|
|
|
|
কয়লা স্তূপে চাপা পড়ার অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • সাঁওতালডিহি |
কয়লা চুরি করতে গিয়ে কয়লার স্তূপে চাপা পড়ে কিছু গ্রামবাসী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সাঁওতালডিহিতে বিসিসিএলের ভোজুডি কোল ওয়াশারির প্রকল্প এলাকায় ঘটনাটি ঘটে বলে অভিযোগ বিভিন্ন মহলের। ওয়াশারির ভারপ্রাপ্ত প্রজেক্ট অফিসার বি সি সিংহ বলেন, “এ ধরনের ঘটনার বিষয়ে আমাদের কাছে কোনও খবর নেই।”
পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর অবশ্য দাবি, “ওখানে কয়লা চুরি করতে গিয়ে অন্তত চার জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে, জেলা প্রশাসনকে ঘটনাটি জানিয়েছি।” তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “পুলিশকে ঘটনাটি তদন্ত করে দেখতে বলা হয়েছে। এই ধরনের অপরাধের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।” পাশাপাশি সাঁওতালডিহি থানার অন্তর্গত ভোজুডি ফাঁড়িতে অভিযোগ দায়ের করে তদন্তের দাবি করেছে স্থানীয় যুব তৃণমূলও। রঘুনাথপুরের এসডিপিও জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ঝাড়খণ্ড সীমান্তে এই কোল ওয়াশারিতে প্রকল্প এলাকার মধ্যে সংগঠিত আকারে কয়লা চুরির অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে প্রকল্প এলাকায় ঢুকে কিছু এলাকার লোক আলহাডি গ্রামের প্রান্তে কয়লার স্তূপ থেকে কয়লা কাটছিল। রঘুনাথপুর ২ ব্লক যুব তৃণমূল সভাপতি স্বপন মেহেতা বলেন, “স্থানীয় সূত্রে আমরা জেনেছি, কয়লা চুরি করতে গিয়ে কয়লার স্তূপের মধ্যে চাপা পড়ে কয়েক জন নিখোঁজ হয়েছেন। সংগঠনের পক্ষে পুলিশের কাছে ঘটনাটি তদন্ত করার দাবি জানানো হয়েছে।” |
|
|
|
|
|