরে নিজেদের শক্ত ঘাঁটি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গোষ্ঠী সংঘর্ষে জড়াল শাসক-তৃণমূল। চলল বোমাবাজি, দলীয় কার্যালয় ভাঙচুর। দু’টি বাড়ি ও একটি দোকানে আগুন লাগানো হয়। তৃণমূলের জেলা নেতৃত্ব এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন।
ভূপতিনগর থানার পাঁউশি বৈকুন্ঠ-স্মৃতি মিলনী বিদ্যামন্দিরের পরিচালন সমিতিতে ৬ জন অভিভাবক প্রতিনিধি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার গোলমালের সূত্রপাত। শেষমেশ সংঘর্ষে জড়ায় তৃণমূলের ভগবানপুর ২ ব্লক সভাপতি প্রদীপ কয়াল এবং ভগবানপুর ২ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রবি মাইতির গোষ্ঠী। প্রদীপবাবুর অভিযোগ, “এ দিন তৃণমূল সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে রবি মাইতির অনুগামীরা ব্যাপক সন্ত্রাস চালায়। দক্ষিণ বিজয়নগরে দু’টি বাড়িতে আগুন লাগিয়ে দেয় ওরা।” রবিবাবুর পাল্টা অভিযোগ, “ওই বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক দিলীপ জানা-সহ বেশ কয়েকজন তৃণমূল সমর্থিত হিসেবে মনোনয়ন জমা দিতে গেলে প্রদীপ কয়ালের অনুগামীরা তাঁদের বাধা দেয়। সশস্ত্র লোকজন নিয়ে সন্ত্রাস চালায়। শক্তিপদ দাস নামে একজনের দোকানে আগুনও লাগানো হয়।”
গোলমালের জেরে পাঁউশি সেতুর নীচে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চলে। শেষে ভূপতিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দলের এই গোষ্ঠী সংঘর্ষ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তৃণমূলের জেলা সম্পাদক মামুদ হোসেন “কিছু জানি না” বলে বিষয়টি এড়িয়ে যান। এই বিদ্যালয়ে রবি মাইতি গোষ্ঠীই ক্ষমতাসীন ছিল। তবে এ দিন যে ৮টি মনোনয়নপত্র জমা পড়েছে, তার মধ্যে রবি মাইতির কোনও অনুগামী নেই। অন্য দিকে, প্রদীপ কয়াল গোষ্ঠীর ৬ জন মনোনয়ন জমা দিয়েছেন। বাকি দু’জনের কোনও দলীয় সমর্থন নেই।
কাঁথি দেশপ্রাণ ব্লকের সোফিয়াবাদ শীতলপ্রসাদ বিদ্যামন্দিরের পরিচালন সমিতির নির্বাচন ঘিরেও ‘সন্ত্রাস’ সৃষ্টির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ ক্ষেত্রে অভিযোগকারী বিরোধী সিপিএম। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রশান্ত পাত্র বলেন, “বিরোধী প্রার্থীদের মনোনয়নই জমা দিতে দেয়নি তৃণমূল।” দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি তরুণ জানার যদিও দাবি, “প্রার্থী দিতে না পেরে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে সিপিএম।” এ দিনই এই স্কুলে মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল। ৬টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করেছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। |
|
|
|
|
|