উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় |
দেড় দিন ঘেরাও গবেষণা অধিকর্তা |
নিজস্ব প্রতিবেদন |
টানা দেড় দিন নিজের অফিসে ঘেরাও হয়ে থাকলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা অধিকর্তা সবিতাকুমার সেনাপতি। কোচবিহারের পুণ্ডিবাড়িতে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দফতরে আটকে পড়েন সবিতাবাবু।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কৃষি বিকাশ কেন্দ্রগুলোর কর্মচারীরা বৃহস্পতিবার সকালে বেতন সংক্রান্ত দাবি নিয়ে তাঁকে ঘেরাও করেন। দুপুরে তাঁর অফিসের বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। রাতভর আটকে থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করার বিষয়ে উদ্যোগী হননি বলে অভিযোগ। এমনকী, আন্দোলনকারীরা উপাচার্যের উপস্থিতিতে বিষয়টির মীমাংসা ও গবেষণা অধিকর্তাকে মুক্ত করার কথা বললেও উপাচার্য আসেননি। অভিযোগ, সারারাত এবং শুক্রবার গোটা দিন খাবার জোটেনি সবিতাবাবুর। শৌচাগারেও যেতে পারেননি। রাতে খাবার জলও ফুরিয়েছে। |
|
এ ভাবেই আটক ছিলেন গবেষণা অধিকর্তা সবিতা সেনাপতি। ছবি: হিমাংশুরঞ্জন দেব |
টেলিফোনে তিনি জানান, কৃষি বিকাশ কেন্দ্রগুলির কর্মীরা আগে কেন্দ্রীয় সরকারের বেতনক্রম অনুযায়ী বেতন পেতেন। কিন্তু ২০০৫ সালে কৃষি বিকাশ কেন্দ্রগুলি আইসিএআর (ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ) থেকে বিশ্ববিদ্যালয়ের আওতায় আসে। তাতে বেতনের সুযোগ-সুবিধায় কিছু ঘাটতি হচ্ছে। এখন ওঁরা ফের আইসিএআর-এর আওতাতেই থাকতে চাইছেন। এই বিশ্ববিদ্যালয়ের আওতায় ছ’টি জেলার কৃষি বিকাশ কেন্দ্রের অশিক্ষক কর্মীরা বেশ কিছু দিন ধরে বিষয়টি নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন। তিনি বলেন, ‘‘ওঁরা বঞ্চিত হচ্ছেন এটা ঠিক। কিন্তু এটা আমার দেখার বিষয় নয়। উপাচার্য বা সম্প্রসারণ অধিকর্তাকে না পেয়ে আমাকে আটকে রেখেছেন।’’
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অসিত দাস বলেছেন, “আন্দোলনকারীদের দাবির সঙ্গে আমিও সহমত। কিন্তু তা এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডেকে অনুমোদন করাতে হবে। অবসরের কয়েকদিন বাকি আছে বলে আপাতত বৈঠক ডাকা সম্ভব নয়।” বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, নতুন উপাচার্য যোগ দেওয়ার পরেই এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “সমস্যা মেটাতে উপাচার্যের সঙ্গে কথা বলছি। পুলিশ সুপারকেও পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছি।” সবিতাবাবুর মোবাইলে চার্জ না-থাকায় রাতের পরে আর বাড়িতেও যোগাযোগ করতে পারেননি। শুক্রবার বিকেলে পুলিশে খবর দেন তিনি নিজেই। এ দিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে তিনি ঘেরাওমুক্ত হন। |
|