l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের খেলা
কলকাতা নাইট রাইডার্স
বনাম
মুম্বই ইন্ডিয়ানস
বিস্তারিত স্কোর
চেন্নাই সুপার কিংস
বনাম
দিল্লি ডেয়ারডেভিলস
বিস্তারিত স্কোর
আজকের শিরোনাম...
• হুগলির কোন্নগরে নৌকাডুবি, মৃত ২, নিখোঁজ ৫
• চ্যাম্পিয়ন্স লিগে পাক দলকে ছাড়পত্র বিসিসিআই-এর
• পাইলটদের ধর্মঘট অব্যাহত, বাতিল এয়ার ইন্ডিয়ার ১৮টি উড়ান
বিস্তারিত....
‘চোর অপবাদে কলেজেমার’,
বিষ খেয়ে অসুস্থ পরীক্ষার্থী
নিজস্ব সংবাদদাতা • হাবরা
‘চোর’ অপবাদ দিয়ে বিএ তৃতীয় বর্ষের এক পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন মারধরের অভিযোগ উঠল হাবরা শ্রীচৈতন্য কলেজের কয়েকজন শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে। ‘ঘটনার জেরে অপমানিত’ সুকান্ত দাস নামে ওই ছাত্র শুক্রবার পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বনগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর কাছে মেলা ‘সুইসাইড নোট’-এ কলেজের ওই ঘটনার উল্লেখ রয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। অভিযোগ উড়িয়ে দিয়ে শ্রীচৈতন্য কলেজের অধ্যক্ষ ইন্দ্রমোহন মণ্ডলের দাবি, “ওই ছাত্র সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলেছেন। তিনি পরীক্ষার সময়ে নকল করছিলেন। তাই তাঁর খাতা কিছু ক্ষণের জন্য নিয়ে নেওয়া হয়। মারধর করা হয়নি।” পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, বাগদার কনিয়াড়ার বাসিন্দা সুকান্ত বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়ের ছাত্র। তাঁর পরীক্ষার ‘সিট’ পড়েছে শ্রীচৈতন্য কলেজে। গত ৭ মে সংস্কৃত পরীক্ষার সময়ে ‘গার্ড’ দিচ্ছিলেন ওই কলেজের রসায়নের শিক্ষক অতনু মিত্র। জরুরি কাগজপত্র ও পেন ড্রাইভ-সহ তাঁর ব্যাগ রাখা ছিল টেবিলে। অভিযোগ, পরীক্ষার শেষে ব্যাগটি চুরি যায়।
বিস্তারিত...
পাহাড়ের জন্য এসএসসি
গড়ার আর্জিতে সাড়া রাজ্যের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
পাহাড়বাসীর ‘ক্ষোভ’ ও সরকারের ‘বিরক্তি’ আঁচ করে আপাতত আন্দোলন থেকে সরে উন্নয়ন ও কর্মসংস্থান ত্বরান্বিত করতে চাইছে গোর্খা জনমুক্তি মোর্চা। যার ‘ইঙ্গিত’ মিলল দার্জিলিং পাহাড়ের জন্য পৃথক আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গড়ায় মোর্চা নেতাদের তদ্বিরে। দলের সভাপতি বিমল গুরুঙ্গের নির্দেশ মেনে শুক্রবার মহাকরণে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে যত দ্রুত সম্ভব পাহাড়ের জন্য পৃথক এসএসসি গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করার অনুরোধ করেছেন মোর্চার দুই বিধায়ক। রাজ্য তাতে সাড়াও দিয়েছে। ওই বৈঠকের পরে মহাকরণে মোর্চার প্রচার সচিব তথা কালিম্পঙের বিধায়ক হরকাবাহাদুর ছেত্রী বলেন, “শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি আশ্বাস দিয়েছেন, দ্রুত পাহাড়ের জন্য পৃথক আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশন চালু হয়ে যাবে। প্রথম দফায় ২৬৯ জন অ্যাড-হক শিক্ষক-শিক্ষিকার চাকরির স্থায়ীকরণ করা হবে। তার পরে নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।” পাশাপাশি, মোর্চার প্রচার সচিবের দাবি, ৭ সদস্যের দার্জিলিং স্কুল সার্ভিস কমিশন দ্রুত গঠিত হবে বলেও শিক্ষামন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন। ঘটনা হল, ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ) চুক্তিতেও পাহাড়ের জন্য পৃথক এসএসসি গঠনের প্রস্তাব রয়েছে।
বিস্তারিত...
বাজ পড়ে মৃত ১১, জখম দশ
নিজস্ব প্রতিবেদন
ঝড়বৃষ্টির সময়ে লাগোয়া দুই জেলার ৩টি এলাকায় বাজ পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টায় উত্তর দিনাজপুরে ১০ জনের ও মালদহের চাঁচলে ১ জনের মৃত্যু হয়েছে। জখম ১০ জন। পুলিশ জানায়, উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের দোমহনা ১ পঞ্চায়েতের সিনানদিঘিতে বাজ পড়ে একটি শিশু-সহ ৭ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে আছেন বাবা-মা ও ছেলে। তাঁরা হলেন, আকালু দাস (৪০), বুধো দাস (৩৮), কাজল দাস (১০)। অন্যদের নাম অতুলচন্দ্র দাস (৪০), ইব্রাহিম আলি (৯), নুর ইসলাম (৪৫) ও আজাহার আলি (১৩)। সকলেরই বাড়ি সিনানদিঘি ও সংলগ্ন করচা এলাকায়। এসরাইল আলি ও খাবির আলম নামে দুই বালক জখম হয়েছে। সকলেই শস্যখেতে কাজ করছিলেন। কালিয়াগঞ্জের বেউরঝাড়ি এলাকায় জমিতে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় মিলন রায় (২৬) নামে এক মহিলার। জখম হন তাঁর সঙ্গী আরও তিন মহিলা। ওই জেলারই গোয়ালপোখর ও চাকুলিয়ায় বাজ পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। মৃত সুমিতা হরিজনের (২৫), বাড়ি চাকুলিয়া থানার বারোঠিয়ায় এবং পারবিনা বেগমের (৩৬), বাড়ি গোয়ালপোখরের ভেরস্থানে।
বিস্তারিত...
সিআইডি তদন্তে অসন্তুষ্ট, লিখিত ব্যাখ্যা চায় কোর্ট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
বর্ধমানের প্রাক্তন বিধায়ক প্রদীপ তা এবং সিপিএম নেতা কমল গায়েনের খুনের সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ওই মামলার জেনারেল ডায়েরি, তদন্তকারী অফিসারদের মুভমেন্ট ডায়েরি এবং এই তদন্তে জমা পড়া বিভিন্ন চিঠি তলব করেছে আদালত। এফআইআর-এ নাম থাকা ২২ জনের মধ্যে তিন জনের নাম চার্জশিট থেকে কেন সিআইডি বাদ দিয়েছে, তার ব্যাখ্যাও তদন্তকারী সংস্থাকে লিখিত ভাবে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। আগামী শুক্রবারের মধ্যে সিআইডি-কে ওই সব তথ্য পেশ করতে হবে আদালতে। বৃহস্পতিবার বর্ধমান আদালতে প্রদীপ তা-কমল গায়েন হত্যাকাণ্ডের চার্জশিট জমা দিয়েছিল সিআইডি। শুক্রবার হাইকোর্টে ওই মামলার তদন্তের অগ্রগতির চতুর্থ দফা রিপোর্ট জমা দেয় তারা। এই রিপোর্ট দেখার পরে প্রধান বিচারপতি জে এন পটেল তদন্তের কেস ডায়েরি দেখতে চান। কিন্তু সরকারপক্ষ তা দেখাতে পারেনি। সরকারি আইনজীবী জানান, সময় দেওয়া হলে তিনি এ দিনই হাইকোর্টে ওই কেস ডায়েরি জমা দেবেন। প্রধান বিচারপতি জে এন পটেল এবং বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, বেলা দু’টোয় এই মামলার শুনানি হবে। সেই সময় কেস ডায়েরি হাজির করতে হবে। ভবানী ভবন থেকে কেস ডায়েরি অবশ্য তার আগেই এসে পৌঁছয়।
বিস্তারিত...
দক্ষিণে রেজ্জাক-ঘনিষ্ঠ সাত্তার সম্পাদকমণ্ডলীতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
দলে ‘বিদ্রোহ’ সামাল দিতে উদ্যোগী হতে হল দুই ২৪ পরগনায় সিপিএম জেলা নেতৃত্বকে। দক্ষিণ ২৪ পরগনায় নতুন জেলা সম্পাদকমণ্ডলীতে নেওয়া হল আব্দুর রেজ্জাক মোল্লার ‘ঘনিষ্ঠ’ নেতা আব্দুস সাত্তার মোল্লাকে। উত্তর ২৪ পরগনায় গোষ্ঠী-কোন্দল যাতে পঞ্চায়েত ভোটের আগে দলের কাজে প্রভাব না-ফেলে, সেই লক্ষ্যে অমিতাভ নন্দী শিবিরের সঙ্গে ‘বনিবনা’র চেষ্টা চালাল ক্ষমতাসীন গৌতম দেবের শিবির। দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদকমণ্ডলীতে নতুন মুখ কুলতলির রামশঙ্কর হালদার এবং ভাঙড়ের সাত্তার মোল্লা। বাদ দিয়েছেন যাদবপুরের বটকৃষ্ণ রায়। বাম জমানায় এলাকায় ‘ছড়ি ঘোরানো’ এবং জমি-বাড়ির দালালি সংক্রান্ত অনিয়মের অভিযোগে আগেই দল থেকে বাদ দেওয়া হয়েছে যাদবপুরের আর এক প্রাক্তন ‘প্রভাবশালী’ নেতা স্বপন রায়কে। তবে খোকন ঘোষ দস্তিদার এ বারও রয়ে গিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের কেন্দ্র যাদবপুরের ‘ভোট-ম্যানেজার’ খোকনবাবুর বিরুদ্ধে দলেই নানা অভিযোগ। দলের নিচু তলার একাংশে তাঁকে নিয়ে ক্ষোভ আছে। কিন্তু অভ্যন্তরীণ সমীকরণের জেরেই তাঁকে এ বারও জেলা সম্পাদকমণ্ডলীতে রেখে দেওয়া হয়েছে। সদস্যদের দায়িত্ব বণ্টন এখনও হয়নি।
বিস্তারিত...
হাবরায় জোড়া খুনে গ্রেফতার আরও ১
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর ও বনগাঁ
উত্তর ২৪ পরগনার হাবড়ায় কংগ্রেস নেতা বাপি চৌধুরীকে খুনের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতী নটনারায়ণ ঘোষ ওরফে যিশুকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শ্রীরামপুরের গোস্বামীপাড়া এলাকা থেকে ১৪ কেজি গাঁজা-সহ তাকে ধরা হয়। শুক্রবার চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। এসডিপিও (শ্রীরামপুর) রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “দীর্ঘদিন ধরেই পুলিশ ওই দুষ্কৃতীকে খুঁজছিল। তার নামে তিনটি ঘটনায় আদালতের ওয়ারেন্ট ছিল।” বিভিন্ন ধরনের সমাজবিরোধীমূলক কাজের সঙ্গে যিশু জড়িত বলে তদন্তকারী অফিসারদের দাবি। পুলিশের খাতায় তার নামে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে লাল রঙের একটি মোটর বাইকে চেপে শ্রীরামপুর স্টেশনের অদূরে গোস্বামীপাড়ায় আসে যিশু। গাঁজা বিক্রির উদ্দেশ্য ছিল তার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে ধরে ফেলে। আটক করা হয়েছে বাইকটি।
বিস্তারিত...
সম্পত্তির ভাগ নিয়েই ৩ খুন কোটশিলায়
নিজস্ব সংবাদদাতা • কোটশিলা
সম্পত্তির ভাগ না দেওয়ায় মামা-মামি ও তাঁদের শিশু সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে ভাগ্নে। কোটশিলার আমড়া গ্রামের খুনের ঘটনায় শুক্রবার পুলিশের কাছে নিজের নাতির বিরুদ্ধেই এই অভিযোগ করেছেন নিহত অরুণ মাহাতোর বাবা প্রহ্লাদ মাহাতো। বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে খুন হন অরুণ মাহাতো (৩৫), তাঁর স্ত্রী লক্ষ্মীমণি মাহাতো (৩০) ও তাঁদের দেড় বছরের ছেলে সোমনাথ মাহাতো। প্রহ্লাদবাবুর অভিযোগ, তাঁর মেয়ের ছেলে সুভাষ মাহাতো খুন করেছে। পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর বলেন, “অভিযুক্ত পলাতক। খোঁজ চলছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ভোজালি উদ্ধার হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সুভাষ মাহাতো প্রহ্লাদবাবুর অরুনবাবুর ভাগ্নে। মামারবাড়িতেই সে ছেলেবেলা কাটিয়েছে। বছর তিনেক আগে এখান থেকে মাধ্যমিক পাশ করার পরে সে কাজের খোঁজে ঝাড়খণ্ডে চলে যায়। মাঝে মাঝে মামারবাড়িতে আসত।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
জেলাশাসকের নামে
অভিযোগের প্রতিলিপি
একশো দিনের কাজে
পিছিয়ে জলপাইগুড়ি
দক্ষিণবঙ্গ
সিপিএম করার ‘অপরাধে’ বাড়িতে আগুন রায়দিঘিতে
বাড়ি থেকে পালিয়েও পাহাড়
দেখা হল না তিন ছাত্রের
বর্ধমান
‘আশ্বাসে’ সারেনি রাস্তা,
ক্ষোভ বাস মালিকদের
পাশেই স্কুল, টাউন হলের দশায় আতঙ্কিত বাসিন্দারা
পুরুলিয়া
জলপ্রকল্পের জল দিয়েই
ট্যাঙ্ক তৈরি,অভিযোগ
কথা রাখেননি কেউ,
ক্ষোভ বাসিন্দাদের
মুর্শিদাবাদ
নিকাশির হাল
ফেরাতে উদ্যোগ
ঘুষ চাওয়ার নালিশ,
ঘেরাও পঞ্চায়েত কর্মী
মেদিনীপুর
প্রতারণা-চক্রে নাম
জড়াল পুলিশ কর্মীর
নিজের ঘরেই স্কুলছাত্র
খুন শহরে
কলকাতা
৩৫.৫/২৭.৬
আজকের দিনে
আন্তর্জাতিক সেবিকা দিবস।
•
১৯৫৬:
পাক ক্রিকেট
আম্পায়ার আসাদ রউফের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.