মেচেদায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছাত্রের |
গতকাল রাতে মেচেদা স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক ছাত্র। মৃতের নাম আজিজ জামাল। কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে চতুর্থ বর্ষে পড়ত সে। তাঁর বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামে। মঙ্গলবার থেকে তাঁর পরীক্ষা ছিল তাঁর। কিন্তু তার আগে এইরকম মর্মান্তিক ঘটনায় তাঁর কলেজের বন্ধু ও বাড়ির লোকেরা স্বভাবতই অবাক। পুলিশ আজিজের বন্ধুদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে কয়েকদিন ধরেই সে মানসিক অবসাদে ভুগছিল। কিন্তু তার পরিণতি এই আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পাটুলি থানার এএসআই |
দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন পাটুলি থানার এএসআই। গত রাতে তিনি টহল দিচ্ছিলেন ওই এলাকায়। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে সেই সময় দুই মদ্যপ যুবককে দেখে এগিয়ে যান। শুরু হয় বচসা। যুবকরা ব্যাপক মারধর করে ওই এএসআই-কে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ আহত এবস্থায় পড়ে থাকার পর তাঁকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকেরা জানিয়েছেন তাঁর চোখের আঘাত এতটাই গুরুতর যে চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে,পরিবারের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। এদিকে, তল্লাশি চালিয়ে ইতিমধ্যে দু’জনকে আটক করা হয়েছে। ধৃতেরা হল শুভঙ্কর মোদক ও নারায়ণ পুরকায়স্থ। আজ তাদের আদালতে তোলা হবে। এই ঘটনায় আরও কেউ জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। গোটা বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
|
দিঘায় সমুদ্রে তলিয়ে গেল ২ পর্যটক |
দিঘায় বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেলেন ২ পর্যটক। মৃতেরা হলেন সঞ্জিত লোহ ও সুরজিত্ লোহ। সম্পর্কে এরা দাদা-ভাই বলে জানা গেছে। এদের বাড়ি কলকাতার বাঙ্গুরে। আজ সকালে এই দুজনের দেহ উদ্ধার করা হয়। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বাড়ির লোকদের। প্রত্যক্ষদর্শীদের মতে, একজন পা পিছলে সমুদ্রে পড়ে গেলে আরেকজন তাঁকে বাঁচাতে গিয়ে প্রচন্ড ঢেউয়ে দু’জনেই তলিয়ে যান।
|
চিকিত্সকের বাড়িতে ডাকাতি |
রানিগঞ্জের রামবাগানে এক চিকিত্সকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। ডাকাতরা বাড়ির লোকজনকে হাত-পা বেঁধে লুঠপাট চালায়। নগদ ৭০ হাজার টাকা ও সোনার গয়না লুঠ করে নিয়ে যায় তারা। মারধরও করা হয়েছে বলে অভিযোগ করেছেন চিকিত্সক পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। |